চূড়ান্ত অমানবিক আচরণের অভিযোগ ১০,৩২৩-এর বিরুদ্ধে

এই খবর শেয়ার করুন (Share this news)

৪৮ ঘণ্টা ধরে ঘেরাও রাজ্য শিক্ষাভবন । কারণ চাকরিতে পুনর্বহালের দাবিতে অনড় ১০,৩২৩ শিক্ষক শিক্ষিকারা । পূর্ব ঘোষণা অনুযায়ী শিক্ষক শিক্ষিকারা দপ্তরের অধিকর্তার সাথে সাক্ষাতের জন্যে সারা রাজ্য থেকে আসেন । কিন্তু শারীরিক অসুস্থতার জন্যে শিক্ষা অধিকর্তা আন্দোলনরত শিক্ষক শিক্ষিকাদের সাথে দেখা করতে পারেননি । এমনকি অধিকর্তার পরিবর্তে যেসব আধিকারিক ১০,৩২৩ শিক্ষক শিক্ষিকাদের সাথে কথা বলেছেন তাদের কাছ থেকে কোনও প্রতিশ্রুতি পাননি শিক্ষকরা । ফলে পুনরায় স্থায়ী চাকরির দাবির পক্ষে লিখিত প্রতিশ্রুতি প্রদানের জন্যে শিক্ষাভবন ঘেরাও করেন শিক্ষক শিক্ষিকারা ।

শারীরিক অসুস্থতার জন্যে শিক্ষা অধিকর্তাকে ঘেরাও মুক্ত করলেও দপ্তরের অন্যান্য আধিকারিকদের মুক্ত করেও ঘেরাও করে রাখেন ১০,৩২৩ শিক্ষক শিক্ষিকারা । বিক্ষোভের দ্বিতীয় দিনে তাদের দাবি দপ্তরের সচিবকে লিখিত প্রতিশ্রুতি দিলেই শিক্ষাভবন ঘেরাও মুক্ত করার বিষয়ে ভাবা হবে । রাতের সংবাদ লেখা পর্যন্ত ঘেরাও চলছে শিক্ষাভবনে । এদিকে , আন্দোলনের নামে 10,৩২৩ চাকরিচ্যুত একাংশ শিক্ষকদের বিরুদ্ধে চূড়ান্ত অমানবিক আচরণের অভিযোগ উঠেছে । শুধু তাই নয় , পুলিশি ভূমিকা নিয়েও বড় ধরনের প্রশ্ন উঠেছে । আদালতের নির্দেশে চাকরিচ্যুত হওয়া একাংশ শিক্ষক পুনরায় চাকরি ফিরে পাওয়ার দাবিতে গতকাল বুধবার সকাল থেকে বৃহস্পতিবার খবর লেখা পর্যন্ত প্রায় টানা দুইদিন শিক্ষাভবন ঘেরাও করে রেখেছে । বৃহস্পতিবার সকাল থেকে শিক্ষা দপ্তরের অধিকর্তা চাঁদনি চন্দ্ৰনকে সন্ধ্যা পর্যন্ত অফিসে আটকে রাখা হয় ।

একটা সময় তাকে জল পর্যন্ত খেতে দেওয়া হয়নি বলে অভিযোগ । প্রচণ্ড মানসিক চাপ ও দিনভর অফিসে আটকে থাকার কারণে তিনি মারাত্মকভাবে অসুস্থ হয়ে পড়েন । জানা গেছে , শিক্ষা অধিকর্তা চাঁদনি চন্দ্রন আট মাসের অন্ত : সত্ত্বা । এই অবস্থা দেখার পরও আন্দোলনের নামে একাংশ চাকরিচ্যুত শিক্ষক তার সাথে চূড়ান্ত অমানবিক আচরণ করেছে । সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তাকে অফিসে আটকে রেখেছে । তারপরও শিক্ষা অধিকর্তা শিক্ষক প্রতিনিধিদের ডেকে নিয়ে কথা বলেছেন । কিন্তু চাকরিচ্যুতরা তাদের দাবিতে অনড় । একদিকে মানসিক চাপ অন্যদিকে শারীরিক অসুস্থতা । এতে পরিস্থিতি বেগতিক হয়ে উঠে । তিনি মারাত্মকভাবে অসুস্থ হয়ে পড়েন । এরপর তড়িঘড়ি তাকে অফিস থেকে নিয়ে যাওয়া হয় ।এই ঘটনায় প্রশাসনিক শীর্ষ মহলেও ব্যাপক ক্ষোভ ও বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে । প্রশ্ন উঠেছে পুলিশি ভূমিকা নিয়েও । আন্দোলনের নামে স্বাভাবিক কাজকর্মও লাঠে উঠেছে । খবর নিয়ে জানা গেছে , দুইদিন ধরে শিক্ষাভবনে কোনও কাজই হয়নি । আন্দোলনের নামে যেভাবে অশান্তি তৈরি হচ্ছে এতে আইনশৃঙ্খলা মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে । চাকরিচ্যুত শিক্ষকদের বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা হোক , এটা সকলেই চায় । কিন্তু আন্দোলনের নামে একজন আটমাসের অন্তঃসত্ত্বা মহিলা আধিকারিককে দিনভর অফিসে আটকে রাখা , মোটেও সমুচীন ও সমর্থনযোগ্য হতে পারে না । জানা গেছে , শ্রীমতী চন্দ্রন আগামী ২৩ সেপ্টেম্বর থেকে মাতৃত্বকালীন ছুটিতে যাবেন , এটা আগে থেকেই নির্ধারিত ছিলো । কিন্তু আজ যেটা হয়েছে , তাতে বিভিন্ন মহলেই বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে । মহাকরণ সূত্রে জানা গেছে , রাজ্য সরকার এই ব্যাপারে কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছে ।

Dainik Digital

Recent Posts

বিভৎস ট্রেন দুর্ঘটনা, ছিটকে গেল চলন্ত তিনটি মালগাড়ির কামরা!!

অনলাইন প্রতিনিধি :-ফের লাইনচ্যুত ট্রেন। ছিটকে গেছে তিনটি কামড়া। ঘটনাটি ঘটেছে ওড়িশার তিতলাগড় স্টেশনের কাছে।…

5 hours ago

চিনে আবার নতুন করে কোভিড নাইটিন!!

অনলাইন প্রতিনিধি :-প্রথম সংক্রমণের ৫ বছরের রেষ কাটতে না কাটতেই নতুন করে চিনে খোঁজ মিলেছে…

9 hours ago

দিল্লিতে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত রিয়াজ হামিদুল্লাহ!!

অনলাইন প্রতিনিধি :-গত ৫ আগস্ট হাসিনা জামানার পতনের পর বাংলাদেশ-ভারতের সম্পর্কে ফাটল দেখা দেয়। তবে…

9 hours ago

মরিশাসের জাতীয় দিবসে প্রধান অতিথির মুখ নরেন্দ্র মোদী!!

শুক্রবার মরিশাসের সংসদে প্রধানমন্ত্রী ঘোষণা করেন আসন্ন ন্যাশনাল ডে বা জাতীয় দিবসের উদযাপনে প্রধান অতিথি…

12 hours ago

ধন্যবাদার্হ!!

কোনও চাওয়া যখন পথের থেকে বেশি সংখ্যায় পথবন্ধক তৈরি করে, তাকে পরিত্যাগ করাই বিধেয়। কারণ…

12 hours ago

নয়া জঙ্গি তৎপরতার উপর নজর রাখছে পুলিশ :ডিজিপি!!

অনলাইন প্রতিনিধি:- নারী নির্যাতন কিংবা মহিলা সংক্রান্ত অপরাধের সংখ্যা রাজ্যে উল্লেখযোগ্য হারে হ্রাস পেয়েছে। পাশাপাশি…

14 hours ago