চেন্নাইয়ে অনূর্ধ্ব উনিশ রাজ্য জুনিয়র মহিলা ক্রিকেট দলটি প্রস্তুতি ম্যাচে পরাজয়ের মধ্যেই রয়েছে । তামিলনাড়ু অনূর্ধ্ব উনিশ দলের সাথে টানা তিন ম্যাচ খেলে তিনটিতেই হেরে পরাজয়ের হ্যাটট্রিক করে ফেললো অম্বেষা দাস বাহিনী । প্রথম ম্যাচে যদিও ১৪০ রানের টার্গেটকে তাড়া করে ছয় উইকেটে ৭৬ রান তুলেছিল । কিন্তু পরের ম্যাচে নিজেরা আগে ব্যাট করে কুড়ি ওভারে মাত্র ৫৫ রানই তুলতে সক্ষম হয় । তবে আজ তৃতীয় ম্যাচে আরও লজ্জার স্কোর গড়ে অম্বেষা বাহিনী । কুড়ি ওভারে আজ ত্রিপুরার জুনিয়র মহিলা দলের ব্যাটিং লড়াই খতম হয়ে যায় মাত্র ৩৬ রানে । জাতীয় আসরের আগে যা টিম ম্যানেজমেন্টকে মারাত্মক চিন্তায়ই ফেলে দিচ্ছে । সব মিলিয়ে তিনটি প্রস্তুতি ম্যাচে ত্রিপুরার জুনিয়র মেয়েদের সংগৃহীত রান এমন ৭৬ + ৫৫ + ৩৬ অর্থাৎ ১৬৭ রান । যেখানে প্রস্তুতি ম্যাচে যে কোনও দলের পারফরম্যান্স ভালো হওয়ার কথা । সেখানে ফি ম্যাচে রাজ্য জুনিয়র মেয়েরা খারাপ করে চলেছে । আজ দলের ৩৬ রানের মধ্যে একমাত্র অনামিকা দাস ( ১৬ ) দুই অঙ্কের রান করে । চারজন রানের খাতাই খোলার সময় পায়নি । একাশি মিনিট ব্যাট করে ১৯.৫ ওভারে সব উইকেট হারিয়ে মাত্র ৩৬ রানই স্কোরবোর্ডে তুলতে পারে । প্রস্তুতি ম্যাচেই যখন এ অবস্থা তখন মূল টুর্নামেন্টে গিয়ে রাজ্য জুনিয়র মহিলা টিমের ব্যাটাররা কী করবে । তবে আগরতলায় অতিমাত্রায় শুধু ক্যাম্প ক্যাম্প খেলার জন্যই যে এখন ফি প্রস্তুতি ম্যাচে রাজ্যদল বিপক্ষের সামনে মুখ থুবড়ে পড়ছে তা বলার অপেক্ষা রাখে না । ব্যাটিংয়ে দল যাদের দিকে বেশি ভরসা করছেন তারাই বারবার ব্যর্থ হচ্ছে । ব্যাটাররা খারাপ করায় বোলারদের পক্ষেও ভালো পারফরম্যান্স করার সুযোগ থাকছে না । আজ ব্যাটে অম্বেষা দাস ৬ বলে দুই রান , অস্মিতা নাথ কুড়ি বলে চার রান , রূপালি দাস শূন্য । অনামিকা দাস ষোল রান করায় স্কোর চার উইকেটে ২৫ হয় । অনামিকা আউট হওয়ার পর মাত্র এগারো রান যোগ করেই বাকিরা আউট হয়ে যায় । যদিও প্রতিদিনই প্রস্তুতি ম্যাচে ব্যাটারদের ভালো করে খেলার পরামর্শ দেওয়া হলেও ক্রিজে নেমেই তারা ভুল শট মেরে আউট হয়ে ফিরে আসে । ত্রিপুরার ৩৭ রানের টার্গেট তামিলনাড়ু ৬.২ ওভার খেলে কোনও উইকেট না হারিয়েই ম্যাচ জিতে নেয় । আগামীকাল রাজ্যদল তামিলনাড়ুর বিরুদ্ধে আরও একটি প্রস্তুতি ম্যাচ খেলবে ।
অনলাইন প্রতিনিধি:- বাংলাদেশ থেকে কাঞ্চনপুর মহকুমার ভারত- বাংলাদেশ সীমান্ত দিয়ে মিজোরামে যাওয়ার পথে মামিত জেলার…
অনলাইন প্রতিনিধি :- নিরাপত্তার কাজে নয়, টিএসআর জওয়ানদের খাটানো হচ্ছে আর্দালি হিসাবে। পুলিশ আধিকারিকদের ও…
অনলাইন প্রতিনিধি :- ইন্ডিগো আগরতলা- দিল্লী রুটের উভয় দিকে যাতায়াতে আরও একটি বিমান চালু করছে।…
দিল্লীর বিধানসভা ভোট নিয়ে সরগরম দিল্লী। দিল্লীতে এবার এক আঙ্গিকে বিধানসভা ভোট হচ্ছে। গত পরিস্থিতির…
অনলাইন প্রতিনিধি :-ত্রিপুরায় উৎপাদিত" অর্গানিক বার্ড আই চিলি " স্হানীয় ভাষায় যাকে বলা হয় ধানি…
২২জানুয়ারী,২০২৪।এক বছরের ব্যবুধানে ২০২৫ সালের ১৩ জানুয়ারি।গত বছরের মেগা ইভেন্টের আসর বসেছিল অযোধ্যায়। এবার মেগা…