Categories: খেলা

চেন্নাইয়ে প্রস্তুতি ম্যাচে ৩৬ রানে খতম ত্রিপুরা

এই খবর শেয়ার করুন (Share this news)

চেন্নাইয়ে অনূর্ধ্ব উনিশ রাজ্য জুনিয়র মহিলা ক্রিকেট দলটি প্রস্তুতি ম্যাচে পরাজয়ের মধ্যেই রয়েছে । তামিলনাড়ু অনূর্ধ্ব উনিশ দলের সাথে টানা তিন ম্যাচ খেলে তিনটিতেই হেরে পরাজয়ের হ্যাটট্রিক করে ফেললো অম্বেষা দাস বাহিনী । প্রথম ম্যাচে যদিও ১৪০ রানের টার্গেটকে তাড়া করে ছয় উইকেটে ৭৬ রান তুলেছিল । কিন্তু পরের ম্যাচে নিজেরা আগে ব্যাট করে কুড়ি ওভারে মাত্র ৫৫ রানই তুলতে সক্ষম হয় । তবে আজ তৃতীয় ম্যাচে আরও লজ্জার স্কোর গড়ে অম্বেষা বাহিনী । কুড়ি ওভারে আজ ত্রিপুরার জুনিয়র মহিলা দলের ব্যাটিং লড়াই খতম হয়ে যায় মাত্র ৩৬ রানে । জাতীয় আসরের আগে যা টিম ম্যানেজমেন্টকে মারাত্মক চিন্তায়ই ফেলে দিচ্ছে । সব মিলিয়ে তিনটি প্রস্তুতি ম্যাচে ত্রিপুরার জুনিয়র মেয়েদের সংগৃহীত রান এমন ৭৬ + ৫৫ + ৩৬ অর্থাৎ ১৬৭ রান । যেখানে প্রস্তুতি ম্যাচে যে কোনও দলের পারফরম্যান্স ভালো হওয়ার কথা । সেখানে ফি ম্যাচে রাজ্য জুনিয়র মেয়েরা খারাপ করে চলেছে । আজ দলের ৩৬ রানের মধ্যে একমাত্র অনামিকা দাস ( ১৬ ) দুই অঙ্কের রান করে । চারজন রানের খাতাই খোলার সময় পায়নি । একাশি মিনিট ব্যাট করে ১৯.৫ ওভারে সব উইকেট হারিয়ে মাত্র ৩৬ রানই স্কোরবোর্ডে তুলতে পারে । প্রস্তুতি ম্যাচেই যখন এ অবস্থা তখন মূল টুর্নামেন্টে গিয়ে রাজ্য জুনিয়র মহিলা টিমের ব্যাটাররা কী করবে । তবে আগরতলায় অতিমাত্রায় শুধু ক্যাম্প ক্যাম্প খেলার জন্যই যে এখন ফি প্রস্তুতি ম্যাচে রাজ্যদল বিপক্ষের সামনে মুখ থুবড়ে পড়ছে তা বলার অপেক্ষা রাখে না । ব্যাটিংয়ে দল যাদের দিকে বেশি ভরসা করছেন তারাই বারবার ব্যর্থ হচ্ছে । ব্যাটাররা খারাপ করায় বোলারদের পক্ষেও ভালো পারফরম্যান্স করার সুযোগ থাকছে না । আজ ব্যাটে অম্বেষা দাস ৬ বলে দুই রান , অস্মিতা নাথ কুড়ি বলে চার রান , রূপালি দাস শূন্য । অনামিকা দাস ষোল রান করায় স্কোর চার উইকেটে ২৫ হয় । অনামিকা আউট হওয়ার পর মাত্র এগারো রান যোগ করেই বাকিরা আউট হয়ে যায় । যদিও প্রতিদিনই প্রস্তুতি ম্যাচে ব্যাটারদের ভালো করে খেলার পরামর্শ দেওয়া হলেও ক্রিজে নেমেই তারা ভুল শট মেরে আউট হয়ে ফিরে আসে । ত্রিপুরার ৩৭ রানের টার্গেট তামিলনাড়ু ৬.২ ওভার খেলে কোনও উইকেট না হারিয়েই ম্যাচ জিতে নেয় । আগামীকাল রাজ্যদল তামিলনাড়ুর বিরুদ্ধে আরও একটি প্রস্তুতি ম্যাচ খেলবে ।

Dainik Digital

Recent Posts

দ্বিতীয়দিন ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হলো হাজারো দর্শক-শ্রোতা!!

অনলাইন প্রতিনিধি:-প্রথমদিনের মতোই উড়ান আয়োজিত ত্রিপুরা লিটারেচার ফেস্টিভ্যালের দ্বিতীয়দিনও ছিল শ্রোতা ও দর্শকে পরিপূর্ণ। সাহিত্য,…

20 hours ago

মার্কিন হাসপাতালে এলোপাথারি গোলাগুলি!!

অনলাইন প্রতিনিধি :-শনিবার আমেরিকার পেনসিলভ্যানিয়া প্রদেশের ইয়র্ক কাউন্টির ‘ইউপিএমসি মেমোরিয়াল হাসপাতাল’ নামে ওই হাসপাতালে ঢুকে…

21 hours ago

আগরতলা-গুয়াহাটি বন্দে ভারত শীঘ্রই।।

অনলাইন প্রতিনিধি :-আগরতলা-গুয়াহাটি-আগরতলার মধ্যে বন্দে ভারত এক্সপ্রেস চলাচল এখন শুধুই সময়ের অপেক্ষা। এই মন্তব্য করেন…

21 hours ago

তেলেঙ্গানার সুড়ঙ্গে আটক ৮ শ্রমিক,বিচ্ছিন্ন যোগাযোগ!!

অনলাইন প্রতিনিধি :-২৪ ঘণ্টা ধরে তেলঙ্গানার শ্রীসৈলাম সুড়ঙ্গে আটকা পড়েছেন আট শ্রমিক। কাদাজলে ভরে গিয়েছে…

21 hours ago

ভোট বিদেশি হস্তক্ষেপ।।

মার্কিন প্রেসিডেন্ট গণতান্ত্রিক রায়ের দুই লাইনের এক মন্তব্যে, শুরু হয়েছে।পরিস্থিতি এমন জায়গায় গিয়ে পৌঁছেছে যে,…

22 hours ago

কেন্দ্রীয় কারাগারে কোটি টাকার টেন্ডার ঘোটালার অভিযোগ!!

অনলাইন প্রতিনিধি :-বিগত বামফ্রন্ট সরকারের আমল থেকেই কেন্দ্রীয় সংশোধনাগার দুর্নীতির আখড়া হিসাবে পরিচিতি লাভ করেছে।দুর্নীতির…

22 hours ago