চ্যাম্পিয়ন ভবনস ত্রিপুরা

 চ্যাম্পিয়ন ভবনস ত্রিপুরা
এই খবর শেয়ার করুন (Share this news)

ব্যাটিং দুর্বলতায় ডুবলো বিদ্রোহী কবি নজরুল বিদ্যাভবন। টিসিএ- র সদর অনূর্ধ্ব ১৭ আন্ত:স্কুল ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে আজ ভবনস ত্রিপুরা বিদ্যামন্দিরের কাছে বড় ব্যবধানে হারতে হলো তাদের। সোমবার ড. বিআর আম্বেদকর স্কুল মাঠে টিসিএ-র সদর অনূর্ধ্ব ১৭ স্কুল ক্রিকেটের ফাইনালে ভবনস ত্রিপুরা বিদ্যামন্দির ১৩৩ রানে বিদ্রোহী কবি নজরুল বিদ্যাভবনকে হারায় । ভবনস ত্রিপুরা বিদ্যামন্দির প্রথমে ব্যাট করে নির্ধারিত চল্লিশ ওভারে চার উইকেটে ২২১ রান তুলে। জবাবে বিদ্রোহী কবি নজরুল বিদ্যাভবন ব্যাট হাতে নিয়ে ঊনত্রিশ ওভারে মাত্র ৮৮ রানে গুটিয়ে যায়। ভবনস ত্রিপুরা বিদ্যামন্দিরের অর্কজিৎ পাল আজও দুর্দান্ত ব্যাটিং করে। ৭৩ রান করে ৮৫ বলে। এই রানে সাতটি বাউন্ডারি ছিল অর্কজিতের এই রানে ভবনস ত্রিপুরা বিদ্যামন্দির তাদের স্কোর বোর্ডে একটা বড় ইনিংস গড়তে সফল হয়। সেমিফাইনালে নেতাজী সুভাষ বিদ্যানিকেতনের বিরুদ্ধে ১১৪ রান করেছিল অর্কজিৎ। ওই রানের উপর ভর দিয়ে ওইদিন ফাইনালের টিকিট সহজেই তুলে নিতে পেরেছিল ভবনস ত্রিপুরা বিদ্যামন্দির। আজ ভবনস ত্রিপুরা তাদের এই নির্ভরযোগ্য ব্যাটসম্যানের উপর ভর করে চ্যাম্পিয়ন ট্রফি ঘরে তুলে নিল বলা যায়। ব্যাটে ভবনস ত্রিপুরা বিদ্যামন্দিরের হয়ে সুমিত যাদব ৪৫, আয়ন রায় ৩২, অধিনায়ক দেবরাজ সরকার ১৮, সুরজিৎ দেববর্মা ১৫ রান করে। অতিরিক্ত হিসাবে ৩৮ রান জয় স্কোর বোর্ডে। বোলিংয়ে বিদ্রোহী কবি নজরুল বিদ্যাভবনের সাহিল দীপঙ্কর দাস ৩৯ রানে একটি এবং সাগর বিশ্বাস ২৯ রানে একটি উইকেট তুলে। ভবনস ত্রিপুরা বিদ্যামন্দিরের দেওয়া জয়ের ২২২ রানের টার্গেট নিয়ে ব্যাট করতে নেমে বিদ্রোহী কবি নজরুল বিদ্যাভবন ২৯ ওভারে মাত্র ৮৮ রানে গুটিয়ে যায়। ব্যাটিং লাইন একেবারেই ফ্লপ ছিল তাদের। ব্যাটিং দুর্বলতায় ম্যাচটি বড় ব্যবধানে হারতে হলো এ দিন তাদের। ব্যাটে উল্লেখযোগ্য রান বলতে সাগর সূত্রধর বাইশ ও অধিনায়ক তনয় মন্ডল দশ রান।
এছাড়া বাকি ব্যাটসম্যানরা কেউ দুই অঙ্কের ঘরে রান নিয়ে যেতে পারেনি। শান্তনু সূত্রধর ৯, রাজা রায় ৬, প্রিয়াংশু পাল ৬ রান করে। অতিরিক্ত হিসাবে পঁচিশ রান যোগ হয়। বোলিংয়ে ভবনস ত্রিপুরা বিদ্যামন্দিরের সুমিত যাদব সাত ওভারে দুই মেডেন চৌদ্দ রানে সর্বোচ্চ চারটি উইকেট তুলে। অধিনায়ক দেবরাজ সরকার ছয় ওভারে দশ রান দিয়ে তিনটি, অর্কজিৎ পাল পাঁচ ওভারে ছয়ত্রিশ রান দিয়ে দুটি ও আয়ন রায় ছয় রানে একটি উইকেট নেয়। উল্লেখ্য, সেমিফাইনালে বিদ্রোহী কবি কাজী নজরুল বিদ্যাভবন ৫৪ রানে প্রগতি বিদ্যামন্দিরকে এবং অপর সেমিফাইনালে ভবনস্ ত্রিপুরা বিদ্যামন্দির এক উইকেটে নেতাজী সুভাষ বিদ্যানিকেতনকে হারিয়ে ফাইনালে উঠেছিল। প্রসঙ্গত, দুবছর বাদে টিসিএ-র উদ্যোগে অনূর্ধ্ব ১৭ আন্ত:স্কুল ক্রিকেট টুর্নামেন্টটি হলো এবার। এতে ২১টি টিম অংশ নেয়।

Dainik Digital

Dainik Digital

Leave a Reply

Your email address will not be published.