চ্যালেঞ্জের মুখে কৃষকরা!!
অনলাইন প্রতিনিধি :-তেলিয়ামুড়া মহকুমা এলাকার কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বাইশঘরিয়া এলাকাটি রাজ্যের অন্যতম কৃষি প্রধান এলাকা হিসেবে পরিচিত।সংশ্লিষ্ট এলাকার সিংহভাগ সাধারণ মানুষ কৃষি কাজের সঙ্গে সরাসরি যুক্ত। বলতে দ্বিধা নেই, বাইশ ঘরিয়ার বিভিন্ন জমিতে উৎপাদিত নানা প্রকারের সবজি গোটা রাজ্যের সবজির চাহিদা মেটানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।সাম্প্রতিক অতীতে বর্ষনজনিত কারণে বাইশঘরিয়ার বিভিন্ন অংশের কৃষকরা নানান ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন।বিশেষ করে বেশ কিছু কৃষক এক প্রকারের সর্বস্বান্ত হয়ে পড়েছিলেন।
যদিও বর্ষণ পরবর্তী পরিস্থিতিতে সরকারের তরফ থেকে ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়ানোর আশ্বাস দেওয়া হয়েছিল। সংশ্লিষ্ট বিষয়ে ক্ষতিগ্রস্ত কৃষকরা কতটুকু সরকারি সহায়তা পেয়েছেন কিংবা শীতকালীন সবজির ফলন কেমন হয়েছে এই বিষয়গুলো জানতে সংশ্লিষ্ট বাইশঘরিয়া এলাকার বিভিন্ন অংশের কৃষকদের সাথে কথা হলে, উত্তম দেবনাথ নামে একজন স্থানীয় কৃষক দাবি করেছেন,
শীতকালীন সবজির ফলন এবছর ভাল হয়েছে। তাছাড়া সরকারি সাহায্য সহযোগিতার ব্যাপারে প্রশ্ন করা হলে তিনি বলেন, এখনো পর্যন্ত কোন ধরনের সরকারি সাহায্য সহযোগিতা জোটেনি।যদিও এলাকার বিধায়ক তথা মন্ত্রী বিকাশ দেববর্মা এলাকা সফর করে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছিলেন।এছাড়াও উত্তম দেবনাথ এর মত অধিকাংশ কৃষকদের বক্তব্য হচ্ছে বর্তমান সময়ে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি যেখানে নিত্য দিনের ঘটনা সেই জায়গায় দাঁড়িয়ে কৃষিকে আঁকড়ে ধরে জীবন জীবিকা নির্বাহ করা একটা চ্যালেঞ্জিং বিষয় হলেও সরকারি সাহায্য সহযোগিতা ছাড়াই বাইশঘরিয়া এলাকার অধিকাংশ কৃষকদের নিজেদের কৃষি কাজ করতে হচ্ছে।বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে উওম দেবনাথ এর মত কৃষক যারা বিভিন্ন সময়ে রকমারি সবজি চাষ সহ কৃষি কাজকে আঁকড়ে ধরে জীবিকা নির্বাহ করছেন, রাজ্যের অর্থনীতির চাকাকে চালু রাখছেন তাদের তরফে দাবি উঠতে শুরু করেছে বর্তমান সরকার যেন প্রকৃত অর্থে কৃষকদের জীবন জীবিকার মান উন্নয়নে সঠিক পদক্ষেপ গ্রহণ করেন।