চড়িলামে রাজনৈতিক উত্তেজনা,জারি ১৪৪ ধারা!

দৈনিক সংবাদ অনলাইন, বিশালগড়।। কংগ্রেসের এক যোগদান সভাকে কেন্দ্র করে সোমবার দুপুরে ব্যাপক উত্তেজনা ছড়ায় চড়িলাম বাজারে। কংগ্রেস ও বিজেপি কর্মীদের মুখোমুখিতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে লাঠি চালাতে হয়েছে। দুইটি বাইক ভাঙচুর করা হয়েছে।

ভাঙা হয়েছে মাইক। প্রশাসন সূত্রে খবর, যোগদান সভার জন্য অনুমতি ছিলো না। এই নিয়েই পরিস্থিতি উত্তপ্ত হয়।পাল্টা ময়দানে নামে শাসক দলের কর্মীরা।এতে পরিস্থিতি একসময় নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। জানাগেছে, যোগদানসভা শেষ পর্যন্ত অনুষ্ঠিত হয়েছে। বিজেপি কর্মীরা পরে সড়ক অবরোধ করে। জারি করা হয় ১৪৪ ধারা।উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিৎ সিনহা, বিধায়ক সুদীপ রায় বর্মন, আশিষ সাহা সহ অন্যান্যরা।