ছন্দে ফিরছে মাতাবাড়ি
দেওয়ালির দ্বিতীয় সন্ধ্যায় মাতাবাড়িতে পূর্নাথীদের ভীড় বাড়তে শুরু করেছে। সোমবার বৃষ্টির কারনে তেমন লোক সমাগম হয়নি | মঙ্গলবার দুপুর থেকে মানুষের মধ্যে নতুন করে আশার সঞ্চার হয়েছে | রাত বাড়ার সঙ্গে সঙ্গে মেলার আমেজ দ্রুত নিজের ছন্দে ফিরতে শুরু করেছে |
মানুষ মেলায় প্রবেশ করতে শুরু করেছে | আলোর উৎসব দীপাবলি | এই মেলায়া রাজ্যের ও বহিঃরাজ্যের বহু মানুষ আসে | তাই মেলায় প্রতিবছর ভীড় বাড়ে | কিন্তু এবছর বৃষ্টির কারনে তেমন জমেনি মেলা। দ্বিতীয় দিনে কিছুটা আমেজ বাড়ছে | মেলায় খাবারের দোকানগুলিতেই ভীড় দেখা যাচ্ছে |