দৈনিক সংবাদ অনলাইন প্রতিনিধি || তেইশটি দেশের প্রতিনিধিত্বে রাজ্যে অনুষ্ঠিত জি-২০ সামিটে অংশগ্রহণকারীদের মধ্যে নয়জন সদস্য সদস্যারা সহ পনের সদস্যের প্রতিনিধি দল মঙ্গলবার দুপুরে রাজ্যের অন্যতম পর্যটন কেন্দ্র ছবিমুড়া পরিদর্শনে আসেন।
জি-২০ প্রতিনিধি দলের সদস্য সদস্যারা অমরপুরের দেববাড়ি ভিলেজের ছবিমুড়ার পাদদেশ রাধুরখামারস্থিত ছবিমুড়া পর্যটন কেন্দ্রে পৌঁছালে অমরপুরের মহকুমা প্রশাসনের তরফে মহকুমা ম্যাজিস্ট্রেট অসিত কুমার দাস সহ প্রশাসনিক আধিকারিকরা প্রতিনিধি দলকে স্বাগত জানান। প্রতিনিধি দল গোমতী নদীবক্ষে যন্ত্রচালিত নৌকায় চেপে ছবিমুড়ায় গোমতী নদীগাত্রে খোদিত প্রত্নতাত্ত্বিক নিদর্শন দেবী চাকরাকমার মুর্তি সহ অন্যান্য দেবদেবীর মূর্তিগুলি ও পৌরাণিক শিল্প ভাস্কর্যগুলি, প্রকৃতির সৃষ্ট গুহা সহ প্রাকৃতিক সৌন্দর্য প্রত্যক্ষ করে বিমোহিত হন এবং সন্তোষ প্রকাশ করেন।
জি-২০ প্রতিনিধি দলের সদস্যদের ছবিমুড়া পর্যটন কেন্দ্র পরিদর্শনে আসার সংবাদে মহকুমা আরক্ষা প্রশাসনের তরফে ছবিমুড়ার পাদদেশ রাহুর খামারের পর্যটন কেন্দ্রের নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়। মহকুমা পুলিশ আধিকারিক প্রণীর পাল ও বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কার্যকারক ইন্সপেক্স জয়ন্ত দাস ঘোন রাখুর খামারে উপস্থিত থেকে নিরাপত্তাব্যবস্থার তদারকি করেন। ছবিমুড়া পর্যটন কেন্দ্র পরিদর্শন শেষে জি-২০ প্রতিনিধি দলটি রাজধানীর উদ্দেশে রাখুরখামার ত্যাগ করে।
অনলাইন প্রতিনিধি :-কাঞ্চনপুর গ্রামোন্নয়ন দপ্তরে আট কোটি চব্বিশ লক্ষ টাকার সাগর চুরির ঘোটালা ঘিরে চাঞ্চল্যের…
অনলাইন প্রতিনিধি :-বিজেপির প্রতিষ্ঠাদিবসে সকাল থেকে রাত পর্যন্ত বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়ে সিপিএম এবং কংগ্রেসকে…
ভারতের বৃহত্তম কমিউনিস্ট দল সিপিএমের ২৪ তম পার্টি কংগ্রেস মাদুরাইয়ে সম্পন্ন হয়েছে।গত ২ থেকে ৬…
অনলাইন প্রতিনিধি :-পাঁচিল টপকে এসে ঘরে ঘুমন্ত যুবতীর উপর অ্যাসিড হামলা বাখরি এলাকার বিজেপির ভাইস…
অনলাইন প্রতিনিধি :-রবিবার মধ্য প্রদেশের উজ্জয়িনীর তারানা স্টেশনের কাছে ট্রেনে আগুন লাগে। বিলাসপুর থেকে বিকানের…
অনলাইন প্রতিনিধি :-এমবিবি আগরতলা বিমানবন্দরে আসা-যাওয়ায় যাত্রী পরিবহণ ব্যবস্থায় ক্যাব বুকিং তথা অনলাইনে ওলা, উবের,…