ছাত্র বিক্ষোভে উত্তাল সোনামুড়া!!
দৈনিক সংবাদ অনলাইনঃ অপহৃত নাবালিকা ছাত্রীর উদ্ধারের দাবিতে বুধবার দুপুর থেকে উত্তাল হয়ে উঠে সোনামুড়া। কলেজ সহ শহরের বিভিন্ন স্কুলের শত শত ছাত্র ছাত্রী দুপুরের পর থেকে সোনামুড়া থানা ঘেরাও করে এবং টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করে রাখে। সন্ধ্যা পর্যন্ত ঘেরাও এবং অবরোধ চলছে।
ছাত্র ছাত্রীদের দাবি যতক্ষণ পর্যন্ত পুলিশ ওই অপহৃত ছাত্রীকে উদ্ধার না করবে, ততক্ষণ পর্যন্ত এই অবরোধ চলবে। পুলিশ অপহৃত ছাত্রীর খোঁজে বিভিন্ন জায়গায় জোর তল্লাশি চালালেও এখনো পর্যন্ত হদিস করতে পারেনি।
গত ২৪ জুলাই গৃহশিক্ষকের বাড়ি থেকে ফেরার সময় ১৬ বছরের ওই ছাত্রীকে সোহাগ মিয়া নামে এক যুবক সহ চারজনে মিলে জোর করে তুলে নিয়ে যায় বলে অভিযোগ। মেয়েটি বাঁচার জন্য একটি দোকানে আশ্রয় নিলেও, কেউ প্রতিরোধে এগিয়ে আসেনি। জানাগেছে, মেয়েটি বিয়ের প্রস্তাবে রাজি না হওয়াতেই তাঁকে জোর করে তুলে নিয়ে যায়। তিন দিন পরও মেয়েটির কোনও খবর নেই। আর এতেই সোনামুড়াতে ছাত্র বিক্ষোভ শুরু হয়।