গ্রুপ লীগে দু’দলেরই এ দিন শেষ ম্যাচ ছিল । ম্যাচটা খুব ভাইটালই ছিল । যে দল জিতবে তাদের হাতেই কো : ফাইনালে খেলার ছাড়পত্র মিলবে । এমবিবি স্টেডিয়ামে আজ সদর সিনিয়র ক্লাব ক্রিকেট টি – টোয়েন্টি টুর্নামেন্টের এরকম একটা ডু – অর ডাই ম্যাচে এ দিন মুখোমুখি হয় পোলস্টার ক্লাব ও বিসিসি । কুড়ি ওভারের এই ম্যাচে বিসিসি সাত উইকেটের বড়সড় ব্যবধানেই হারিয়ে দেয় পোলস্টারকে । ম্যাচ জেতায় কো : ফাইনালে উন্নীত হয় বিসিসি । অন্যদিকে , ছিটকে যায় পোলস্টার ক্লাব । অবশ্য কুড়ি ওভারের ম্যাচে যদি ৮৮/৮ রান উঠে তাহলে ওই ম্যাচটা জেতা যে কঠিনই তা অবশ্য এ দিন মাঠে উপস্থিত দর্শক সমর্থকরাও ভালোভাবেই বুঝে নিয়েছিল । তারপরও অনেক সময় লো – স্কোরিং ম্যাচও জেতা যায় । যদি দুর্ধর্ষ বা অপ্রত্যাশিত বোলিং করা হয় । যা আজ পোলস্টারে দেখা গেলো না । টস জিতে এ দিন পোলস্টার প্রথম ব্যাটিং নেয় । প্রথমদিকের ব্যাটারদের জঘন্য ব্যাটিং আত্মসমর্পণের পর ঋতুরাজ ঘোষ ২১ ( ২৮ ) , জয়ন্ত ভট্টাচার্য ১২ , কৃতিদীপ্ত দাস ১২ , বিনোদ কুমার ১০ ও অতিরিক্ত ১৫ হলে স্কোর পৌঁছে ৮ উইকেটে ৮৮ রান । ওভার ২০ । বিসিসির অনুজ পাল ( ৪-০-১৪-৪ ) এ দিন অসাধারণ বোলিং করে । রাজদীপ দত্ত ( ৪-০-১২-২ ) তাকে যোগ্য সঙ্গ দেয় । ম্যাচ জেতার জন্য দরকার ৮৯ রান । কিন্তু বিক্রম দাস ( ৪ ) শুরুতে আউট হয়ে যায় । বাবুল দে ৩৪ ( ৪১ ) দলীয় ৭০/৩ আউট হলে সাগর শর্মা ৩৬ ( ২০ ) , রিয়াজ উদ্দিন ( ৯ অপ 🙂 জুটি দলকে লক্ষ্যে পৌঁছে দেয় । সাত উইকেটে ম্যাচ জিতে । ওভার তখনও সাতটি বাকি ছিল । আজ ম্যাচ জেতায় গ্রুপে ছয় খেলায় তিন ম্যাচ জিতে ( বারো পয়েন্ট ) কো : ফাইনালে উঠলো বিসিসি । এদিকে , বি গ্রুপের চার নম্বর দল হয়ে এবারের আসর শেষ করলো পোলস্টার ক্লাব ।
দিল্লী বিধানসভা ভোটকে কেন্দ্র করে রাজনৈতিক দলগুলির মধ্যে যেন প্রতিশ্রুতির প্রতিযোগিতা শুরু হয়েছে। ভোটারদের মন…
অনলাইন প্রতিনিধি:- বাংলাদেশ থেকে কাঞ্চনপুর মহকুমার ভারত- বাংলাদেশ সীমান্ত দিয়ে মিজোরামে যাওয়ার পথে মামিত জেলার…
অনলাইন প্রতিনিধি :- নিরাপত্তার কাজে নয়, টিএসআর জওয়ানদের খাটানো হচ্ছে আর্দালি হিসাবে। পুলিশ আধিকারিকদের ও…
অনলাইন প্রতিনিধি :- ইন্ডিগো আগরতলা- দিল্লী রুটের উভয় দিকে যাতায়াতে আরও একটি বিমান চালু করছে।…
দিল্লীর বিধানসভা ভোট নিয়ে সরগরম দিল্লী। দিল্লীতে এবার এক আঙ্গিকে বিধানসভা ভোট হচ্ছে। গত পরিস্থিতির…
অনলাইন প্রতিনিধি :-ত্রিপুরায় উৎপাদিত" অর্গানিক বার্ড আই চিলি " স্হানীয় ভাষায় যাকে বলা হয় ধানি…