ছেলেকে প্রধানমন্ত্রী বানাতে ইস্তফার ঘোষণা দিলেন কম্বোডিয়ার প্রধানমন্ত্রী।

 ছেলেকে প্রধানমন্ত্রী বানাতে ইস্তফার ঘোষণা দিলেন কম্বোডিয়ার প্রধানমন্ত্রী।
এই খবর শেয়ার করুন (Share this news)

পদত্যাগের ঘোষণা দিয়েছেন দক্ষিণ- পূর্ব এশিয়ার দেশ কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন সেন। বুধবার দেওয়া এক বক্তৃতায় এই ঘোষণা দেন তিনি।তার ছেলে হুন মানেতের ক্ষমতায় যাওয়ার পথ প্রশস্ত হলো। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই নয়া সরকারপ্রধান হিসেবে দায়িত্ব নিতে চলেছেন মানেত। বক্তৃতায় বলেছেন, তিনি প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়াবেন এবং তার ছেলে হুন মানেত আগামী কয়েক সপ্তাহের মধ্যেই কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হবেন। আগামী ১০ আগষ্ট নয়া প্রধানমন্ত্রী নিয়োগ করা হবে বলেও জানিয়েছেন তিনি।চলতি সপ্তাহে কম্বোডিয়ায় সাধারণ নির্বাচনে তার দল ক্ষমতাসীন কম্বোডিয়ান পিপলস পার্টি (সিপিপি) কার্যত বিনা প্রতিদ্বন্দ্বিতায় আবারও নির্বাচিত হয়েছে।এর পরই হুন সেন এই ঘোষণা দিলেন। তিনি বলেন, আমি ক্ষমতাসীন দলের প্রধান এবং জাতীয় পরিষদের সদস্য হিসেবে কাজ চালিয়ে যাবো। হুন সেন বলেন, নবনির্বাচিত পার্লামেন্ট আগামী ২১ আগষ্ট এবং নতুন মন্ত্রিসভা আগামী ২২ আগষ্ট শপথ নেবে।উল্লেখ্য গত রবিবার দক্ষিণ-পূর্ব এশিয়ার এই দেশটিতে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। শক্তিশালী প্রতিপক্ষহীন একতরফা ওই নির্বাচনে বিপুল জয়ের দাবি করে ক্ষমতাসীন প্রধানমন্ত্রী হুন সেনের রাজনৈতিক দল কম্বোডিয়ান পিপলস পার্টি (সিপিপি)।সমালোচকরা দেশটির এবারের সাধারণ নির্বাচনকে ব্যাপক প্রতারণা আখ্যা দিয় প্রত্যাখ্যান করেছেন। এমনকি দেশটির শক্তিশালী কোনও বিরোধী দল এই নির্বাচনে অংশ নেয়নি। আর যারা নির্বাচনে অংশ নিয়েছেন তাদের হুন সেনের সিপিপির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার সক্ষমতাও নেই।সমালোচকরা বলছেন, হুন সেন তার বড় ছেলের কাছে ক্ষমতা হস্তান্তরের আগে দলের ক্ষমতায় থাকার পথ পোক্ত করতেই বিরোধী শক্তিবিহীন এই নির্বাচনের আয়োজন করেন। আর এরপরই কম্বোডিয়ার বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র। একইসঙ্গে দেশটিতে কিছু বিদেশি সহায়তা কর্মসূচিও স্থগিত করার ঘোষণা দেয় ওয়াশিংটন।মূলত গণতন্ত্রকে অবমূল্যায়ন ও ধ্বংসসাধনের চেষ্টা করা ব্যক্তিদের উপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র।সিপিপির সঙ্গে এবারের নির্বাচনে অংশ নিয়েছিল আরও ১৭টি রাজনৈতিক দল। যদিও এই ১৭টি দলের বেশিরভাগই নামসর্বস্ব।তাদের কোনও দলই এর আগে ২০১৮ সালের নির্বাচনে একটি আসনেও জয় পায়নি।আর তাই ব্যাপক প্রশ্নবিদ্ধ এই নির্বাচনের পরপরই কম্বোডিয়ার বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা আরোপের পাশাপাশি কিছু সহায়তা কর্মসূচি স্থগিত করে যুক্তরাষ্ট্র।
প্রসঙ্গত, গত ৩৮ বছর ধরে কম্বোডিয়ার ক্ষমতায় আছেন ৭০ বছর বয়সি হুন সেন।

Dainik Digital

Dainik Digital

Leave a Reply

Your email address will not be published.