ছেলের হাতে মার খেলো মা!!

 ছেলের হাতে মার খেলো মা!!
এই খবর শেয়ার করুন (Share this news)

দৈনিক সংবাদ অনলাইন।। নেশাখোর ছেলের হাতে মার খেলান জন্মদাত্রী মা সুমিত্রা দাস । রাধাকিশোর পুর থানায় মামলা করতে এসে ঘটনা প্রকাশ্যে উঠে আসে। ঘটনা বুধবার সকালে। জানা যায়,প্রায় প্রতিদিনই নেশাখোর ছেলের হাতে মার খেতে হয় মা ও বাবাকে। নেশাকরার জন্য টাকা চেয়েই এই অত্যাচার। বুধবারও একই কায়দায় টাকা চেয়ে গুনধর পুত্র গোপাল দাস তার মা সুমিত্রা দাসকে মারধোর করে। বাধ্য হয়েই অসহায় মা- বাবাবুধবার রাধাকিশোরপুর থানার দ্বারস্থ হয়েছে ছেলের শাস্তির আর্জি নিয়ে।

Dainik Digital

Dainik Digital

Leave a Reply

Your email address will not be published.