Categories: দেশ

ছয় কোটির বেশি জাতীয় পতাকা বিক্রি করে নজির ডাক বিভাগের!!

এই খবর শেয়ার করুন (Share this news)

‘ আজাদী কা অমৃত মহোৎসব ‘ উপলক্ষে সাজল গোটা দেশ । মাত্র ১০ দিনে ছয় কোটিরও বেশি জাতীয় পতাকা বিক্রি করল ভারতীয় ডাক বিভাগ । স্বাধীনতার ৭৫ বছর উপলক্ষে দেশের প্রতিটি বাড়ি জাতীয় পতাকা দিয়ে সাজাতে বিশেষ উদ্যোগ ‘ হর ঘর তিরঙ্গা ‘ কর্মসূচি । সেই কর্মসূচি ব্যাপক সফল হয়েছে বলে দাবি কেন্দ্রীয় তথ্য ও সংস্কৃতি মন্ত্রকের । মাত্র ১০ দিনে দেশের দেড় লাখ ডাকঘর থেকে ছয় কোটির বেশি জাতীয় পতাকা বিক্রি হয়েছে । প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি ৩১ জুলাই ‘ মন কি বাত ‘ অনুষ্ঠানে ঘোষণা করেছিলেন দেশের প্রতিটি নাগরিক তাদের বাড়িতে জাতীয় পতাকা উত্তোলন করবেন । ১৩ আগস্ট থেকে ১৫ আগস্ট পর্যন্ত পতাকা উত্তোলনের দিন ধার্য করেছিলেন প্রধানমন্ত্রী । আর এই জন্য পতাকা উত্তোলনের যে সংবিধানিক বিধি রয়েছে সেই বিধিও পরিবর্তন করেছিল কেন্দ্রীয় সরকার । দেশের প্রতিটি নাগরিক যাতে সুলভে জাতীয় পতাকা পায় সেজন্য ডাকঘরগুলিকে পতাকা বিতরণের কেন্দ্র করা হয়েছিল । ডাকঘরগুলি থেকে সরাসরি এবং অনলাইনে জাতীয় পতাকা বিক্রির কর্মসূচি নেওয়া হয় । প্রতিটি পতাকার দাম ঠিক হয় ২৫ টাকা । অনলাইলে দেশের যে কোনও প্রান্তে ‘ ফ্রি হোম ডেলিভারি’র সুযোগ দিয়েছিল ভারতীয় ডাক বিভাগ । ডাক দফরত সূত্রে খবর , অনলাইনে প্রায় পাঁচ কোটি জাতীয় পতাকা বিক্রি হয়েছে । শহর – গ্রাম ছাড়িয়ে দুর্গম পাহাড় , জঙ্গল , সীমান্ত এলাকা এমনকী মাওবাদী প্রভাবিত এলাকাতেও প্রচার করা হয় । ডাক বিভাগের প্রায় সাড়ে চার লাখ কর্মী স্বাধীনতার ৭৫ বছর উপলক্ষে এই প্রচার চালিয়েছেন । নিজেদের রোজের কাজের চেনা ছকের বাইরে গিয়ে ‘ হর ঘর তিরঙ্গা ‘ কর্মসূচির প্রচার চালায় ডাক বিভাগ । সরকারি বাসস্ট্যান্ড থেকে শুরু করে রেল স্টেশন এমনকি সরকারি স্কুলের সামনেও ডাক বিভাগের কর্মীরা পতাকা বিক্রির প্রচার চালিয়েছিলেন । প্রভাতফেরি , বাইক র‍্যালি , চৌপল সভার আয়োজন করে ভারতীয় ডাক বিভাগ । যুগের সঙ্গে তাল মিলিয়ে প্রচার করা হয় সমাজমাধ্যমেও । ফেসবুক , টুইটারের মাধ্যমে সরাসরি জনগণের কাছে ‘ হর ঘর তিরঙ্গা’র আবেদন জানায় ভারতীয় ডাক বিভাগ । স্বাধীনতার 75 বছর উপলক্ষে দেশজুড়ে উৎসবের আবহে মিটল ‘ আজাদী কা অমৃত মহোৎসব ‘ । এই উৎসবের অঙ্গ হিসেবেই প্রতিটি বড়িতে জাতীয় পতাকা দিয়ে সাজানোর উদ্যোগ নেইয় আসমুদ্র হিমাচল ব্যাপী দেশবাসী । সেই লক্ষেই ডাক বিভাগের এই কর্মসূচি । দেশের প্রত্যন্ত এলাকাতেও ডাকঘর রয়েছে । সেই সুযোগ কাজে লাগিয়েই দেশের কোণায় কোণায় জাতীয় পতাকা পৌঁছাতে কর্মসূচি ‘ হর ঘর তিরঙ্গা ‘ । শুধু ডাক বিভাগ ‘ নয় , রেল বিভাগও যুক্ত হয়েছিল পতাকা বিলানোর কাজে । তবে রেলের পতাকা বিতরণ নিয়ে শুরু হয়েছে নতুন করে বিতর্ক । একটি বেসরকারি সংস্থা রেলওয়ে কর্মীদের জাতীয় পতাকা সরবরাহ করেছে । এই পতাকার দাম রাখা হয়েছিল ৩৮ টাকা । রেলের কর্মচারীদের নগদ টাকা দিয়ে এই তিরঙ্গা কিনতে হয় নি , তবে এই টাকা তাদের বেতন থেকে কেটে নেওয়া হয়েছে বলে অভিযোগ উঠছে । উত্তর মধ্য রেলওয়ের জন সংযোগ আধিকারিক শিবম শর্মা স্বীকার করে নিয়েছেন , ‘ একটি আদেশ জারি করা হয়েছিল যে রেলওয়ে কর্মচারীদের যে পতাকা সরবরাহ করা হয়েছে তার জন্য রেলওয়ে কর্মচারীদের বেতন থেকে ৩৮ টাকা কেটে নেওয়া হবে । ‘

Dainik Digital

Share
Published by
Dainik Digital

Recent Posts

এআই, ফাইভ জি বিকাশে বড় সাফল্য রাজ্যে: মুখ্যমন্ত্রী!!

অনলাইন প্রতিনিধি :- নয়াদিল্লীতে শুক্রবার 'রাইজিং নর্থ ইস্ট ইনভেস্টর্স সামিট ২০২৫'-এ অংশ নিয়ে মুখ্যমন্ত্রী ডা.…

15 mins ago

বৈদ্যুতিক ইঞ্জিনে পরীক্ষামূলক চালু হল জনশতাব্দী এক্সপ্রেস!!

অনলাইন প্রতিনিধি:- ত্রিপুরা ট্রেন চলাচলের ক্ষেত্রে এক নয়া পালক যুক্ত হয়েছে। বৈদ্যুতিক ইঞ্জিনে দূর পাল্লার…

19 mins ago

মানিকভাণ্ডার – ফটিকরায় জাতীয় সড়ক বেহাল বিপদের শঙ্কা, উদ্বেগ!!

অনলাইন প্রতিনিধি:- বর্ষার বিপদ ঘনিয়ে আসছে মানিকভান্ডার ফটিকরায় জাতীয় সড়কেও। এই পথটিও ২০৮ জাতীয় সড়কের…

23 mins ago

পদ্মাপাড়ে অন্য খেলা!

গত বছরের ৫ আগষ্ট বাংলাদেশে নির্বাচিত আওয়ামী লীগ সরকারকে একপ্রকার জোর করে উৎখাত করার পর…

27 mins ago

রাজস্থানে গ্রেফতার ‘লুটেরা দুলহন’ সম্পতি লুট করতে ২৫ বার বিয়ে!!

অনলাইন প্রতিনিধি :-এও এক 'মধুচক্র'। একে সুন্দরী, তার উপর গরিব এবং অসহায়তার গল্প। সহজেই ফাঁদে…

24 hours ago

হার্ভার্ডে বিদেশি পড়ুয়াদের ভর্তি বন্ধ!!

অনলাইন প্রতিনিধি :-নতুন নির্দেশ জারি করে হোয়াইট হাউস জানিয়ে দিল, এখন থেকে আর বিদেশি পড়ুয়া…

24 hours ago