‘ আজাদী কা অমৃত মহোৎসব ‘ উপলক্ষে সাজল গোটা দেশ । মাত্র ১০ দিনে ছয় কোটিরও বেশি জাতীয় পতাকা বিক্রি করল ভারতীয় ডাক বিভাগ । স্বাধীনতার ৭৫ বছর উপলক্ষে দেশের প্রতিটি বাড়ি জাতীয় পতাকা দিয়ে সাজাতে বিশেষ উদ্যোগ ‘ হর ঘর তিরঙ্গা ‘ কর্মসূচি । সেই কর্মসূচি ব্যাপক সফল হয়েছে বলে দাবি কেন্দ্রীয় তথ্য ও সংস্কৃতি মন্ত্রকের । মাত্র ১০ দিনে দেশের দেড় লাখ ডাকঘর থেকে ছয় কোটির বেশি জাতীয় পতাকা বিক্রি হয়েছে । প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি ৩১ জুলাই ‘ মন কি বাত ‘ অনুষ্ঠানে ঘোষণা করেছিলেন দেশের প্রতিটি নাগরিক তাদের বাড়িতে জাতীয় পতাকা উত্তোলন করবেন । ১৩ আগস্ট থেকে ১৫ আগস্ট পর্যন্ত পতাকা উত্তোলনের দিন ধার্য করেছিলেন প্রধানমন্ত্রী । আর এই জন্য পতাকা উত্তোলনের যে সংবিধানিক বিধি রয়েছে সেই বিধিও পরিবর্তন করেছিল কেন্দ্রীয় সরকার । দেশের প্রতিটি নাগরিক যাতে সুলভে জাতীয় পতাকা পায় সেজন্য ডাকঘরগুলিকে পতাকা বিতরণের কেন্দ্র করা হয়েছিল । ডাকঘরগুলি থেকে সরাসরি এবং অনলাইনে জাতীয় পতাকা বিক্রির কর্মসূচি নেওয়া হয় । প্রতিটি পতাকার দাম ঠিক হয় ২৫ টাকা । অনলাইলে দেশের যে কোনও প্রান্তে ‘ ফ্রি হোম ডেলিভারি’র সুযোগ দিয়েছিল ভারতীয় ডাক বিভাগ । ডাক দফরত সূত্রে খবর , অনলাইনে প্রায় পাঁচ কোটি জাতীয় পতাকা বিক্রি হয়েছে । শহর – গ্রাম ছাড়িয়ে দুর্গম পাহাড় , জঙ্গল , সীমান্ত এলাকা এমনকী মাওবাদী প্রভাবিত এলাকাতেও প্রচার করা হয় । ডাক বিভাগের প্রায় সাড়ে চার লাখ কর্মী স্বাধীনতার ৭৫ বছর উপলক্ষে এই প্রচার চালিয়েছেন । নিজেদের রোজের কাজের চেনা ছকের বাইরে গিয়ে ‘ হর ঘর তিরঙ্গা ‘ কর্মসূচির প্রচার চালায় ডাক বিভাগ । সরকারি বাসস্ট্যান্ড থেকে শুরু করে রেল স্টেশন এমনকি সরকারি স্কুলের সামনেও ডাক বিভাগের কর্মীরা পতাকা বিক্রির প্রচার চালিয়েছিলেন । প্রভাতফেরি , বাইক র্যালি , চৌপল সভার আয়োজন করে ভারতীয় ডাক বিভাগ । যুগের সঙ্গে তাল মিলিয়ে প্রচার করা হয় সমাজমাধ্যমেও । ফেসবুক , টুইটারের মাধ্যমে সরাসরি জনগণের কাছে ‘ হর ঘর তিরঙ্গা’র আবেদন জানায় ভারতীয় ডাক বিভাগ । স্বাধীনতার 75 বছর উপলক্ষে দেশজুড়ে উৎসবের আবহে মিটল ‘ আজাদী কা অমৃত মহোৎসব ‘ । এই উৎসবের অঙ্গ হিসেবেই প্রতিটি বড়িতে জাতীয় পতাকা দিয়ে সাজানোর উদ্যোগ নেইয় আসমুদ্র হিমাচল ব্যাপী দেশবাসী । সেই লক্ষেই ডাক বিভাগের এই কর্মসূচি । দেশের প্রত্যন্ত এলাকাতেও ডাকঘর রয়েছে । সেই সুযোগ কাজে লাগিয়েই দেশের কোণায় কোণায় জাতীয় পতাকা পৌঁছাতে কর্মসূচি ‘ হর ঘর তিরঙ্গা ‘ । শুধু ডাক বিভাগ ‘ নয় , রেল বিভাগও যুক্ত হয়েছিল পতাকা বিলানোর কাজে । তবে রেলের পতাকা বিতরণ নিয়ে শুরু হয়েছে নতুন করে বিতর্ক । একটি বেসরকারি সংস্থা রেলওয়ে কর্মীদের জাতীয় পতাকা সরবরাহ করেছে । এই পতাকার দাম রাখা হয়েছিল ৩৮ টাকা । রেলের কর্মচারীদের নগদ টাকা দিয়ে এই তিরঙ্গা কিনতে হয় নি , তবে এই টাকা তাদের বেতন থেকে কেটে নেওয়া হয়েছে বলে অভিযোগ উঠছে । উত্তর মধ্য রেলওয়ের জন সংযোগ আধিকারিক শিবম শর্মা স্বীকার করে নিয়েছেন , ‘ একটি আদেশ জারি করা হয়েছিল যে রেলওয়ে কর্মচারীদের যে পতাকা সরবরাহ করা হয়েছে তার জন্য রেলওয়ে কর্মচারীদের বেতন থেকে ৩৮ টাকা কেটে নেওয়া হবে । ‘
অনলাইন প্রতিনিধি :-কোঝিকোড় মেডিক্যাল কলেজে শুক্রবার রাতে ক্যাজুয়ালিটি ব্লকে ইউপিএস রুম থেকে বিস্ফোরণের শব্দ শোনা…
অনলাইন প্রতিনিধি :-শুক্রবার গভীর রাতে গোয়ার শিরগাঁওয়ের মন্দিরে বার্ষিক শোভাযাত্রা ‘শ্রী লাইরাই যাত্রা’য় অংশ নিয়েছিলেন…
অনলাইন প্রতিনিধি:- রামনগর উচ্চতর মাধ্যমিক (ইংরেজি মাধ্যম) বিদ্যালয় পরিসরে বিদ্যালয় শিক্ষা দপ্তর আয়োজিত এক অনুষ্ঠান…
অনলাইন প্রতিনিধি:- রাজ্যের প্রত্যন্ত অঞ্চলের অসহায় এক রোগীর অস্ত্রোপচার করার জন্য পরিবারের তরফে রক্তের ব্যবস্থা…
বিহার ভোটের আগে কংগ্রেস তথা ইন্ডিয়া জোটের প্রচার ভোঁতা করে দিতেই কি আচমকা দেশে জাত…
অনলাইন প্রতিনিধি:- যে কোনও আধুনিক শহরে বিশেষ করে রাজধানী শহরের যানজট নিরসনে অত্যাধুনিক ট্রাফিক ব্যবস্থা…