Categories: দেশ

ছয় কোটির বেশি জাতীয় পতাকা বিক্রি করে নজির ডাক বিভাগের!!

এই খবর শেয়ার করুন (Share this news)

‘ আজাদী কা অমৃত মহোৎসব ‘ উপলক্ষে সাজল গোটা দেশ । মাত্র ১০ দিনে ছয় কোটিরও বেশি জাতীয় পতাকা বিক্রি করল ভারতীয় ডাক বিভাগ । স্বাধীনতার ৭৫ বছর উপলক্ষে দেশের প্রতিটি বাড়ি জাতীয় পতাকা দিয়ে সাজাতে বিশেষ উদ্যোগ ‘ হর ঘর তিরঙ্গা ‘ কর্মসূচি । সেই কর্মসূচি ব্যাপক সফল হয়েছে বলে দাবি কেন্দ্রীয় তথ্য ও সংস্কৃতি মন্ত্রকের । মাত্র ১০ দিনে দেশের দেড় লাখ ডাকঘর থেকে ছয় কোটির বেশি জাতীয় পতাকা বিক্রি হয়েছে । প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি ৩১ জুলাই ‘ মন কি বাত ‘ অনুষ্ঠানে ঘোষণা করেছিলেন দেশের প্রতিটি নাগরিক তাদের বাড়িতে জাতীয় পতাকা উত্তোলন করবেন । ১৩ আগস্ট থেকে ১৫ আগস্ট পর্যন্ত পতাকা উত্তোলনের দিন ধার্য করেছিলেন প্রধানমন্ত্রী । আর এই জন্য পতাকা উত্তোলনের যে সংবিধানিক বিধি রয়েছে সেই বিধিও পরিবর্তন করেছিল কেন্দ্রীয় সরকার । দেশের প্রতিটি নাগরিক যাতে সুলভে জাতীয় পতাকা পায় সেজন্য ডাকঘরগুলিকে পতাকা বিতরণের কেন্দ্র করা হয়েছিল । ডাকঘরগুলি থেকে সরাসরি এবং অনলাইনে জাতীয় পতাকা বিক্রির কর্মসূচি নেওয়া হয় । প্রতিটি পতাকার দাম ঠিক হয় ২৫ টাকা । অনলাইলে দেশের যে কোনও প্রান্তে ‘ ফ্রি হোম ডেলিভারি’র সুযোগ দিয়েছিল ভারতীয় ডাক বিভাগ । ডাক দফরত সূত্রে খবর , অনলাইনে প্রায় পাঁচ কোটি জাতীয় পতাকা বিক্রি হয়েছে । শহর – গ্রাম ছাড়িয়ে দুর্গম পাহাড় , জঙ্গল , সীমান্ত এলাকা এমনকী মাওবাদী প্রভাবিত এলাকাতেও প্রচার করা হয় । ডাক বিভাগের প্রায় সাড়ে চার লাখ কর্মী স্বাধীনতার ৭৫ বছর উপলক্ষে এই প্রচার চালিয়েছেন । নিজেদের রোজের কাজের চেনা ছকের বাইরে গিয়ে ‘ হর ঘর তিরঙ্গা ‘ কর্মসূচির প্রচার চালায় ডাক বিভাগ । সরকারি বাসস্ট্যান্ড থেকে শুরু করে রেল স্টেশন এমনকি সরকারি স্কুলের সামনেও ডাক বিভাগের কর্মীরা পতাকা বিক্রির প্রচার চালিয়েছিলেন । প্রভাতফেরি , বাইক র‍্যালি , চৌপল সভার আয়োজন করে ভারতীয় ডাক বিভাগ । যুগের সঙ্গে তাল মিলিয়ে প্রচার করা হয় সমাজমাধ্যমেও । ফেসবুক , টুইটারের মাধ্যমে সরাসরি জনগণের কাছে ‘ হর ঘর তিরঙ্গা’র আবেদন জানায় ভারতীয় ডাক বিভাগ । স্বাধীনতার 75 বছর উপলক্ষে দেশজুড়ে উৎসবের আবহে মিটল ‘ আজাদী কা অমৃত মহোৎসব ‘ । এই উৎসবের অঙ্গ হিসেবেই প্রতিটি বড়িতে জাতীয় পতাকা দিয়ে সাজানোর উদ্যোগ নেইয় আসমুদ্র হিমাচল ব্যাপী দেশবাসী । সেই লক্ষেই ডাক বিভাগের এই কর্মসূচি । দেশের প্রত্যন্ত এলাকাতেও ডাকঘর রয়েছে । সেই সুযোগ কাজে লাগিয়েই দেশের কোণায় কোণায় জাতীয় পতাকা পৌঁছাতে কর্মসূচি ‘ হর ঘর তিরঙ্গা ‘ । শুধু ডাক বিভাগ ‘ নয় , রেল বিভাগও যুক্ত হয়েছিল পতাকা বিলানোর কাজে । তবে রেলের পতাকা বিতরণ নিয়ে শুরু হয়েছে নতুন করে বিতর্ক । একটি বেসরকারি সংস্থা রেলওয়ে কর্মীদের জাতীয় পতাকা সরবরাহ করেছে । এই পতাকার দাম রাখা হয়েছিল ৩৮ টাকা । রেলের কর্মচারীদের নগদ টাকা দিয়ে এই তিরঙ্গা কিনতে হয় নি , তবে এই টাকা তাদের বেতন থেকে কেটে নেওয়া হয়েছে বলে অভিযোগ উঠছে । উত্তর মধ্য রেলওয়ের জন সংযোগ আধিকারিক শিবম শর্মা স্বীকার করে নিয়েছেন , ‘ একটি আদেশ জারি করা হয়েছিল যে রেলওয়ে কর্মচারীদের যে পতাকা সরবরাহ করা হয়েছে তার জন্য রেলওয়ে কর্মচারীদের বেতন থেকে ৩৮ টাকা কেটে নেওয়া হবে । ‘

Dainik Digital

Share
Published by
Dainik Digital

Recent Posts

কোঝিকোড় মেডিক্যাল কলেজে ধোঁয়ায় শ্বাসরোধ হয়ে মৃত ৪!!

অনলাইন প্রতিনিধি :-কোঝিকোড় মেডিক্যাল কলেজে শুক্রবার রাতে ক্যাজুয়ালিটি ব্লকে ইউপিএস রুম থেকে বিস্ফোরণের শব্দ শোনা…

10 mins ago

গোয়ার শিরগাঁও মন্দিরে পুজো দিতে গিয়ে পদপিষ্ট হয়ে মৃত্যু একাধিক! আহত ৫০ এর বেশি পুণ্যার্থী!!

অনলাইন প্রতিনিধি :-শুক্রবার গভীর রাতে গোয়ার শিরগাঁওয়ের মন্দিরে বার্ষিক শোভাযাত্রা ‘শ্রী লাইরাই যাত্রা’য় অংশ নিয়েছিলেন…

6 hours ago

সময়োপযোগী শিক্ষায় গুরুত্ব দিক শিক্ষার্থীরা: মুখ্যমন্ত্রী

অনলাইন প্রতিনিধি:- রামনগর উচ্চতর মাধ্যমিক (ইংরেজি মাধ্যম) বিদ্যালয় পরিসরে বিদ্যালয় শিক্ষা দপ্তর আয়োজিত এক অনুষ্ঠান…

7 hours ago

রোগীর অস্ত্রোপচারে রক্ত দিয়ে নজির গড়লেন চিকিৎসক!!

অনলাইন প্রতিনিধি:- রাজ্যের প্রত্যন্ত অঞ্চলের অসহায় এক রোগীর অস্ত্রোপচার করার জন্য পরিবারের তরফে রক্তের ব্যবস্থা…

8 hours ago

জাত গণনা রাজনীতি!

বিহার ভোটের আগে কংগ্রেস তথা ইন্ডিয়া জোটের প্রচার ভোঁতা করে দিতেই কি আচমকা দেশে জাত…

8 hours ago

আগামী প্রজন্মের কথা ভেবে রাজধানীতে উড়াল সড়ক নির্মাণে বৃহৎ পরিকল্পনা নিক সরকার!!

অনলাইন প্রতিনিধি:- যে কোনও আধুনিক শহরে বিশেষ করে রাজধানী শহরের যানজট নিরসনে অত্যাধুনিক ট্রাফিক ব্যবস্থা…

8 hours ago