ছয় বছরের শিশু ছাত্রীকে পিষে দিলো টমটম!!!
সাত সকালে ভয়ংকর দুর্ঘটনা। !দ্রুতগতিতে আসা টমটম পিসে দিল আগরতলা শিশুবিহার স্কলের প্রথম শ্রেণির এক ছাত্রীকে। ঘটনা শুক্রবার সকালে স্কুলের সামনে। ছাত্রীটির নাম অনুস্মিতা দত্ত। বয়স ছয়, বাবার নাম সব্যসাচী দত্ত। স্কুল ছুটি হওয়ার পর মায়ের হাত ধরেই রাস্তা পার হচ্ছিল ছোট্ট অনুস্মিতা।
আচমকা দ্রুত গতিতে ছুটে আাসা টমটম ধাক্কা দিয়ে ফেলে দেয় এবং টমটমের চাকার নীচে অনুস্মিতার মাথা অনেকটা থেতলে যায়। গুরুতর জখম অনুস্মিতাকে সাথে সাথে আইজিএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে জিবিতে।
বর্তমানে তাকে আইসিইউতে রাখা হয়েছে। জানা গেছে, তার অবস্থা ভালো নয়। ঘটনায় চাঞ্চল্য ও উৎকন্ঠা তৈরি হয়েছে।