বেআইনিভাবে বাংলাদেশ থেকে আগত ছয়জন বাংলাদেশী যুবককে আটক করল ইরানি থানার পুলিশ। ঘটনা বৃহস্পতিবার দুপুরে।
জানা গেছে, বৃহস্পতিবার গোপন সূত্রে খবর আসে টিলাবাজার এলাকায় কিছু অপরিচিত মানুষ ঘোরাফেরা করছে। খবর পেয়েই তৎক্ষনাৎ পুলিশ অফিসার আবু আওয়ালের নেতৃত্বে পুলিশ কর্মীরা সেখানে যায় এবং অপরিচিত ছয়জন নাগরিককে জিজ্ঞাসাবাদ চালায়। তাদের কথায় অসামঞ্জস্যতা লক্ষ করতে পেরে পুলিশের সন্দেহ হয় এবং সঙ্গে সঙ্গেই ছয়জনকে ইরানি থানায় নিয়ে যাওয়া হয়।
থানায় নিয়ে যাওয়ার পর ইরানি থানার ওসি যতিন্দ্র দাসের নেতৃত্বে ছয়জনকে টানা জিজ্ঞাসাবাদ চালানো হয়। এক পর্যায়ে তারা স্বীকার করে যে, ওরা বাংলাদেশের নাগিরিক। ২৩ নভেম্বর গভীর রাতে বেআইনিভাবে বাংলাদেশ থেকে ভারতে আসে। তাদের কাছ থেকে নগদ ৪৯৫০ টাকা ভারতীয় অর্থ সহ ৬ টি মোবাইল উদ্ধার করেছে ইরানি থানার পুলিশ। পাশাপাশি দুটি জাল আধার কার্ড ও একটি নকল ভারতীয় স্টেট ব্যাঙ্কের পাসবইও পাওয়া গেছে।
আটককৃত ছয় বাংলাদেশী নাগরিকরা হল- শামিম মিঞা, মোঃ সুহাগ কাজি, সোয়েল রানা, আল আমিন রহমান, ফারুক হোসেন, সোয়ান মিঞা।
জিজ্ঞাসাবাদে তারা জানায় যে, তারা কাজের সন্ধানে ভারতে এসেছে। বৃহস্পতিবার বিকেলে তামিলনাড়ু গিয়ে কাজে যোগ দেবার কথা ছিলো।
তারা জানায়, বাংলাদেশের এক দালালের মাধ্যমে তারা টিলাবাজার আসে। কথা ছিল, টিলাবাজার আসার পর টিলাবাজার আসার পর টিলাবাজার থেকে স্থানীয় অন্য এক দালাল তাদের কুমারঘাট থেকে তামিলনাড়ু নিয়ে যাবে। কিন্তু টিলাবাজার আসার পর এখানে কোনও দালালের নাগাল পায়নি তারা। আগামীকাল তাদের ছয়জনকেই কোর্টে সোপর্দ করা হবে বলে জানিয়েছেন ওসি যতিন্দ্র দাস।
২০২৪-২৫ অর্থবর্ষের প্রথম সাত মাসে প্রত্যক্ষ বিদেশি পুঁজি (ফরেন ডাইরেক্ট ইনথবর্ষের প্রথ বা এফডিআই) যা…
অনলাইন প্রতিনিধি :-দীর্ঘদিন ধরে টি,এস,এফ দাবি করে আসছে রোমান লিপি কে স্বীকৃতি দেওয়ার।বর্তমানে যে প্রশ্নপত্র…
অনলাইন প্রতিনিধি :-কেন্দ্রীয়শিক্ষা মন্ত্রকের সর্বশেষ রিপোর্ট এও ফুটে উঠলো ত্রিপুরার স্কুল শিক্ষা ব্যবস্থার বে-আব্রু চেহারা।…
অনলাইন প্রতিনিধি :-প্রধানমন্ত্রীনরেন্দ্র মোদি সবকা সাথ সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াসের স্লোগান দিয়েছেন। আর…
প্রতিবেশী বাংলাদেশে গত ছয়মাস ধরে চলতে থাকা অস্থির রাজনৈতিক পরিস্থিতির সুযোগ নিয়ে একেবারে নিঃশব্দে এগিয়ে…
অনলাইন প্রতিনিধি:-প্রতিশ্রুতি দিয়ে রক্ষা করছে না সরকার। জেআরবিটির মাধ্যমে গ্রুপ ডি পদে নিয়োগ নিয়ে টালবাহানা…