ছয় বাংলাদেশী আটক!!

এই খবর শেয়ার করুন (Share this news)

বেআইনিভাবে বাংলাদেশ থেকে আগত ছয়জন বাংলাদেশী যুবককে আটক করল ইরানি থানার পুলিশ। ঘটনা বৃহস্পতিবার দুপুরে।
জানা গেছে, বৃহস্পতিবার গোপন সূত্রে খবর আসে টিলাবাজার এলাকায় কিছু অপরিচিত মানুষ ঘোরাফেরা করছে। খবর পেয়েই তৎক্ষনাৎ পুলিশ অফিসার আবু আওয়ালের নেতৃত্বে পুলিশ কর্মীরা সেখানে যায় এবং অপরিচিত ছয়জন নাগরিককে জিজ্ঞাসাবাদ চালায়। তাদের কথায় অসামঞ্জস্যতা লক্ষ করতে পেরে পুলিশের সন্দেহ হয় এবং সঙ্গে সঙ্গেই ছয়জনকে ইরানি থানায় নিয়ে যাওয়া হয়।

থানায় নিয়ে যাওয়ার পর ইরানি থানার ওসি যতিন্দ্র দাসের নেতৃত্বে ছয়জনকে টানা জিজ্ঞাসাবাদ চালানো হয়। এক পর্যায়ে তারা স্বীকার করে যে, ওরা বাংলাদেশের নাগিরিক। ২৩ নভেম্বর গভীর রাতে বেআইনিভাবে বাংলাদেশ থেকে ভারতে আসে। তাদের কাছ থেকে নগদ ৪৯৫০ টাকা ভারতীয় অর্থ সহ ৬ টি মোবাইল উদ্ধার করেছে ইরানি থানার পুলিশ। পাশাপাশি দুটি জাল আধার কার্ড ও একটি নকল ভারতীয় স্টেট ব্যাঙ্কের পাসবইও পাওয়া গেছে।

আটককৃত ছয় বাংলাদেশী নাগরিকরা হল- শামিম মিঞা, মোঃ সুহাগ কাজি, সোয়েল রানা, আল আমিন রহমান, ফারুক হোসেন, সোয়ান মিঞা।
জিজ্ঞাসাবাদে তারা জানায় যে, তারা কাজের সন্ধানে ভারতে এসেছে। বৃহস্পতিবার বিকেলে তামিলনাড়ু গিয়ে কাজে যোগ দেবার কথা ছিলো।

তারা জানায়, বাংলাদেশের এক দালালের মাধ্যমে তারা টিলাবাজার আসে। কথা ছিল, টিলাবাজার আসার পর টিলাবাজার আসার পর টিলাবাজার থেকে স্থানীয় অন্য এক দালাল তাদের কুমারঘাট থেকে তামিলনাড়ু নিয়ে যাবে। কিন্তু টিলাবাজার আসার পর এখানে কোনও দালালের নাগাল পায়নি তারা। আগামীকাল তাদের ছয়জনকেই কোর্টে সোপর্দ করা হবে বলে জানিয়েছেন ওসি যতিন্দ্র দাস।

Dainik Digital

Recent Posts

এডিসির ৩০২ স্কুলে ১ জন করে শিক্ষক, ছাত্র সমস্যা নিরসনে সরকার আন্তরিক, বিধানসভায় মুখ্যমন্ত্রী।।

অনলাইন প্রতিনিধি :-এডিসির ৩০২ টি স্কুলে শিক্ষক ১ রয়েছে।জাতীয় স্তরে প্রাথমিক স্কুলে ছাত্র- শিক্ষকের অনুপাত…

4 mins ago

কাজ করেনি,ফেরত গেছে ২২.৯১ কোটি টাকা,বাম আমলে অন্ধকারে ডুবে ছিল রাজ্যের পর্যটন: সুশান্ত।।

অনলাইন প্রতিনিধি :-বামফ্রন্টের টানা ২৫ বছরে রাজ্যের পর্যটন শিল্পের কোনও উন্নয়নই হয়নি। সম্পূর্ণ অন্ধকারে ডুবে…

15 mins ago

জাল ওষুধের রমরমা।

একা রামে রক্ষা নেই, সুগ্রীব দোসর। কথাটা বোধহয় এক্ষেত্রে একেবারে যথার্থভাবে ধ্বনিত হয়।গত কয়দিন ধরেই…

52 mins ago

রাজ্যের সম্পদ ব্যবহারে রিলায়েন্স গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে: মুখ্যমন্ত্রী!!

অনলাইন প্রতিনিধি :-রিলায়েন্স গ্রুপ রাজ্যের প্রাকৃতিক সম্পদগুলি ব্যবহারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। মঙ্গলবার বিধানসভায়…

57 mins ago

হৃদরোগে হঠাৎ মৃত্যু: কার্ডিয়াক অ্যারেস্টের কারণ, লক্ষণ, প্রতিরোধ ও চিকিৎসা!!

অনলাইন প্রতিনিধি :-বর্তমান যুগে হৃদরোগ জনিত সমস্যা ক্রমশ বেড়ে চলেছে।এর মধ্যে সবচেয়ে বিপজ্জনক ও জীবনঘাতী…

1 day ago

প্রশ্নের মুখে বৈধ সীমান্ত বাণিজ্য, আমদানির তুলনায় রপ্তানি নামমাত্র, পরিস্থিতি চিন্তাজনক!!

অনলাইন প্রতিনিধি :-বর্তমানে রাজ্যেনয়টি ল্যান্ড কাস্টম স্টেশন রয়েছে।কিন্তু প্রশ্ন হচ্ছে, এই নয়টি ল্যান্ড কাস্টম স্টেশনকে…

1 day ago