জগন্নাথ দিঘি থেকে প্রাচীন নিদর্শন উদ্ধার!

 জগন্নাথ দিঘি থেকে প্রাচীন নিদর্শন উদ্ধার!
এই খবর শেয়ার করুন (Share this news)

রাজার আমলের পুরাতন একপ্রকার বিশেষ নিদর্শন আবার ভেসে উঠলো উদয়পুর জগন্নাথ দিঘির তলদেশের মাটি থেকে। কেন্দ্রীয় পর্যটন দপ্তরে আর্থিক অনুদানে উদয়পুর জগন্নাথ দিঘির গভীরতা বৃদ্ধির কাজ শুরু হয়েছিল।এরপর থেকেই নানা নিদর্শন বেড়িয়ে আসতে শুরু করেছে।কখনো বিষ্ণু মূর্তি,কখনো শিব মূর্তি আবার কখনো রাজার আমলের নানা নিদর্শন পাওয়া গেছে এই দিঘির মাটি খনন করতে গিয়ে। শুক্রবার ফের উদ্ধার হয়েছে রাজার এক প্রকার বিশেষ হাতিয়ার স্বরূপ।আটাশ গ্রাম ওজনের একটি লোহার তৈরি এই নিদর্শনটি শুক্রবার উদ্ধার হয়েছে। উদয়পুর জগন্নাথ দিঘির মাটির তলদেশ থেকে। উদয়পুর পূর্ব গকুলপুর এলাকার বাসিন্দা সাজ্জাব আলি গত ছয় মাস আগে উদয়পুর জগন্নাথ দিঘির খনন কার্যের তেরো গাড়ি (ট্রিপার) মাটি নিজ বাড়িতে নিয়ে রাখেন। ওই মাটিতে তিনি আলুর চাষ করার প্রস্তুতি নিচ্ছেন।এমন সময় শুক্রবার জগন্নাথ দিঘির মাটির তলদেশ থেকে এই বিশেষ প্রাচীন নিদর্শনটি উদ্ধার হয়। এরপরেই শুরু হয় কৌতূহল। নানাভাবে এই খবর প্রকাশ্যে আসতে শুরু করে।বাড়ির মালিক নিজেই এই বিষয়টি নিয়ে রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করেন। তিনি পুরাত্বত্তিক বিভাগের কর্তাদের প্রতিও আহ্বান করেন যেন বিষয়টি নিয়ে ভাবনা চিন্তা করে।তিনি বিষয়টিকে খুবগুরুত্ব দিয়েছেন। তিনি দাবি করেন এটি সরকারী জাদু ঘরে রাখার বিষয়। এখন দেখার বিষয় সরকার কি পদক্ষেপ নেয়।

Dainik Digital

Dainik Digital

Leave a Reply

Your email address will not be published.