এই খবর শেয়ার করুন (Share this news)

অনলাইন প্রতিনিধি :- ভারতীয়জনতা পার্টিকে ক্ষমতা থেকে দূরে রাখতে ঐক্যবদ্ধ লড়াইয়ের ২৮টি মহারাষ্ট্রের মুম্বাইয়ে ইন্ডিয়ান ন্যাশনাল ডেমোক্রেটিক ইনক্লুসিভ অ্যালায়েন্স সংক্ষেপে ‘ইন্ডিয়া’ জোট গঠন করেছিল। আগামী লোকসভা নির্বাচনে বিজেপির বিরুদ্ধে এককাট্টা লড়াইয়ে নামার আগে নিজেদের মধ্যে আসন ভাগাভাগি নিয়ে অঙ্গীকার করেছিল ইন্ডিয়া জোটের সদস্য দলগুলো। কিন্তু বৈঠক শেষ হওয়ার কিছুদিন পর থেকেই নির্ব জোটের মধ্যে আসন সমঝোতা নিয়ে বেশ কিছু শঙ্কা দেখা দেয়। পরবর্তী সময়ে আচমকা সবাইকে অবাক করে দিয়েই ইন্ডিয়া জোটের অন্যতম শরিক জান নীতীশ কুমারের জনতা দল (ইউনাইটেড) জোট ছেড়ে বেরিয়ে বিজেপির এনডিএ জোটে নাম লেখায়। তারপর একে একে ইন্ডিয়া জোটের জন্য অনেকগুলো অস্বস্তিকর ঘটনা ও দুঃসংবাদ ঘটে যেতে থাকে। ইন্ডিয়া জোটের বৈঠকে যৌথ ঘোষণাপত্রে অঙ্গীকার করা হয়েছিল আগামী এপ্রিল- মে মাসে অনুষ্ঠিত লোকসভা নির্বাচন সামনে রেখে যতটা সম্ভব আসন ভাগাভাগি করে বিজেপির বিরুদ্ধে লড়াই চালানো হবে। কিন্তু এই আসন ভাগাভাগি বা আসন সমঝোতার বিষয়টি মুখে বলা যতটা সহজ, কাজে রূপায়িত করা ঠিক ততটাই কঠিন বিষয় ছিল। ২০১৯ সালে লোকসভার সর্বশেষ নির্বাচনে ৫৪৩ আসনের মধ্যে বিজেপি একাই ৩০৩ আসনে জয় পেয়েছিল। এই অবস্থায় বিরোধীদের মধ্যে আসন সমঝোতার বিষয়টি যে অত্যন্ত জটিল ও দুরহ কাজ সেটা জোটের নেতৃত্বও জানতেন। তবে প্রাথমিক অবস্থায় তাদের লক্ষ্য ছিল বিরোধীরা যেন অন্তত: ৪০০ টির মতো আসনে বিজেপির বিরুদ্ধে একজন প্রার্থী দাড় করাতে পারেন সেটা নিশ্চিত করা। কারণ বিরোধীদের দাবি ছিল, ইন্ডিয়া জোট যেহেতু দেশের ৬০ শতাংশ জনগণের প্রতিনিধিত্ব করছে, সেক্ষেত্রে মোটামুটি ৪০০ টি আসনে সম্মিলিত বিরোধীদলের ১ জন প্রতি আসনে প্রার্থী থাকলে লোকসভার নির্বাচনের লড়াই অন্যরকম হতে বাধ্য।অবশেষে দীর্ঘ টানাপোড়েন ও দরকষাকষির পর একটু একটু করে ইন্ডিয় জোটের অবয়ব বা কাঠামো প্রকাশ্যে চেহারা নিতে শুরু করেছে। গত বুধবার উত্তরপ্রদেশে ইন্ডিয়া জোটের আসন সমঝোতা চূড়ান্ত হয়। সমাজবাদী নেত অখিলেশ যাদব একটা সময় পর্যন্ত কংগ্রেসকে মাত্র ১১ টি লোকসভা আসন ছাড়তে রাজী ছিলেন। শেষ পর্যন্ত দরকষাকষি ১৭ টি আসনে এসে শেষ হয়। কংগ্রেসও ২২ টি আসনের দাবি থেকে পিছিয়ে আসে। উত্তরপ্রদেশের ৮০ আসনে বিজেপির মোকাবেলায় এসপি কংগ্রেস কাছাকাছি আসতে পেরেছে আরএলডি জোট ছেড়ে এনডিএতে যুক্ত হওয়ায়। দুই দলই বুঝেছে এর ফলে তাদের লড়াইটা খানিকটা হলেও কঠিন হয়েছে। তারপরই প্রিয়াঙ্ক গান্ধীর ফোনে বরফ গলে। অখিলেশের সঙ্গে সমঝোতার পর আপ-কংগ্রেন সমঝোতা গতি পায়। এ ক্ষেত্রে অনুঘটক হিসাবে কাজ করছে ২টি ঘটনা আবগারি মামলায় আপ পার্টিকে নাজেহাল করে চলেছে দুই কেন্দ্রীয় সংস্থ ইডি-সিবিআই। দিল্লী সরকারের ২ মন্ত্রী দীর্ঘদিন ধরে জেলেবন্দি। মুখ্যমন্ত্রী কেজরিওয়ালকে একের পর এক ইডি সমন করে চলেছে। এই হয়রাণির- বিরুদ্ধে প্রকাশ্যে দৃঢ়ভাবে পাশে দাঁড়িয়েছে কংগ্রেস। আপনেতৃত্ব বুঝলে পারছে, এই লড়াই একা লড়া ভীষণ কঠিন। তার উপর সম্প্রতি চণ্ডীগডে মেয়র পদে আপ-কংগ্রেস জোট জয়ী হওয়ার পরও বাঁকা পথে বিজেপি যেভাবে ক্ষমতা দখল করেছে যা পরবর্তী সময়ে দেশের সর্বোচ্চ আদালতে কড়া অবস্থানের প্রেক্ষিতে মেয়র পদটি আপের পক্ষে ছিনিয়ে আনা সম্ভ হয়। এই একের পর এক ঘটনাক্রমে আসলে দেরিতে হলেও কঠিন পরিস্থিতির মুখে দাঁড়িয়ে দাঁতে দাঁত চেপে ইন্ডিয়া জোটের শরিক দলগুলো উপলব্ধি করেছে ২০২৪ সকলের জন্যই লিটমাস টেস্ট। আর তারই ফল ৫ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে আপ-কং জোট শনিবার আসন-সমঝোতা অনুষ্ঠানিক ঘোষণা দিল। এই সমঝোতা অনুযায়ী দিল্লী, হরিয়ানা, গুজরাট চন্ডীগড় এবং গোয়ায় ইন্ডিয়া জোটের আসন বণ্টন সম্পন্ন। লোকসভা নির্বাচন যত এগিয়ে আসবে দেশের রাজনৈতিক পারদ দিন দিন ততই চড়বে। ইন্ডিয়া জোটের সামনে এবার লক্ষ্য মহারাষ্ট্র ও পশ্চিমবঙ্গে জোটের একট চেহারা দেওয়া। যদিও এই লড়াইয়ে বিজেপিও যে বসে নেই সেটা পরিষ্কার। বিরোধীরা যেমন উপলব্ধি করছে যে, বিজেপির বিরুদ্ধে যুদ্ধে জিততে শুধু অঙ্গীকারই যথেষ্ট নয়। এর সঙ্গে চাই ঐক্যের ফলিত প্রয়োগ। ঠিক একইভাবে বিরোধী শক্তিকে ছত্রখান করতে নীতীশ কুমার, জয়ন্ত চৌধুরীদেরকে জোট ভাঙিয়ে নিয়ে আসা কিংবা বিরোধীদের উপর আইনি জটিলতা ও কেন্দ্রী তদন্তকারী সংস্থাকে দিয়ে হরয়ানী করার স্ট্র্যাটেজি সমানেই জারি রেখেে শাসক বিজেপি। এই অবস্থায় বিজেপি বনাম ইন্ডিয়া জোটের লড়াই আসে স্নায়ুযুদ্ধের পাশাপাশি এখন ‘মারি অরি পারি যে কৌশলে’ মেঘনাবধ কাব্যের এই কথাটিও সমানভাবে আজ ক্রিয়াশীল। শত্রু নিধনে তাই নীতিহীনতা অ অপকৌশল সবই এখন প্রকাশ্যে।

Dainik Digital

Share
Published by
Dainik Digital

Recent Posts

প্রধানমন্ত্রীর নরেন্দ্রমোদীর অফিসে রাহুল গান্ধি, সঙ্গে মজুত ছিলেন দেশের প্রধান বিচারপতিও!!

অনলাইন প্রতিনিধি :-নতুন সিবিআই কর্তা নিয়োগ করতে হবে আর সেই উদ্দ্যেশ্যেই লোকসভার বিরোধী দলনেতা রাহুল…

6 hours ago

ভয়াবহ দুর্ঘটনার কবলে ইন্ডিয়ান আইডল জয়ী পবনদীপ,অবস্থা আশঙ্কাজনক!!

অনলাইন প্রতিনিধি :-ভয়াবহ দুর্ঘটনার কবলে ইন্ডিয়ান আইডল জয়ী সিজন ১২ এর পবনদীপ রাজন ৷ উত্তর…

13 hours ago

শবরীমালা মন্দির পরিদর্শনে দ্রৌপদী মুর্মু!!

অনলাইন প্রতিনিধি :-আগামী ১৮ মে দু'দিনের জন্য কেরল সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ৷ সেই…

15 hours ago

মহাকালেশ্বর মন্দিরে বীভৎস আগুন!!

অনলাইন প্রতিনিধি :-উজ্জ্বয়ন মহাকালেশ্বর মন্দিরে বিভীষিকাময় আগুন। মন্দিরের উপর থেকে গলগল করে নির্গত হচ্ছে কালো…

15 hours ago

হত্যা মামলায় ‘গ্রেপ্তার’ বাংলাদেশে জেলবন্দি চিন্ময় প্রভু!

অনলাইন প্রতিনিধি :-জেলবন্দি সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী ওরফে চিন্ময় প্রভুকে নতুন করে আবার হত্যা…

16 hours ago

নিখোঁজ হয়ে ছিলেন কুড়ি বছরে বাড়ি ফিরে এলেন ৬৩ বছর পর!!

অনলাইন প্রতিনিধি :-যুক্তরাষ্ট্রের উইসকনসিন অঙ্গরাজ্য থেকে প্রায় ৬৩ বছর আগে নিখোঁজ হয়েছিলেন অড্রে ব্যাকেবার্গ নামে…

16 hours ago