দৈনিক সংবাদ অনলাইন, তেলিয়ামুড়া।। রাজ্য সরকারই হোক, অথবা এডিসি প্রশাসন – সকলের মুখেই শুধু জনজাতি উন্নয়নের শ্লোগান। ডান থেকে বাম,এখন রাম – সকলেই জনজাতিদের তথাকথিত উন্নয়নের কথা দিয়ে চলেছে। জনজাতি দরদে কেঁদে বুক ভাসিয়ে দিচ্ছে। আসলে ওই সবই হচ্ছে মায়াকান্না। নির্বাচন এগিয়ে এলে প্রতিশ্রুতির বন্যা বইয়ে দেওয়া হয়।
নির্বাচন শেষ হয়ে গেলেই প্রত্যন্ত অঞ্চলের জনজাতি মানুষ গুলোর কথা বেমালুম ভুলে যায় প্রশাসনের অলিন্দে থাকা নির্বাচিত জনপ্রতিনিধিরা। তাদের ন্যুনতম মৌলিক অধিকার গুলিও পূরণ হয় না। এমনই এক জলজ্যান্ত উদাহরণ হচ্ছে মুঙ্গিয়াকামি ব্লকের অধীন আঠারোমুড়ার মনিজয় রিয়াং পাড়াটি।
বেশ কিছু জনজাতি পরিবার রয়েছে যারা সমস্ত প্রকারের প্রশাসনিক সাহায্য সহযোগিতা থেকে বঞ্চিত।
এরকমই একজন শিবু দেববর্মা। বহুবার প্রশাসনের দ্বারস্থ হলেও জোটেনি একটি ঘর। কপালে জুটেনি কোন সরকারি সাহায্য। জঙ্গলের লাকড়ি আর বাঁশ করুল দিয়েই চলে সংসার। পাড়ার প্রতিটি পরিবারের একই হাল। অথচ জনজাতি উন্নয়নের নামে কোটি কোটি টাকা ব্যয় হচ্ছে। কিন্তু শিবু দেববর্মাদের মতো অসহায় পরিবার গুলো পায়না একটি ঘর।
অনলাইন প্রতিনিধি :-শুক্রবার সন্ধ্যায় পর পর দুটি ভূমিকম্পে কেঁপে উঠল নেপাল। রিখটার স্কেলে কম্পনের মাত্রা…
অনলাইন প্রতিনিধি :-দেখতেই সে নয়নাভিরাম।তার উপর তার লেজের দৈর্ঘ্য?রবীন্দ্রনাথের শ্যামা নৃত্যনাট্যে শ্যামার রূপে মুগ্ধ হয়ে…
অনলাইন প্রতিনিধি :-প্লাস্টিকের চায়ের কাপে চুমুক দিলে শেষ হতে পারে পুরুষত্ব! এমনকী, হরমোন সংক্রান্ত আরও…
লন্ডনের হিথরো থেকে মুম্বইয়ে রওনা দিয়েছিল ভার্জিন আটলান্টিকের বিমানটি। ছিলেন ২০০–র বেশি ভারতীয় যাত্রী। জরুরি…
অনলাইন প্রতিনিধি :-ডবল ইঞ্জিন সরকারের প্রায় প্রতিটি দপ্তর বর্তমানে চরম কর্মী সংকটে ধুঁকছে। ফলে যে…
অনলাইন প্রতিনিধি :-প্রায় ১২ কোটিটাকা ব্যয়ে বাধারঘাটে দশরথ দেব স্পোর্টস কমপ্লেক্সে ২০০ শয্যা বিশিষ্ট যুব…