প্রতিবন্ধকতাকে চ্যালেঞ্জ দিয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় রেকর্ড ফলাফল দিব্যাঙ্গ কিশোরীর!!
জনতার হাতে আটক চোর!!

দৈনিক সংবাদ অনলাইন প্রতিনিধি, আগরতলা।। সপ্তাহখানেক আগে রামনগর এক নম্বর রোডে ফ্ল্যাটে চুরি করে চোর কে পালিয়ে যেতে দেখেছে সকলে। সেই চুরি কান্ডের পর এক সপ্তাহ পার হয়ে গেলেও পুলিশ চোরের হদিস করতে পারেনি। সিসিটিভি এবং পাশের বাড়ির মোবাইলে তোলা ছবিতে স্পষ্ট দেখা যাচ্ছিল চোরকে। শেষে বাড়ির লোকের প্রচেষ্টায় মঙ্গলবার চন্দ্রপুর থেকে সেই চোরকে আটক করে নিয়ে আসা হয় রামনগর ওই ফ্ল্যাটের ছাদে। খবর দেওয়া হয় পুলিশকে। পুলিশ এসে চোরকে নিয়ে যায়।