জনপ্রিয়তা ফিরে পাচ্ছে মাথেরনের ঐতিহ্যবাহী টয় ট্রেন

 জনপ্রিয়তা ফিরে পাচ্ছে মাথেরনের ঐতিহ্যবাহী টয় ট্রেন
এই খবর শেয়ার করুন (Share this news)

টানা দু’বছর করোনার দাপটে লকডাউনের নিয়ম মেনে অনেকটা সময় পরিষেবা বন্ধ রাখতে হয়েছিল । আবার করোনার সংক্রমণের কারণে পর্যটকের ভিড়ও হয়নি । সেই কঠিন সময় কাটতে শুরু করতেই এবার ফের নিজের হারানো জনপ্রিয়তা ফিরে পাচ্ছে মাথেরনের ঐতিহ্যবাহী টয় ট্রেন । মাথেরন থেকে আমন লজ পর্যন্ত ‘ শাটল সার্ভিস ‘ শুরু হয়েছে আগেই । করোনা সংক্রমণ নিম্নগামী হওয়ার পরিষেবা শুরু করা হলেও পর্যটকের ভিড় শুরুতে ততটা বাড়েনি । কিন্তু পর্যটকের ভিড় এখন ক্রমেই এখানে বাড়তে শুরু করেছে । গত ৫ মাসে ১.৫৪ লক্ষ যাত্রীকে পরিষেবা দিয়েছে এই টয় ট্রেন । যা থেকে আয় হয়েছে ১.১৩ কোটি টাকা , রেল সূত্রে এমনটাই জানা গিয়েছে । এবার নেরাল পর্যন্ত এই ‘ শাটল সার্ভিস ’ বাড়ানোর বিষয়ে পরিকল্পনা করছে মধ্য রেল । এভাবে আয় বাড়াতে খুশি রেলওয়ে কর্তৃপক্ষ । মধ্য রেলের এক শীর্ষ আধিকারিক বলেন ‘ এই শাটল সার্ভিস পর্যটকরা একটি আরামদায়ক এবং আনন্দময় যাত্রা উপভোগ করছেন । পরিবহণ ক্ষেত্রেও একটা দারুণ পরিষেবা দেওয়া সম্ভব হচ্ছে । গত ৫ মাসে আয় হয়েছে ১.১৩ কোটি টাকা । এর মধ্যে ১.১২ কোটি টাকা যাত্রীদের পরিষেবায় আয় হয়েছে এবং ৯২,২৫৪ কোটি টাকা আয় হয়েছে পার্সল থেকে । এই টয় ট্রেনে চড়ে শিশুরা খুবই আনন্দ উপভোগ করে এবং প্রকৃতিকে খুব কাছ থেকে দেখার কারণে তাদের মধ্যে একটা শিহরণ তৈরি হচ্ছে । ‘ মধ্য রেলের তরফে জানানো হয়েছে , বিগত ৫ মাসের মধ্যে ১.৫৪ লক্ষ যাত্রীকে পরিষেবা দেওয়া সম্ভব হয়েছে এবং ১২,০৭৪ টি প্যাকেটে ২,৪৫৪ কুইন্টাল পার্সল পাঠানো হয়েছে । মধ্য রেলেরও তরফে আগের তথ্য দিয়ে জানানো হয়েছে যে , ২০২১ সালের এপ্রিল থেকে আগস্ট মাসের মধ্যে ৫৬,০৪৩ জন যাত্রীকে পরিষেবা দেওয়া হয়েছিল এবং ৫৩৪১ টি প্যাকেজে ১,১২৮ কুইন্টাল পার্সল পাঠানো হয়েছিল । এর মাধ্যমেই এটা স্পষ্ট হয়ে গিয়েছে যে , এবছর এই পরিষেবার চাপ অনেকটা বেড়ে গিয়েছে । আমন লজ থেকে মাথেরন পর্যন্ত যাত্রীর চাপ বেড়ে যাওয়ার কারণে আয়ও এক ধাক্কায় বেড়েছে অনেকটা । রেল কর্তৃপক্ষ করছেন , আগামীদিনে এই আরও অনেকটা বেড়ে যাবে । কারণ আগামী কয়েক মাসে পর্যটকের সংখ্যা বাড়বে বলেই আশাবাদী রেলের আধিকারিকরা । গত আর্থিক বছর অর্থাৎ ২০২১-২০২২ সালে মধ্য রেল ৩.০৬ লক্ষ যাত্রীকে এই পরিষেবা য়েছে । ২০২১ সালের এপ্রিল মাস থেকে ২০২২ সালের মার্চ মাস পর্যন্ত পার্সল সহ রেলের আয় হয়েছে ১.৮২ কোটি টাকা । অথচ নতুন আর্থিক বছর পড়তেই গত কয়েক মাসে এই আয় বেড়ে গিয়েছে । জনপ্রিয়তার দিকটিকে নজর রেখেই গত মে মাস থেকে পরিষেবা আরও বাড়ানো হয়েছে । কারণ এই সময়ে যেহেতু গরমের ছুটি পড়ে সেজন্য টয় ট্রেনে ঘোরার জন্য খুদেদের ভিড় বেড়েছে । চলতি বছরে শেষেই এই টয় ট্রেন পরিষেবা নেরাল পর্যন্ত বাড়ানোর পরিকল্পনা নিচ্ছে রেল । ২০২০ সালে সাইক্লোন নিসর্গর কারণে এই টয় ট্রেন পরিষেবা বন্ধ করে দেওয়া হয় । তারপর আবার শাটল সার্ভিস চালু হয়ে যাওয়ার পরে খুব ভাল সাড়া পাওয়া যায় ।

Dainik Digital

Dainik Digital

Leave a Reply

Your email address will not be published.