জনসংখ্যা, উদ্বেগে ভারত

এই খবর শেয়ার করুন (Share this news)

জনসংখ্যায় সামনের বছরেই চিনকে ছাড়িয়ে ভারত হবে বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ । জাতিসংঘের সর্বশেষ প্রকাশিত পরিসংখ্যানে এমনই দাবি করা হয়েছে । যা নিয়ে গোটা দেশেই এখন জোর চর্চা শুরু হয়েছে । ভারত এবং চিন , দুটি দেশেরই জনসংখ্যা এখন একশ কোটির উপরে । তবে সামনের বছর অর্থাৎ ২০২৩ সাল থেকে দুই দেশের জনসংখ্যার গতিপ্রকৃতি দুইদিকে যাবে । চিনের জনসংখ্যা কমতে থাকবে । অন্যদিকে ভারতে জনসংখ্যা বাড়তেই থাকবে । জাতিসংঘ বলছে , ২০৫০ সাল নাগাদ ভারতের জনসংখ্যা ১৬০ কোটিতে পৌঁছবে ।

ততদিনে চিনের জনসংখ্যা হবে ১৩০ কোটি জাতিসংঘের ইকোনোমিক অ্যাণ্ড সোশ্যাল অ্যাফেয়ার্স বিভাগের এই পূর্বাভাসে বলা হয়েছে , ২০৩০ সাল নাগাদ বিশ্বের জনসংখ্যা দাঁড়াবে সাড়ে আটশ কোটি । এরপর ২০৮০ সালে এটি এক হাজার চল্লিশ কোটি স্পর্শ করবে । তারপর ২১০০ সাল পর্যন্ত এই পর্যায়েই থাকবে । জাতিসংঘ আরও বলেছে , চলতি ২০২২ সালের নভেম্বরে বিশ্বের জনসংখ্যা প্রথমবারের মতো ৮০০ কোটি ছাড়িয়ে যাবে । বিশ্ব জনসংখ্যা দিবসে জাতিসংঘ এই নতুন পরিসংখ্যান প্রকাশ করেছে ।

বিশ্ব জনসংখ্যার নতুন পরিসংখ্যান প্রকাশ করে জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেসে বলেছেন , ‘ বিশ্ব জনসংখ্যার এই মাইলফলক আমাদের স্মরণ করিয়ে দিচ্ছে , এই গ্রহকে রক্ষায় আমাদের সকলেরই দায়িত্ব রয়েছে । তিনি আরও বলেছেন , ‘ এটি আমাদের বৈচিত্রকে উদযাপনেরও একটি মুহূর্ত । এটি আমাদের অভিন্ন মানবিকতা এবং স্বাস্থ্য খাতে আমাদের নানা অর্জনেরও এক স্বীকৃতি ‘ । বিশ্ব জনসংখ্যা দিবসে নতুন পরিসংখ্যান প্রকাশ করে জাতিসংঘ দাবি করেছে , তবে অতীতে যেরকম দ্রুত হারে জনসংখ্যা বাড়ছিল সেরকম গতিতে বাড়বে না । ১৯৫০ সালের পর বিশ্বে জনসংখ্যা বৃদ্ধির হার এখন সবচেয়ে ধীর বলে দাবি করা হয়েছে । তবে উদ্বেগের কথাও শোনা গেছে ।

কারণ , জাতিসংঘের দাবি অনুযায়ী , জনসংখ্যা বিশ্বের সব অঞ্চলে সমান হারে বাড়বে না । আগামী ৩০ বছরে বিশ্বের জনসংখ্যা যত বাড়বে , তার অর্ধেকই ঘটবে মাত্র আটটি দেশে । আর এই আটটি দেশ হচ্ছে কঙ্গো , মিশর , ইথিওপিয়া , ভারত , নাইজেরিয়া পাকিস্তান , ফিলিপিন্স এবং তাঞ্জানিয়া । বিশ্বের সবচেয়ে উন্নত কিছু দেশে জনসংখ্যা এরই মধ্যে কমতে শুরু করেছে । এর পেছনে রয়েছে অনেকগুলো কারণ ।
এখন সবথেকে বড় প্রশ্ন হচ্ছে , জাতিসংঘের এই পূর্বাভাস , ভারতের মতো জনবহুল দেশের জন্য অত্যন্ত চিন্তাজনক এবং অবশ্যই উদ্বেগের । এমনিতেই এই জনবহুল দেশে বেকারত্ব থেকে শুরু করে গরিবি দিনদিন বেড়েই চলেছে ।

মারাত্মকভাবে কমে যাচ্ছে চাষযোগ্য জমি । ধ্বংস হয়ে যাচ্ছে সবুজ বনভূমি । দখল হয়ে যাচ্ছে একের পর এক জলাশয় । মানুষের ভারে জৈব বৈচিত্র বড় ধরনের হুমকির মধ্যে । জীবনধারণের জন্য মানুষ জৈব বৈচিত্রকে ধ্বংস করে দিচ্ছে । দেশে কাজের অভাব ও আর্থিক অনটন বেড়েই চলেছে । মুদ্রাস্ফীতি , নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর মূল্যবৃদ্ধিতে জনজীবন জেরবার । এমনিতেই গোটা দেশ সঙ্কটে । স্বাধীনতার ৭৫ বছর অতিক্রম হয়ে যাওয়ার পরও ভারত আজও গরিবির সাথে লড়াই করছে । দেশে এখনও বহু মানুষের বাসস্থান নেই । রাস্তায় তাদের জীবন কাটে ।

একবেলা খাবার সংস্থানও নেই বহু মানুষের । এতসব সঙ্কটের পেছনে রয়েছে ভারতের বিশাল জনসংখ্যা । এনিয়ে কোনও দ্বিমত নেই । এই পরিস্থিতিতে জাতিসংঘের প্রকাশিত পরিসংখ্যান উদ্বেগ আরও বাড়িয়েছে । মানুষ বাড়লেও ভারতের এক ইঞ্চি জমিও বাড়েনি । এভাবে যদি চলতে থাকে তাহলে ভারতেও খাদ্যসঙ্কট , আর্থিক সঙ্কট , বাসস্থান সঙ্কট , কাজের সঙ্কট থেকে শুরু করে নানাবিধ সমস্যা কোন্ জায়গায় গিয়ে পৌঁছবে তা সহজেই অনুমেয় । এরজন্য বিশেষজ্ঞ হওয়ার প্রয়োজন নেই । তাই শুধু জনসংখ্যা নিয়ন্ত্রণের আইন করেই এই জনবিস্ফোরণ ঠেকানো যাবে না । এর জন্য জরুরি সদর্থক ভূমিকা । শুধু সরকারকেই নয় , দেশবাসীকেও জনবিস্ফোরণ থেকে দেশকে বাঁচাতে আন্তরিক উদ্যোগ গ্রহণ করতে হবে । তবেই বাঁচবে দেশ।

Dainik Digital

Share
Published by
Dainik Digital

Recent Posts

শুরু হলো পর্ষদের উত্তরপত্র মূল্যায়ন!!

অনলাইন প্রতিনিধি :-ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল এপ্রিল মাসের শেষে…

22 hours ago

টিএমসি কাণ্ড, ঋণ নিয়েছিলেন অধ্যাপিকা!তদন্ত চলছে, কাউকে ছাড়া হবে না বিধানসভায় কড়া বার্তা মুখ্যমন্ত্রীর!!

অনলাইন প্রতিনিধি :-ত্রিপুরা মেডিকেল কলেজে ছাত্রছাত্রীদের পাস করিয়ে দেবার নাম করে ডা. সোমা চৌধুরী নামে…

22 hours ago

নিজেদের অধিকার রক্ষায় বৈঠকে যাচ্ছে টিএফএর আজীবন সদস্যরা।।

অনলাইন প্রতিনিধি :-রাজ্য ফুটবলের অভিভাবক সংস্থা টিএফএর সংবিধান সংশোধন করার নামে নিজেদের অধিকার কেড়ে নেওয়ার…

23 hours ago

এডিসির ৩০২ স্কুলে ১ জন করে শিক্ষক, ছাত্র সমস্যা নিরসনে সরকার আন্তরিক, বিধানসভায় মুখ্যমন্ত্রী।।

অনলাইন প্রতিনিধি :-এডিসির ৩০২ টি স্কুলে শিক্ষক ১ রয়েছে।জাতীয় স্তরে প্রাথমিক স্কুলে ছাত্র- শিক্ষকের অনুপাত…

23 hours ago

কাজ করেনি,ফেরত গেছে ২২.৯১ কোটি টাকা,বাম আমলে অন্ধকারে ডুবে ছিল রাজ্যের পর্যটন: সুশান্ত।।

অনলাইন প্রতিনিধি :-বামফ্রন্টের টানা ২৫ বছরে রাজ্যের পর্যটন শিল্পের কোনও উন্নয়নই হয়নি। সম্পূর্ণ অন্ধকারে ডুবে…

23 hours ago

জাল ওষুধের রমরমা।

একা রামে রক্ষা নেই, সুগ্রীব দোসর। কথাটা বোধহয় এক্ষেত্রে একেবারে যথার্থভাবে ধ্বনিত হয়।গত কয়দিন ধরেই…

24 hours ago