জন আরোগ্য যোজনা চালু ডেন্টাল ও আইজিএমে!!

এই খবর শেয়ার করুন (Share this news)

অনলাইন প্রতিনিধি:-আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা এবং চিফ মিনিস্টার জন আরোগ্য যোজনা ২০২৩ প্রকল্পে অন্তর্ভুক্ত করা হয়েছে আগরতলা গভর্নমেন্ট ডেন্টাল কলেজ এবং আইজিএম হাসপাতাল।সুবিধাভোগীর ইম্প্যাকটেড টুথ এক্সট্রাকশনের মাধ্যমে এই প্রকল্পের বিনামূল্য পরিষেবা আজ থেকে শুরু হয়।আজই আরেকজন রোগী ম্যান্ডিবল ফ্র্যাকচার- এর চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি হয়েছেন।এখন সুবিধাভোগীরা বিনামূল্যে দন্ত চিকিৎসাও পাবেন।ওরাল ও মেক্সিলো ফেসিয়াল সার্জারি স্পেশালিটি আওতায় জয়েন্ট এনকাইলোসিস, ফিক্সেশন অব ফ্র্যাকচার্ড জ, ক্যান্সার সার্জারি, কারেকশন অব অরো এন্ট্রাল কমিউনিকেশন, ডেনটো অ্যালভিওলার ট্রমা ওয়ারিং সহ মোট বাইশটি প্যাকেজ সংক্রান্ত পরিষেবা এই হাসপাতাল থেকে পাওয়া যাবে।
আয়ুষ্মান ভারত PMJAY প্রকল্পে এখন পর্যন্ত রাজ্যের ৩.৩৬ লক্ষেরও বেশি সুবিধাভোগী রাজ্যের এবং বহি:রাজ্যের বিভিন্ন তালিকাভুক্ত হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা পেয়েছেন। ABPMJAY-এর অধীনে বিভিন্ন হাসপাতালে ১৮৬ কোটি টাকার দাবি নিষ্পত্তি করা হয়েছে।এই প্রকল্পে রাজ্যে এখন পর্যন্ত প্রায় ১৫.২২ লক্ষ সুবিধাভোগীকে আয়ুষ্মান কার্ড প্রদান করা হয়েছে। রাজ্যের বাকি জনগণের জন্য স্বাস্থ্য বিমা পরিষেবা নিশ্চিত করার জন্য ত্রিপুরায় ১৫ ফেব্রুয়ারী মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনা ২০২৩ প্রকল্প চালু করা হয়েছে। ইউনিভার্সাল হেলথ কভারেজ নিশ্চিত করতে বিনামূল্যে স্বাস্থ্য বিমা কভারেজ প্রদান করাই এই স্কিমের মূল উদ্দেশ্য।এখন পর্যন্ত ১,৯৩,৯৩৫ পরিবারের মোট ৪,২৬,১৪৬ জন সুবিধাভোগীকে CMJAY ২০২৩ স্কিমের আয়ুষ্মান কার্ড ইস্যু করা হয়েছে এবং কার্ড তৈরির প্রক্রিয়া চলছে।এখন পর্যন্ত ৮০০০-এরও বেশি রোগী বিভিন্ন হাসপাতাল থেকে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা পেয়েছেন।CMJAY ২০২৩-এর অধীনে ১০৯.৫৩ লক্ষ টাকার দাবি নিষ্পত্তি করা হয়েছে।যেকোনও ব্যক্তি যিনি আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা (AB- PMJAY) বা অন্য কোনও সরকারী বিমা প্রকল্পের আওতায় পড়েন না তারা মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনা (CM-JAY)-২০২৩ প্রকল্পে অন্তর্ভুক্ত হতে পারবেন।
এই প্রকল্প সুবিধাভোগীদের বিনামূল্যে স্বাস্থ্য বিমা সুবিধা প্রদান করে।AB PMJAY এবং CM JAY ২০২৩ প্রকল্পে অন্তর্ভুক্ত প্রতিটি পরিবার প্রতি বছর পাঁচ লাখ টাকা পর্যন্ত স্বাস্থ্য বিমার সুবিধা পাবে। পরিবারের প্রতিটি সদস্যকে ব্যক্তিগত AB PMJAY এবং CM JAY ২০২৩ কার্ড ইস্যু করা হবে।এই প্রকল্পের অধীনে রাজ্যের এবং বহি:রাজ্যের সমস্ত তালিকাভুক্ত সরকারী ও বেসরকারী হাসপাতালে অন্তর্বিভাগে চিকিৎসা পরিষেবার সুযোগ রয়েছে। যোগ্য পরিবারের সদস্যদের সংখ্যা বা বয়সের উপর কোনও বাধা থাকবে না। সুবিধাভোগীদের প্রকল্পের কার্ড রিনিউ করার প্রয়োজন নেই।

Dainik Digital

Recent Posts

বিভৎস ট্রেন দুর্ঘটনা, ছিটকে গেল চলন্ত তিনটি মালগাড়ির কামরা!!

অনলাইন প্রতিনিধি :-ফের লাইনচ্যুত ট্রেন। ছিটকে গেছে তিনটি কামড়া। ঘটনাটি ঘটেছে ওড়িশার তিতলাগড় স্টেশনের কাছে।…

13 hours ago

চিনে আবার নতুন করে কোভিড নাইটিন!!

অনলাইন প্রতিনিধি :-প্রথম সংক্রমণের ৫ বছরের রেষ কাটতে না কাটতেই নতুন করে চিনে খোঁজ মিলেছে…

17 hours ago

দিল্লিতে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত রিয়াজ হামিদুল্লাহ!!

অনলাইন প্রতিনিধি :-গত ৫ আগস্ট হাসিনা জামানার পতনের পর বাংলাদেশ-ভারতের সম্পর্কে ফাটল দেখা দেয়। তবে…

17 hours ago

মরিশাসের জাতীয় দিবসে প্রধান অতিথির মুখ নরেন্দ্র মোদী!!

শুক্রবার মরিশাসের সংসদে প্রধানমন্ত্রী ঘোষণা করেন আসন্ন ন্যাশনাল ডে বা জাতীয় দিবসের উদযাপনে প্রধান অতিথি…

20 hours ago

ধন্যবাদার্হ!!

কোনও চাওয়া যখন পথের থেকে বেশি সংখ্যায় পথবন্ধক তৈরি করে, তাকে পরিত্যাগ করাই বিধেয়। কারণ…

20 hours ago

নয়া জঙ্গি তৎপরতার উপর নজর রাখছে পুলিশ :ডিজিপি!!

অনলাইন প্রতিনিধি:- নারী নির্যাতন কিংবা মহিলা সংক্রান্ত অপরাধের সংখ্যা রাজ্যে উল্লেখযোগ্য হারে হ্রাস পেয়েছে। পাশাপাশি…

21 hours ago