জমকালো উদ্বোধন, মেয়েদের ফাইনালে আসাম-তৈবান্দাল।।

 জমকালো উদ্বোধন, মেয়েদের ফাইনালে আসাম-তৈবান্দাল।।

INCHEON, SOUTH KOREA – SEPTEMBER 28: Sharmin Sultana Rima of Bangladesh dives to evade India during the Kabaddi Womens Group Round match between India and Bangladesh during day nine of the 2014 Asian Games at Songdo Global University Gymnasium on September 28, 2014 in Incheon, South Korea. (Photo by Stanley Chou/Getty Images)

এই খবর শেয়ার করুন (Share this news)

এগিয়ে চলো সংঘ আয়োজিত পূর্বোত্তর প্রাইজমানি আমন্ত্রণমূলক কাবাডি আসরে মহিলাদের বিভাগে ফাইনালে মুখোমুখি হচ্ছে আসাম ও তৈবান্দাল। আজ সেমিফাইনালে আসাম ৫২-৯ পয়েন্টে মোহনপুর মর্নিং ক্লাবকে হারায়। অপর সেমিফাইনালে তৈবান্দাল ৫৬-৩৪ পয়েন্টে সাউথ উইংসকে পরাজিত করে। এর আগে মেয়েদের কোয়ার্টার ফাইনালে সাউথ উইংস টিমের কাছে ৪২-৩৮ পয়েন্টে হেরে এগিয়ে চলো সংঘ আসর থেকে বিদায় নিয়েছে। তবে মহিলাদের বিভাগে টিম এগিয়ে চলো সংঘ আসর থেকে বিদায় নিলেও পুরুষদের বিভাগে টিম এগিয়ে চলো সংঘ উদ্বোধনী ম্যাচে দুরন্ত জয় পেলো। উদ্বোধনী ম্যাচে এগিয়ে চলো সংঘ ৭৩-২৩ পয়েন্টের বড় ব্যবধানে ঊনকোটি জেলাকে হারালো। আজ প্রথমদিনে কাবাডির ম্যাচগুলো দেখার জন্য দর্শকদের উপচেপড়া ভিড় লক্ষ্য করা গেছে। দিবারাত্রি এই টুর্নামেন্টে পুরুষ বিভাগে আটটি এবং মহিলা বিভাগে পাঁচটি টিম অংশ নিয়েছে। পুরুষদের বিভাগে প্রতিযোগিতা হচ্ছে লীগ কাম নকআউট পর্যায়ে এবং মহিলাদের বিভাগে নকআউট ভিত্তিতে প্রতিযোগিতা হচ্ছে। নাচ-গান আর আলোর রোশনায় এ দিন সন্ধ্যায় এগিয়ে চলো সংঘে জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়েই এই কাবাডি টুর্নামেন্টটির উদ্বোধন হয়। উপস্থিত ছিলেন প্রধান অতিথি আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। এছাড়া ছিলেন আগরতলা পুর নিগমের কর্পোরেটর জাহ্নবী দাস চৌধুরী, আসাম কাবাডি অ্যাসোসিয়েশনের সচিব অলক ত্রিপাঠি, টিসিএর সভাপতি তপন লোধ, টিএফএর সভাপতি প্রণব সরকার, এগিয়ে চলো সংঘের সভাপতি চঞ্চল নন্দী, সচিব সুমন্ত গুপ্ত। সন্ধ্যায় প্রতিযোগিতার উদ্বোধন হলেও এ দিন দুপুর থেকেই পুরুষ ও মহিলা উভয় বিভাগে খেলা শুরু হয়ে যায়। পুরুষদের বিভাগে গ্রুপ এ-তে পশ্চিম জেলার মোহনপুর মর্নিং ক্লাব ৪৮-২১ পয়েন্টে তৈবান্দালকে হারায় । গ্রুপ বি-তে এগিয়ে চলো সংঘ ৭৩-২৩ পয়েন্টে ঊনকোটি জেলাকে হারায়। আগামীকাল পুরুষদের বিভাগের ম্যাচগুলো হবে। পাঁচ এপ্রিল পুরুষ ও মহিলাদের বিভাগের ফাইনাল ম্যাচ হবে।

Dainik Digital

Dainik Digital

Leave a Reply

Your email address will not be published.