দৈনিক সংবাদ অনলাইন প্রতিনিধি।। মহামারী হোক অথবা ঘূর্ণিঝড়, আমাদের বাঙ্গালীদের পার্বণ কখনো বাদ যায় না। এই কিছুদিন আগে বাঙালি পালন করল দুর্গাপূজা। লক্ষ্মী পুজো পেরিয়ে এবার আমরা এগিয়েছি কালীপুজোর দিকে। কিন্তু কালীপুজোর ঠিক একদিন আগে পালন করা হয় আরো একটি উত্সব, যার নাম ধনতেরাস। মূলত অবাঙালিদের উত্সব এই ধনতেরাস। কিন্তু এখন হয়ে উঠেছে সার্বজনীন। ধন শব্দের অর্থ সম্পদ, এবং তেরাস শব্দের অর্থ ত্রয়োদশী। হিন্দু ক্যালেন্ডার অনুযায়ী কার্তিক মাসের ১৩ তম দিনে কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথিতে এই উত্সব পালিত হয়।
আলোর রোশনাইতে যখন মেতে ওঠে সম্পূর্ণ বিশ্ব,তখন পরিবারের মঙ্গল এবং ধন-সম্পদের আশায় বহু মানুষ দেবতা কুবেরের আরাধনা করেন।পুরাণে বলা হয়েছে যে, একসময় দুর্বাসা মুনির অভিশাপে সৌভাগ্যের দেবী লক্ষ্মী গৃহছাড়া হয়েছিলেন। লক্ষ্মী চলে যাওয়াতে স্বর্গলোক শ্রীহীন হয়ে পড়ে।দেবতারা অসুরের সঙ্গে আমরণ যুদ্ধ করে সমুদ্র মন্থনে আবার ফিরিয়ে এনেছিলেন লক্ষীকে। এই দিনটি ছিল ধনতেরাসের দিন।
ধনতেরাসে অনেকে বাড়ির মঙ্গল কামনার উদ্দেশ্যে সাধ্যমত ধাতু অথবা গয়না কেনেন। ধনতেরাস উপলক্ষ্যে প্রত্যেকটি সোনার দোকানে পাওয়া যায় বিশেষ আকর্ষণীয় ছাড়। বেশ কিছু বছর ধরেই বাঙ্গালীদের মধ্যে ধনতেরাস পালনের চলা শুরু হয়েছে। সকলের পাশাপাশি বাঙালি হিন্দু পরিবারের প্রত্যেককে পালন করেন এই ধনতেরাস উত্সব। চলতিবছরেও ধনতেরাসকে কেন্দ্র করে প্রত্যেকটি সোনার দোকানে উপচে ভরা ভীর। যে যার সাধ্যমতো সংসারের মঙ্গলার্থে ক্রয় করছেন সোনা রোপ্য।
অনলাইন প্রতিনিধি :-নতুন সিবিআই কর্তা নিয়োগ করতে হবে আর সেই উদ্দ্যেশ্যেই লোকসভার বিরোধী দলনেতা রাহুল…
অনলাইন প্রতিনিধি :-ভয়াবহ দুর্ঘটনার কবলে ইন্ডিয়ান আইডল জয়ী সিজন ১২ এর পবনদীপ রাজন ৷ উত্তর…
অনলাইন প্রতিনিধি :-আগামী ১৮ মে দু'দিনের জন্য কেরল সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ৷ সেই…
অনলাইন প্রতিনিধি :-উজ্জ্বয়ন মহাকালেশ্বর মন্দিরে বিভীষিকাময় আগুন। মন্দিরের উপর থেকে গলগল করে নির্গত হচ্ছে কালো…
অনলাইন প্রতিনিধি :-জেলবন্দি সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী ওরফে চিন্ময় প্রভুকে নতুন করে আবার হত্যা…
অনলাইন প্রতিনিধি :-যুক্তরাষ্ট্রের উইসকনসিন অঙ্গরাজ্য থেকে প্রায় ৬৩ বছর আগে নিখোঁজ হয়েছিলেন অড্রে ব্যাকেবার্গ নামে…