Categories: বিনোদন

জমল না রাধিকা আপ্তে এবং বিক্রান্তের কেমিস্ট্রি

এই খবর শেয়ার করুন (Share this news)

মুসৌরির ছোট্ট শহরে বাস করে আনিয়া তার মাসি মেঘা ধর্মা ( রাধিকা আপ্তে ) এবং দিদার সঙ্গে । মেঘা পুলিশ অফিসার । খুব ছোটবেলায় আনিয়া তার মা এবং বোনকে হারিয়ে ফেলে । মেঘা এই ঘটনার জন্য দায়ী করে তার জামাইবাবু অভয় খান্নাকে ( রোহিত রায় ) । মেঘার সঙ্গে অভয়ের ভাই জনি খান্না ( বিক্রান্ত মাসি ) -র একটা সম্পর্ক তৈরি হলেও তা ভেঙে যায় । মেঘার দিদি এবং তার মেয়ে মারা যাওয়ার পর থেকে । সেই থেকেই আনিয়া তার মাসি এবং দিদার কাছেই বড় হতে থাকে । অত ছোট বয়সে মা এবং বোনকে হারানোর যন্ত্রণা তাকে মানসিক ভাবে বিপর্যস্ত করে । সেই কারণেই আনিয়াকে নিয়মিত মনোবিদ রঞ্জনা গুপ্ত ( প্রাচী দেশাই ) এর কাছে যেতে হতো ।

অন্যদিকে জনি ফরেনসিক ডিপার্টমেন্টে চাকরি করে । যে কোনও কঠিন কেসও সে সহজেই সমাধান করে দিতে পারে । মেঘা কোনও মতেই আনিয়াকে তার বাবার সঙ্গে সম্পর্ক রাখতে দিতে নারাজ । বেশ কিছু বছর জনির সঙ্গেও মেঘার সম্পর্ক ছিল না । কিন্তু ঘটনাচক্রে আবারও জনিকে ফিরতে হয় মুসৌরিতে । একের পর এক শিশু খুনের কিনারা করতে তার ডাক পড়ে । প্রতিটা খুনের পিছনে একটা কমন বিষয় ছিল । প্রতিটা বাচ্চা মেয়ের জন্মদিনের দিনই তাদের খুন করা হয়েছিল । এই বিষয়ের তদন্ত করতে আসে জনি । সেখানেই আবার তার সঙ্গে দেখা হয় মেঘার । আনিয়া তার বাবা এবং কাকার কাছে যেতে চাইলেও মেঘা কিছুতেই রাজি হয় না ।

কিন্তু আনিয়ার বোনের মৃত্যু কি স্বাভাবিক ছিল ? পরবর্তীকালে মুসৌরিতে ঘটে যাওয়া পরপর শিশু খুনের সঙ্গে আনিয়ার বোনের খুনের সম্পর্কটাই বা কি ? আনিয়ার জীবনও কি ঝুঁকিপূর্ণ ? তাকে কি বাঁচাতে পারবে মেঘা এবং জনি ? কে এই কিডন্যাপার ? জনি তদন্ত করে দেখেছে , যে এই খুন করছে বা কিডন্যাপ করছে সেই খুনির উচ্চতা সাড়ে চার ফুটের বেশি হওয়ার কথা নয় । কে এই খুন করছে বা কারা করছে এবং কেনই বা করছে এগুলোই কিন্তু ‘ ফরেনসিক ‘ ওয়েব সিরিজের মূল আকর্ষিত বিষয় । অন্যদিকে মনোবিদ রঞ্জনা গুপ্তর জীবনেরও একটা বড় ইতিহাস আছে । সেই অতীতের সঙ্গে কি কোনও ভাবে এইসব খুনের সম্পর্ক রয়েছে ?

ভাল দিক : মালায়ালম সিনেমা ” ফরেনসিক ‘ এর হিন্দি রিমেক এই সিনেমা । হিন্দিতেও একই নাম রাখা হয়েছে সিনেমার । সাধারণত দেখা যায় , রিমেক হলে একেবারে হুবহু কপি করার চেষ্টা করা হয় । কিন্তু হিন্দি ‘ ফরেনসিক ‘ – এর ক্ষেত্রে বেশ কিছু জায়গায় চিত্রনাট্যে পরিবর্তন করা হয়েছে । অরিজিনাল সিনেমার প্রধান যে টুইস্টগুলো ছিল সেগুলো বদলে দিয়েছেন পরিচালক । তাই যারা তেলেগু ছবি ‘ ফরেনসিক দেখেছেন , তাদেরও কিন্তু মনে হবে না যে তারা একেবারে কপি – পেস্ট কিছু দেখছেন । বরং তারা বুঝতে পারবেন , পরিচালক কতটা বুদ্ধি করে প্রতিটা টুইস্টের জায়গায় পরিবর্তন আনার চেষ্টা করেছেন । কিছু জায়গায় অবাস্তব লাগলেও বেশিরভাগ ক্ষেত্রেই সিনেমার পরতে পরতে চমক আছে ।

এই সিনেমার আরও কিছু পজিটিভ দিক হল সিনেমাটি দেখলে বোঝা যাবে চিত্রনাট্য লেখার সময় যথেষ্ট পরিশ্রম করেছেন চিত্রনাট্যকাররা । বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করবে একজন ফরেনসিক অফিসার কীভাবে বিজ্ঞান , বুদ্ধি এবং প্রযুক্তির মাধ্যমে তদন্ত করে থাকেন । অন্যান্য ছবিতে এত গভীরে গিয়ে এই বিষয়গুলো বোধহয় দেখানো হয় । না , যা এই ছবিতে দেখানো হয়েছে । সিনেমা শুরু হওয়া থেকে যে চমক থাকে তা সিনেমার প্রায় শেষ পর্যন্ত ধরে রাখতে পেরেছেন পরিচালক । অনেকদিন পর বিন্দু দারা সিং , অনন্ত মহাদেবন , সুব্রত দত্তকে দেখে ভাল লাগবে ।

খারাপ দিক : জনির চরিত্রটা এখানে বেশ লাউড । রাধিকা আপ্তে এবং বিক্রান্ত মেসি খুব ভাল অভিনেতা । কিন্তু কোথাও যেন তাদের অভিনয় আউট অফ দ্য বক্স নয় । তাদের কাছ থেকে আরও ভাল অভিনয় আশা করা যায় । রাধিকা আপ্তে এবং বিক্রান্ত – এর মধ্যেকার কেমিস্ট্রি কোনও ভাবেই দর্শকদের মন ছুঁতে পারেনি । ছবির বিভিন্ন জায়গায় যে আবেগের জায়গা তৈরি হওয়া উচিত ছিল তা কিন্তু হয়নি । ডা রঞ্জনা গুপ্তর চরিত্রে প্রাচী দেশাইও আরও অনেক ভাল অভিনয় করতে পারতেন । কিছু জায়গায় এমন কিছু দৃশ্য রাখা হয়েছে যা না রাখলেও হতো । সিনেমায় জনির বাচন ভঙ্গী এবং শরীরী ভাষার মধ্যে দিয়ে যে কমেডির পরিমণ্ডল তৈরি করার চেষ্টা করা হয়েছে , সেটাও ঠিক ভাবে করা হয়নি । মালায়ালাম ছবি ‘ ফরেনসিক ’ এর থেকে বিশাল ফুরিয়া যেভাবে হিন্দিতে তার ছবি রিমেক করেছেন । তা একেবারে এড়িয়ে যাওয়ার মতো না।

Dainik Digital

Share
Published by
Dainik Digital

Recent Posts

বহিঃরাজ্যে গেল “ধানি লঙ্কা”ওরফে ধান্না মরিচ!!

অনলাইন প্রতিনিধি :-ত্রিপুরায় উৎপাদিত" অর্গানিক বার্ড আই চিলি " স্হানীয় ভাষায় যাকে বলা হয় ধানি…

17 hours ago

কুম্ভ ইকনমি

২২জানুয়ারী,২০২৪।এক বছরের ব্যবুধানে ২০২৫ সালের ১৩ জানুয়ারি।গত বছরের মেগা ইভেন্টের আসর বসেছিল অযোধ্যায়। এবার মেগা…

18 hours ago

২০২ কোটি ব্যয়ে আরও একটি নয়া বিল্ডিং আইজিএমে : মুখ্যমন্ত্রী।।

অনলাইন প্রতিনিধি :-আগরতলাগভর্নমেন্ট কলেজের আসন সংখ্যা ৫০ থেকে বেড়ে ৬৩ করা হয়েছে ইতিমধ্যেই। আইজিএম হাসপাতালে…

18 hours ago

এক আগরতলা শ্রেষ্ঠ আগরতলা গড়ে তোলার জন্য সংকল্প নিন!!

অনলাইন প্রতিনিধি :-শারদউৎসব সম্পন্ন হওয়ার পর সামান্য দেরি হলেও বৃহস্পতিবার অনাড়ম্বর এক অনুষ্ঠানের মধ্য দিয়ে…

19 hours ago

প্রিন্সিপালশূন্য ১৬ ডিগ্রি কলেজ, লাটে পড়াশোনা।।

অনলাইন প্রতিনিধি :-রাজ্যসরকারের সাধারণ ডিগ্রি কলেজে প্রিন্সিপাল পদে নিয়োগ বিশবাঁও জলে। দু'বছর আগে রাজ্য সরকারের…

19 hours ago

প্রতিবেশীর সম্পর্ক।।

ভারত বাংলাদেশের মধ্যে সামরিক সম্পর্ক বদলায়নি। তবে। দুই দেশের মধ্যেকার কূটনৈতিক আদানপ্রদান কমিয়াছে। ফলে দুই…

2 days ago