জমা নেওয়া হচ্ছে চাকরির অফার!!
দৈনিক সংবাদ অনলাইন।। রাজ্য শিক্ষা দপ্তরে উদ্যোগে সম্প্রতি আন্ডারগ্রেজুয়েট টিচার ও গ্রেজুয়েট টিচার এর অফার ছাড়া হয়েছে। তার মধ্যে আন্ডারগ্রেজুয়েট অফার প্রাপ্তদের কাছ থেকে শুক্রবার আগরতলা উমাকান্ত ইংলিশ মিডিয়াম স্কুলে অফার জমা নেওয়া হচ্ছে। এরপর তাদের পোস্টিং দেওয়া হবে। শিক্ষা দপ্তরের ও এস ডি অভিজিৎ সমাজপতি বিষয়টি জানিয়েছেন। তিনি আরও জানান, আগামী কয়েকদিনের মধ্যে গ্রেজুয়েট শিক্ষকদের কাছ থেকেও অফার জমা নওয়া হবে। একসাথে জমা নিলে পোস্টিং দিতে সুবিধা হবে।