জম্মু-কাশ্মীররে উরি সেক্টরে সেনার সঙ্গে গুলির লড়াইয়ে নিহত ২ জঙ্গি!!
জম্মু-কাশ্মীররে উরি সেক্টরে সেনার সঙ্গে গুলির লড়াইয়ে নিহত ২ জঙ্গি!!

অনলাইন প্রতিনিধি :-পহেলগাঁও হামলার চব্বিশ ঘন্টা অতিক্রম হতে না হতেই জম্মু-কাশ্মীররে উরি সেক্টরে জঙ্গিদের সঙ্গে সংঘর্ষ বাধে সেনার ৷ সুত্রের খবর, বেশ কয়েকজন জঙ্গি উরি সেক্টর থেকে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করে ৷ সেনার তরফে বাধা দেওয়া হলে গুলির লড়াই শুরু হয়। তাতে সেনার গুলিতে প্রাণ যায় দুই জঙ্গির। সেনাবাহিনীর তরফে জানানো হয়েছে, বুধবার আনুমানিক ২-৩ জন জঙ্গি বারামুল্লার উরি নালায় অবস্থিত সরজীবন দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করে ৷ এলসি-তে সতর্ক টিপিএস তাদের চ্যালেঞ্জ করে এবং বাধা দেয় ৷ এরপরই শুরু হয় দু’পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ ৷