জম্মু-কাশ্মীরে ব্রাত্যই থেকে গেল বিধানসভা ভোট !!
অনলাইন প্রতিনিধি :- শেষবারের মতো বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। ২০১৪ সালের ডিসেম্বর মাসে অবিভক্ত জম্মু ও কাশ্মীরে। তারপর দশ বছর পেরিয়ে যেতে বসেছে। বহু প্রতীক্ষিত জম্মু-কাশ্মীরে বিধানসবার ভোটগ্রহণের বিস্তর তৎপরতা সত্ত্বেও শেষ পর্যন্ত নির্বাচন কমিশন লোকসভার সঙ্গে দেশের চার রাজ্যে বিধানসভার ভোট ঘোষণা করলেও কেন্দ্রশাসিত এই অঞ্চলে এবারও বিধানসভা ভোটের নির্ঘণ্ট জারি হলো না। যদিও শনিবার মুখ্য নির্বাচন কমিশনার বলেছেন, জম্মু কাশ্মীরে দ্রুত বিধানসভা ভোট করাতে আমরা বদ্ধপরিকর। যদিও বিধানসভার ভোট ঘোষণা না হলেও জম্মু ও কাশ্মীরের পাঁচটি লোকসভা আসন এবং লাদাখে একটি লোকসভার আসনে ভোটের ঘোষণা দিয়েছেন নির্বাচন কমিশন। প্রসঙ্গত ২০১৯ সালের আগষ্ট মাসে ভারতীয় সংবিধানের ৩৭০ অনুচ্ছেদটি বাতিল করে জম্মু কাশ্মীরের বিশেষ অধিকার বাতিল করেছিল কেন্দ্র সরকার। একই সঙ্গে রাজ্যের মর্যাদাও বিলুপ্ত করা হয়েছিল সেই সময়ে। অবশ্য রাজনৈতিক অস্থিরতার জেরে ২০১৬ সালেই ভেঙে দেওয়া হয়েছিল জম্মু কাশ্মীরের বিধানসভা। গত বছর ২০২৩ সালের ডিসেম্বর মাসে সুপ্রিম কোর্ট জম্মু-কাশ্মীরের ৩৭০ ধারা বাতিলের সিদ্ধান্তে সিলমোহর দেওয়ার পর নির্দেশ দিয়েছিল ২০২৪- এর সেপ্টেম্বর মাসের মধ্যে জম্মু কাশ্মীরে যেন বিধানসভা নির্বাচন সম্পন্ন করা হয়। তখনই কেন্দ্রের তরফে ডিলিমিটেশন প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় কেন্দ্রের সরকারের বিভিন্ন তৎপরতায় এই ধারণা বদ্ধমূল হয়েছিল, দেশে লোকসভা নির্বাচনের সঙ্গেই জম্মু কাশ্মীরেও বিধানসভা নির্বাচন হবে। কিন্তু শেষ অবধি সমস্ত জল্পনা কল্পনা সত্ত্বেও জম্মু কাশ্মীরে বিধানসভা নির্বাচনের ঘোষণা করার পথে হাঁটেননি নির্বাচন কমিশন।