জলের জন্য জাতীয় সড়ক অবরোধ!!

 জলের জন্য জাতীয় সড়ক অবরোধ!!
এই খবর শেয়ার করুন (Share this news)

দৈনিক সংবাদ অনলাইন।। ঘটনা বুধবার সকালে। আমবাসা ব্লকের রায়পাশা এলাকায় বিগত চার দিন ধরে জল নেই। রায়পাশা এলাকার পাম্প অপারেটর জল বন্ধ করে রেখেছে বলে অভিযোগ এলাকাবাসীর। বিগত এক বছর ধরে পাম্প অপারেটর তার বেতন পাচ্ছে না। প্রতিবাদের পন্থা হিসাবে পাম্প অপারেটার জল সরবরাহ বন্ধ করে রাখে। ফলে গত চার দিন ধরে জল না পেয়ে বাধ্য হয়ে রায়পাশা এলাকার লোকজন বুধবার আসাম আগরতলা জাতীয় সড়ক অবরোধ করে। আমবাসা সিআরপিএফ ক্যাম্পের সামনে আসাম আগরতলা জাতীয় সড়ক ও অবরোধে বসে এলাকার লোকজন।

খবর পেয়ে ছুটে আসে আমবাসা থানার পুলিশ, ছুটে আসে ডিসিআইএম। কথা বলেন এলাকাবাসীদের সাথে। দীর্ঘক্ষণ আলোচনার পর ডিসিএম এর আশ্বাসে অবরোধ মুক্ত করে এলাকাবাসী। এদিকে,জাতীয় সড়ক অবরোধ করার ফলে দুই দিকে শত শত গাড়ি আটকে থাকে ঘন্টার পর ঘন্টা। চরমে উঠে দুর্ভোগ। প্রশ্ন উঠেছে প্রশাসনের ভূমিকা ও কাজকর্ম নিয়ে। এক বছর ধরে একজন সাধারন পাম্প অপারেটর কাজ করার পরও তাঁর নায্য মজুরি পাচ্ছেন না। এটাই কি তাহলে ডাবল ইঞ্জিনের সুফল? প্রশ্ন জনমনে।

Dainik Digital

Dainik Digital

Leave a Reply

Your email address will not be published.