জলে করোনা ভাইরাসের হদিশ।!!
অনলাইন প্রতিনিধি :-এবার জলেও মিলল করোনা ভাইরাস। মহারাষ্ট্রের নাগপুরে নোংরা জলের মধ্যে করোনা ভাইরাসের হদিশ মিলেছে। সম্প্রতি সেন্ট্রাল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস, অ্যাডভান্স রিসার্চ সেন্টার (CIIMS-ARC)-এর তরফে খবরটি নিশ্চিত করা হয়েছে। যা স্বাভাবিকভাবেই উদ্বেগ বাড়িয়েছে। সম্প্রতি কেরলের পর মহারাষ্ট্রেও করোনার বাড়বাড়ন্ত শুরু হয়েছে। পরিস্থিতি সামাল দিতে করোনা পরীক্ষার পাশাপাশি নজরদারি বাড়ানো হয়েছে এবং পরিচ্ছন্নতায় জোর দেওয়া হয়েছে। CIIMS-ARC গত এক বছর ধরে করোনা ভাইরাসের বিভিন্ন প্রজাতির উপর পরীক্ষা-নিরীক্ষা চালিয়ে যাচ্ছে।
এর মধ্যেই সম্প্রতি নর্দমার জলে হদিশ মিলল করোনা ভাইরাসের। এপ্রসঙ্গে CIIMS-ARC-এর ডিরেক্টর ডা. রজপল সিং কাশ্যপ জানান, নর্দমার জলে করোনা ভাইরাসের উপস্থিতিতে এটা মনে করা হচ্ছে যে, অনেকেই করোনায় আক্রান্ত হচ্ছেন এবং ধরা পড়ার আগেই সুস্থ হয়ে উঠছেন। তিনি আরও বলেন, নর্দমার জলে যে করোনা ভাইরাস পাওয়া গিয়েছে সেটি কোন প্রজাতির তা এখনও চিহ্নিত করা সম্ভব হয়নি। তবে এই ঘটনা উদ্বেগ বাড়িয়েছে। অনেকেই যে নিজের অজান্তে করোনায় আক্রান্ত হচ্ছেন এবং সুস্থ হয়ে যাচ্ছেন, সেটা নর্দমার জলে বর্জ্যে করোনা ভাইরাসের উপস্থিতিতেই স্পষ্ট বলে জানান ডা. কাশ্যপ।