জল্পনার নয়া মাত্রা কংগ্রেসে!
কংগ্রেস সভাপতি নির্বাচন নিয়ে রীতিমতো ধারাবাহিক এক নাটকীয় রাজনৈতিক সাসপেন্স শুরু হয়েছে । সোমবার হঠাৎ শশী থারুর সোনিয়া গান্ধীর সঙ্গে দেখা করতে চলে গেলেন । আর মঙ্গলবার রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট প্রায় মধ্যরাতে ডাকলেন কংগ্রেসের বিধায়কদের বৈঠক । কেন আচমকা এই বৈঠক ? যা নিয়ে অশোক গেহলট ও বিধায়কদের মুখে কুলুপ । বস্তুত কংগ্রেসের সভাপতি নির্বাচন প্রক্রিয়া নিয়ে যখন চলছে জোরদার টানাপোড়েন এবং নানাবিধ জল্পনা , ঠিক তখন রাজস্থানে আবার আড়ালে চলছে পাওয়ার গেম । অর্থাৎ ক্ষমতার লড়াই । রাজস্থানের কংগ্রেসের অন্দরে আদি অকৃত্রিম যে গোষ্ঠীবিরোধ হয়ে আসছে , এবার সেটাই আরও বৃহৎ আকার নিয়েছে । কারণ অশোক গেহলটকে দলের সর্বভারতীয় সভাপতি করার জন্য গান্ধী পরিবার বারংবার চেষ্টা করে চলেছে । তারা সরাসরি গেহলটকে বলেছে আপনিই সভাপতি পদের যোগ্য ব্যক্তি । কিন্তু গেহলট রাজস্থান ছাড়তে নারাজ । এদিকে গান্ধী পরিবারের পরোক্ষ নির্দেশ না মানা হলে , তারা ক্ষিপ্ত হয়ে আগামীদিনে কোনও চরম সিদ্ধান্ত নিতেই পারেন । এই আশঙ্কাও রয়েছে গেহলটের । তাই তিনি বুধবার আসছেন দিল্লী, সোনিয়া গান্ধীর সঙ্গে কথা বলতে । কিন্তু তার আগে বিধায়কদের বৈঠক ডেকে কৌশলে নিজের পক্ষে মুখ্যমন্ত্রিত্বের চেয়ারটি অক্ষত রাখতে মরিয়া চেষ্টা করছেন। অশোক গেহলটের একটাই লক্ষ্য । কিছুতেই যেন রাজস্থান শচীন পাইলটের হাতে চলে না যায় । তরুণ শচীন পাইলট বনাম প্রবীণ অশোক গেহলটের মধ্যে ক্ষমতা ও সাংগঠনিক লড়াই দীর্ঘদিন ধরে চলছে । উপমুখ্যমন্ত্রী পদ দেওয়ার পরও এই ঝগড়া থামেনি । অশোক গেহলটের টার্গেট হলো , যদি তাকেই দলের হাইকমাণ্ডের চাপে পড়ে সর্বভারতীয় সভাপতি হতে হয় , তাহলে মুখ্যমন্ত্রী পদে নিজের কোনও অনুগামী অথবা ঘনিষ্ঠ নেতাকে যেন বসাতে পারেন । সেই আবেদন নিয়েই আসবেন দিল্লী । যদিও গান্ধী পরিবারের ইচ্ছা অবশ্যই অশোক গেহলটকে রাজস্থান থেকে সরিয়ে নিয়ে এসে জয়পুরের রাজপাট শচীন পাইলটের হাতেই তুলে দেওয়া । আগামী বছর রাজস্থানে বিধানসভা ভোট । এই অবস্থায় আগামী বছরের আগে এরকম দলীয় কোন্দল প্রকাশ্যে আসা কাম্য নয় বলে মনে করছেন সোনিয়া ও রাহুল গান্ধীরা । পাশাপাশি রাজস্থানে আগামী নির্বাচনে কংগ্রেস যথেষ্ট ব্যাকফুটে । আরও একটি রাজ্য যাতে হাতছাড়া না হয় সেটি নিশ্চিত করার জন্যই আগে থেকেই আগামীদিনের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে শচীন পাইলটকেই প্রজেক্ট করতে চাইছে গান্ধী পরিবার । শচীন পাইলট যখন রাহুল গান্ধীর ভারত জুড়ো যাত্রায় যোগ দিতে গিয়েছেন , তখনই এভাবে রাজস্থানে অশোক গেহলটের অতি সক্রিয়তা নিয়ে প্রবল চাঞ্চল্য সৃষ্টি হয়েছে । সুতরাং দলের সভাপতি নির্বাচন তো আছেই । রাজস্থানে দলের পরিস্থিতি সামাল দেওয়াও গান্ধী পরিবারের কাছে বড়সড় চ্যালেঞ্জ ।