Categories: দেশ

জল্পনার নয়া মাত্রা কংগ্রেসে!

এই খবর শেয়ার করুন (Share this news)

কংগ্রেস সভাপতি নির্বাচন নিয়ে রীতিমতো ধারাবাহিক এক নাটকীয় রাজনৈতিক সাসপেন্স শুরু হয়েছে । সোমবার হঠাৎ শশী থারুর সোনিয়া গান্ধীর সঙ্গে দেখা করতে চলে গেলেন । আর মঙ্গলবার রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট প্রায় মধ্যরাতে ডাকলেন কংগ্রেসের বিধায়কদের বৈঠক । কেন আচমকা এই বৈঠক ? যা নিয়ে অশোক গেহলট ও বিধায়কদের মুখে কুলুপ । বস্তুত কংগ্রেসের সভাপতি নির্বাচন প্রক্রিয়া নিয়ে যখন চলছে জোরদার টানাপোড়েন এবং নানাবিধ জল্পনা , ঠিক তখন রাজস্থানে আবার আড়ালে চলছে পাওয়ার গেম । অর্থাৎ ক্ষমতার লড়াই । রাজস্থানের কংগ্রেসের অন্দরে আদি অকৃত্রিম যে গোষ্ঠীবিরোধ হয়ে আসছে , এবার সেটাই আরও বৃহৎ আকার নিয়েছে । কারণ অশোক গেহলটকে দলের সর্বভারতীয় সভাপতি করার জন্য গান্ধী পরিবার বারংবার চেষ্টা করে চলেছে । তারা সরাসরি গেহলটকে বলেছে আপনিই সভাপতি পদের যোগ্য ব্যক্তি । কিন্তু গেহলট রাজস্থান ছাড়তে নারাজ । এদিকে গান্ধী পরিবারের পরোক্ষ নির্দেশ না মানা হলে , তারা ক্ষিপ্ত হয়ে আগামীদিনে কোনও চরম সিদ্ধান্ত নিতেই পারেন । এই আশঙ্কাও রয়েছে গেহলটের । তাই তিনি বুধবার আসছেন দিল্লী, সোনিয়া গান্ধীর সঙ্গে কথা বলতে । কিন্তু তার আগে বিধায়কদের বৈঠক ডেকে কৌশলে নিজের পক্ষে মুখ্যমন্ত্রিত্বের চেয়ারটি অক্ষত রাখতে মরিয়া চেষ্টা করছেন। অশোক গেহলটের একটাই লক্ষ্য । কিছুতেই যেন রাজস্থান শচীন পাইলটের হাতে চলে না যায় । তরুণ শচীন পাইলট বনাম প্রবীণ অশোক গেহলটের মধ্যে ক্ষমতা ও সাংগঠনিক লড়াই দীর্ঘদিন ধরে চলছে । উপমুখ্যমন্ত্রী পদ দেওয়ার পরও এই ঝগড়া থামেনি । অশোক গেহলটের টার্গেট হলো , যদি তাকেই দলের হাইকমাণ্ডের চাপে পড়ে সর্বভারতীয় সভাপতি হতে হয় , তাহলে মুখ্যমন্ত্রী পদে নিজের কোনও অনুগামী অথবা ঘনিষ্ঠ নেতাকে যেন বসাতে পারেন । সেই আবেদন নিয়েই আসবেন দিল্লী । যদিও গান্ধী পরিবারের ইচ্ছা অবশ্যই অশোক গেহলটকে রাজস্থান থেকে সরিয়ে নিয়ে এসে জয়পুরের রাজপাট শচীন পাইলটের হাতেই তুলে দেওয়া । আগামী বছর রাজস্থানে বিধানসভা ভোট । এই অবস্থায় আগামী বছরের আগে এরকম দলীয় কোন্দল প্রকাশ্যে আসা কাম্য নয় বলে মনে করছেন সোনিয়া ও রাহুল গান্ধীরা । পাশাপাশি রাজস্থানে আগামী নির্বাচনে কংগ্রেস যথেষ্ট ব্যাকফুটে । আরও একটি রাজ্য যাতে হাতছাড়া না হয় সেটি নিশ্চিত করার জন্যই আগে থেকেই আগামীদিনের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে শচীন পাইলটকেই প্রজেক্ট করতে চাইছে গান্ধী পরিবার । শচীন পাইলট যখন রাহুল গান্ধীর ভারত জুড়ো যাত্রায় যোগ দিতে গিয়েছেন , তখনই এভাবে রাজস্থানে অশোক গেহলটের অতি সক্রিয়তা নিয়ে প্রবল চাঞ্চল্য সৃষ্টি হয়েছে । সুতরাং দলের সভাপতি নির্বাচন তো আছেই । রাজস্থানে দলের পরিস্থিতি সামাল দেওয়াও গান্ধী পরিবারের কাছে বড়সড় চ্যালেঞ্জ ।

Dainik Digital

Share
Published by
Dainik Digital

Recent Posts

গয়নার ল্যাবে তৈরি হলো বিশ্বের প্রথম কৃত্রিম রুবি!!

অনলাইন প্রতিনিধি :-বাংলায় চুনি, ইংরেজিতে রুবি।চুনির রং কতটা টকটকে লাল, তার উপর এই মানিকের দাম…

14 hours ago

মুখ্যমন্ত্রীর মুখ বাঁচাতে পুলিশ প্রশাসনের নির্লজ্জ দ্বিচারিতা!!

অনলাইন প্রতিনিধি :-চাঁদারজুলুম নিয়ে ব্যবস্থা গ্রহণের ক্ষেত্রে তথাকথিত সুশাসনের রাজ্যে প্রশাসনের নির্লজ্জ দ্বিচারিতা প্রকাশ্যে এলো।…

15 hours ago

কাজের বাজারে মন্দা!!

কেন্দ্রে ১০০ দিন পূর্ণ করল তৃতীয় মোদি সরকার।যদিও বর্তমান ক্ষমতাসীন কেন্দ্রীয় সরকারকে মোদি সরকার আখ্যা…

15 hours ago

নিগো – অন্ধ প্রশাসন!!

নিগো বাণিজ্যের রমরমা চালানোর জন্যই কি ১৮ সালে রাজ্যের মানুষ বর্তমান সরকারকে ক্ষমতায় বসিয়েছিলো?রাজ্যের আকাশ…

2 days ago

বিমানযাত্রীর মর্মান্তিক মৃত্যু নিয়ে পুলিশের তদন্ত শুরু!!

অনলাইন প্রতিনিধি :-এয়ারইন্ডিয়া এক্সপ্রেসের কর্মীর চরম গাফিলতি ও উদাসীনতার কারণে রীতা বণিক (৫৯) বিমান যাত্রীর…

2 days ago

হরিয়ানাঃ পাল্লা কার পক্ষে?

হরিয়ানা কি বিজেপির হাত থেকে ফসকে যাচ্ছে?শাসক বিজেপির হাবভাব দেখে তেমনটাই অনুমান করছে রাজনৈতিক মহল।প্রধানমন্ত্রী…

3 days ago