Categories: দেশ

জল্পনা ও রহস্য বাড়ালেন রাহুল

এই খবর শেয়ার করুন (Share this news)

আপনি কি সভাপতি হবেন ? যথাসময়ে জানতে পারবেন আপনারা । আপনি কি সভাপতি হবেন না ? – আমি যে সিদ্ধান্তই নেব , সেটির কারণ আমার নিজস্ব যুক্তিসহ জানিয়ে দেব । আপনার কোনও সংশয় আছে সভাপতি পদ নিয়ে ? আমার নিজের কাছে কোনও – সংশয় নেই । ভারত জুড়ো যাত্রার মধ্যেই রাহুল গান্ধী কংগ্রেস সভাপতির পদ নিয়ে জল্পনা উস্কে দিলেন শুধু নয় , রীতিমতো রহস্য সৃষ্টি করলেন । ভারত জুড়ো যাত্রা শুরু হওয়ার পর এই প্রথম সরাসরি সাংবাদিক সম্মেলন করলেন রাহুল গান্ধী । সেখানেই তাকে প্রশ্ন করা হয় দলের সভাপতি নির্বাচন নিয়ে । রাহুল বলেন , যখন সভাপতি নির্বাচন প্রক্রিয়া শুরু হবে , তখন আমি আমার সিদ্ধান্ত জানিয়ে দেব ।

আর আমি সভাপতি পদ যদি গ্রহণ করতে রাজি হই , তাহলেও জানাবো কেন ওই সিদ্ধান্ত নিলাম । আবার একই সঙ্গে যদি সভাপতি পদ গ্রহণে আমি অনিচ্ছুক থাকি , সেক্ষেত্রেও স্পষ্ট করে দেব যে , কেন ওই পদে আমি যেতে চাই না । সাংবাদিক সম্মেলনে রাহুল বলেন , আমার নিজের মনে যেহেতু নিজের অবস্থান নিয়ে কোনও সংশয় নেই , তাই আমার আত্মপক্ষ সমর্থনের যুক্তি দিতেও কোনও সমস্যা বা সংশয় হবে না । তবে এটা সেই সময় নয় । এখন বিজেপির আগ্রাসী সাম্প্রদায়িক ভেদাভেদের রাজনীতির বিরুদ্ধে একটি সর্বধর্মসমন্বয়ের ভারতকে , মুক্তি চিন্তার ভারতকে এবং ঐক্যবদ্ধ ভারতকে শক্তিশালী করার জন্য আমাদের সকলকে ঝাঁপিয়ে পড়তে হবে । কংগ্রেসের লক্ষ্য সেটাই । প্রথম দু’দিনেই আমাদের ভারত জুড়ো যাত্রার সাফল্য চমকপ্রদ ।

কংগ্রেসের কর্মী সমর্থক নয়— এ রকম হাজার হাজার মানুষও শামিল হচ্ছেন এই কর্মসূচিতে । কারণ একটাই— ভারতবাসী মুক্তি চাইছেন বিজেপির ঘৃণার রাজনীতি থেকে । রাহুল সরাসরি কেন বলছেন না যে , তিনি সভাপতি পদ গ্রহণ করবেন কিনা ? এই প্রশ্নই প্রবলভাবে চর্চার কেন্দ্র হয়েছে আবার । রাহুল গান্ধী সভাপতি হতে রাজি নন অথবা তিনি চাইছেন গান্ধী পরিবারের বাইরের কোনও নেতা সভাপতি পদে বসুন – এই মনোভাবগুলি এআইসিসির নেতাদের মুখে শোনা গিয়েছে । কিন্তু রাহুল নিজে কখনও প্রকাশ্যে বলেননি । পাশাপাশি এভাবে সভাপতি নিয়ে ধোঁয়াশাপূর্ণ উত্তর দিয়ে তিনি যেন আরও রহস্য জিইয়ে রাখলেন । যদিও কংগ্রেস কর্মী ও নেতৃত্বের একাংশ উল্লসিত । তাদের ধারণা , রাহুল শেষ পর্যন্ত রাজি হবেন সভাপতি পদ নিতে । কিন্তু অন্য একটি অংশের আশঙ্কা , রাহুল শেষ পর্যন্ত হয়তো রাজি হবেন না ।

এদিকে , রাহুল এদিন বিরোধী ঐক্যের প্রয়োজনীয়তার কথা ঘোষণা করেছেন । নীতীশ কুমার সম্প্রতি দিল্লীতে এসে রাহুল গান্ধী সহ বিভিন্ন দলের নেতার সঙ্গে দেখা করেন । ডাক দেন মহাজোটের । মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার একইভাবে সকল বিজেপি বিরোধী নেতাদের নাম নিয়েই জোটগঠনের কথা বলেন । আজ সেই সুরে রাহুলও বলেন , মহাজোট গঠন করাই আপাতত আমাদের প্রধান লক্ষ্য হওয়া উচিত । বিজেপিকে ক্ষমতাচ্যুত করার জন্য এই সর্বদলীয় জোট হবেই ।

Dainik Digital

Recent Posts

দ্বিতীয়দিন ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হলো হাজারো দর্শক-শ্রোতা!!

অনলাইন প্রতিনিধি:-প্রথমদিনের মতোই উড়ান আয়োজিত ত্রিপুরা লিটারেচার ফেস্টিভ্যালের দ্বিতীয়দিনও ছিল শ্রোতা ও দর্শকে পরিপূর্ণ। সাহিত্য,…

10 hours ago

মার্কিন হাসপাতালে এলোপাথারি গোলাগুলি!!

অনলাইন প্রতিনিধি :-শনিবার আমেরিকার পেনসিলভ্যানিয়া প্রদেশের ইয়র্ক কাউন্টির ‘ইউপিএমসি মেমোরিয়াল হাসপাতাল’ নামে ওই হাসপাতালে ঢুকে…

11 hours ago

আগরতলা-গুয়াহাটি বন্দে ভারত শীঘ্রই।।

অনলাইন প্রতিনিধি :-আগরতলা-গুয়াহাটি-আগরতলার মধ্যে বন্দে ভারত এক্সপ্রেস চলাচল এখন শুধুই সময়ের অপেক্ষা। এই মন্তব্য করেন…

11 hours ago

তেলেঙ্গানার সুড়ঙ্গে আটক ৮ শ্রমিক,বিচ্ছিন্ন যোগাযোগ!!

অনলাইন প্রতিনিধি :-২৪ ঘণ্টা ধরে তেলঙ্গানার শ্রীসৈলাম সুড়ঙ্গে আটকা পড়েছেন আট শ্রমিক। কাদাজলে ভরে গিয়েছে…

11 hours ago

ভোট বিদেশি হস্তক্ষেপ।।

মার্কিন প্রেসিডেন্ট গণতান্ত্রিক রায়ের দুই লাইনের এক মন্তব্যে, শুরু হয়েছে।পরিস্থিতি এমন জায়গায় গিয়ে পৌঁছেছে যে,…

11 hours ago

কেন্দ্রীয় কারাগারে কোটি টাকার টেন্ডার ঘোটালার অভিযোগ!!

অনলাইন প্রতিনিধি :-বিগত বামফ্রন্ট সরকারের আমল থেকেই কেন্দ্রীয় সংশোধনাগার দুর্নীতির আখড়া হিসাবে পরিচিতি লাভ করেছে।দুর্নীতির…

11 hours ago