জল আনতে গিয়ে মর্মান্তিক মৃত্যু!!
দৈনিক সংবাদ অনলাইন প্রতিনিধি।। জল আনতে গিয়ে রেলে কাটা পড়ে অকালে মর্মান্তিক মৃত্যু হল দুই অবুঝ কন্যা সন্তানের জননীর।
ঘটনা বুধবার চরিলামের কড়ইমুড়া এলাকায়। আগরতলা-সাবরুমগামী রেলের নিচে চাপা পড়ে দিপু নম: নামে ২৬ বছর বয়সী এক মহিলার মৃত্যু হয়। মহিলার বাপের বাড়ি এলাকায় এই ঘটনা।
ঘটনার জেরে মৃত মহিলার পিতা-মাতা সহ আত্মীয় পরিজন কান্নায় ভেঙে পড়ে। গোটা এলাকা জুড়ে শোকের ছায়া নেমে আসে।