জল ও খাদ্য ছাড়া বেঁচে ছিলেন ৭৬ বছর

এই খবর শেয়ার করুন (Share this news)

পরনে লাল শাড়ি । পিঠ পর্যন্ত সাদা চুল । কপালে লাল টিপ । সিঁথিজুড়ে টকটকে লাল সিঁদুর । নাকে সোনার নথ । গলায় সোনার গয়না । কানে দুল । না , তিনি মহিলা নন । পুরুষ । দীর্ঘ ৭৬ বছর ধরে এই পরিধানেই ভক্তরা তাকে দেখেছেন । তার থেকেও আশ্চর্যের বিষয় , গত ৭৬ বছর তিনি দাঁতে কিছু কাটেননি । তিনি নাকি স্রেফ হাওয়া খেয়ে কাটিয়ে দিয়েছিলেন জীবনের শেষ সাড়ে সাত দশক । মা অম্বার সাধক ছিলেন ।

আদ্যন্ত এক প্রহেলিকাময় জীবন ছিল তার , যে রহস্য এখনও কেউ উন্মোচন করতে পারেননি । এমন বেশভূষার জন্যই ভক্তরা তাকে ‘ মাতাজি ’ বলে সম্মোধন করতেন । ঘনিষ্ঠ মহলে তিনি পরিচিত ছিলেন ‘ চুনরিওয়ালা মাতাজি ’ নামে । দেশজুড়ে করোনার লকডাউনের সময় গুজরাটের গান্ধীনগরে চারাদা গ্রামে ৯০ বছর বয়সে শেষ ‘ দেহ রাখেন ‘ মাতাজি ।। তার আসল নাম ছিল যোগী প্রহ্লাদ জানি । প্রকৃত সাধকের জীবন যেমন হয় , তেমনই জীবনযাপন ছিল তার । ভক্তবৃন্দ দাবি করেন , শেষ ৭৬ বছর মাতাজি স্রেফ হাওয়া খেয়ে বেঁচে ছিলেন । খাবার তো দূরের কথা , জলও স্পর্শ করতেন না তিনি ।

চিকিৎসা বিজ্ঞান বলে , কোনও মানুষ জল না খেয়ে দশ পনেরো দিনের বেশি বাঁচতে পারেন না । কিন্তু এই সন্ন্যাসী কী করে বেঁচে ছিলেন , চিকিৎসকদের কাছে আজও তার কোনও ব্যাখ্যা নেই । আমেরিকা , জার্মানি , অস্ট্রিয়ার একাধিক গবেষক মাতাজির বেঁচে থাকার রহস্য নিয়ে গবেষণা করেছিলেন । বিভিন্ন রিপোর্টে তারা জানিয়েছিলেন , লেনামোরোলিন এবং লেফটিন হরমোনের উপস্থিতির ফলে মানুষের খিদে পায় । মাতাজির শরীরে এই দুই হরমোনের কার্যত অস্তিত্ব ছিল না । ফলে তার খিদে পেত না ।

ভক্তরা বলেন , মাতাজির জিভের মাঝে অদ্ভুত এক ছিদ্র ছিল । আর মাতাজি বলতেন , ওই ছিদ্র দিয়েই স্বয়ং মা অম্বা তাকে খাবার দেন । তাই আলাদা করে তার আর কিছু খাওয়ার দরকার পড়ে না । আমদাবাদ ২০০ কিলোমিটার দূরে বানসকাঁঠা জেলার অম্বাজিতে আশ্রম ছিল তার । সেখানে চুনরিওয়ালা মাতাজি নামেই পরিচিত ছিলেন প্রহ্লাদ জানি ।

তার জন্ম হয়েছিল চারদা গ্রামে । সাত বছর বয়সে বাবা মাকে ছেড়ে জঙ্গলে চলে যান তিনি । শুরুতে আম্বাজি মন্দিরের কাছে ছোট একটি গুহায় থাকতেন । পরে সেই গুহাই হয়ে ওঠে তার আশ্রম । সেখানেই যোগী হিসাবে যথেষ্ট খ্যাতি পান । দেবী অম্বার ভক্ত হওয়ায় তিনি লাল শাড়ি পরে থাকতেন । পুরুষ হলেও মহিলাদের মতোই বেশভূষা ছিল তার । কপালে লাল টিপ পরতেন আর সিঁথিতে পরতেন সিঁদুর । গলায় থাকত লাল চুরনি বা ওড়না । ভারতের বাইরেও মাতাজির বহু ভক্ত রয়েছেন ।

ভক্তরা বলেন , ১৪ বছর বয়স পর্যন্ত আর পাঁচটা ছেলের মতোই খাবার খেতেন তিনি । ১৯৪০ সাল থেকে শেষ দিন পর্যন্ত এক দানা খাবার কিংবা এক বিন্দু জলও তিনি মুখে দেননি বলে দাবি করা হয় । ভক্তদের এমন বিশ্বাসেরও কারণ আছে ।২০০৩ সালে ১১ জন বিশেষজ্ঞ নিয়ে বোর্ড গঠন করে ধারাবাহিক ভাবে মাতাজির শরীরে পরীক্ষা – নিরীক্ষা চালানো হয় । কিন্তু সেই বোর্ড মাতাজির না খেয়ে বেঁচে থাকার রহস্য ভেদ করতে পারেনি । এপিজে আবদুল কালাম রাষ্ট্রপতি থাকার সময়ে দেশের প্রতিরক্ষা গবেষণা সংস্থা ডিআরডিও এবং কেন্দ্রীয় সরকার নিয়োজিত বিজ্ঞানীরা ২০১০ সালে টানা ১৫ দিন ধরে যোগী প্রহ্লাদের উপরে নজরদারি চালিয়েছিলেন ।

ওই সময় এমআরআই থেকে আলট্রাসোনোগ্রাফি , এক্স- ইত্যাদি কিছুই বাকি রাখা হয়নি । এমনকী সূর্যের আলোয় টানা বসিয়ে রেখে পরীক্ষা করা হয় মাতাজির শারীরবৃত্তীয় পরিবর্তন । রক্তে লেপটিনের পরিমাণও মাপা হয় । কারণ মাস্টার হরমোন লেপটিনই নিয়ন্ত্রণ করে দেহের ওজন । সেবারেও মাতাজির শরীরের রহস্য উন্মোচন করতে ব্যর্থ হয় চিকিৎসা বিজ্ঞান ।। ভক্তরা বলেন , মাতাজি কোনও কিছু না খেলেও নিয়মিত যোগাসন করতেন । ১৮ বছর বয়স থেকে মৃত্যুর দু’দিন আগে পর্যন্ত কোনও দিন তার যোগ্যাভ্যাসে ছেদ পড়েনি । ভক্তবৃন্দ বলেন , মাতাজি করতেন যোগাসন এবং বায়ু – সাধনা । যার জেরে এত বছর ধরে কোনও কিছু দাঁতে না কেটে , জলস্পর্শ না করেও সুস্থ , স্বাভাবিক জীবন কাটিয়ে গেছেন । বিগত সাড়ে সাত দশক ধরে তিনি ছিলেন এক জীবন্ত প্রহেলিকা ।

Dainik Digital

Recent Posts

বিভৎস ট্রেন দুর্ঘটনা, ছিটকে গেল চলন্ত তিনটি মালগাড়ির কামরা!!

অনলাইন প্রতিনিধি :-ফের লাইনচ্যুত ট্রেন। ছিটকে গেছে তিনটি কামড়া। ঘটনাটি ঘটেছে ওড়িশার তিতলাগড় স্টেশনের কাছে।…

13 hours ago

চিনে আবার নতুন করে কোভিড নাইটিন!!

অনলাইন প্রতিনিধি :-প্রথম সংক্রমণের ৫ বছরের রেষ কাটতে না কাটতেই নতুন করে চিনে খোঁজ মিলেছে…

17 hours ago

দিল্লিতে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত রিয়াজ হামিদুল্লাহ!!

অনলাইন প্রতিনিধি :-গত ৫ আগস্ট হাসিনা জামানার পতনের পর বাংলাদেশ-ভারতের সম্পর্কে ফাটল দেখা দেয়। তবে…

17 hours ago

মরিশাসের জাতীয় দিবসে প্রধান অতিথির মুখ নরেন্দ্র মোদী!!

শুক্রবার মরিশাসের সংসদে প্রধানমন্ত্রী ঘোষণা করেন আসন্ন ন্যাশনাল ডে বা জাতীয় দিবসের উদযাপনে প্রধান অতিথি…

20 hours ago

ধন্যবাদার্হ!!

কোনও চাওয়া যখন পথের থেকে বেশি সংখ্যায় পথবন্ধক তৈরি করে, তাকে পরিত্যাগ করাই বিধেয়। কারণ…

20 hours ago

নয়া জঙ্গি তৎপরতার উপর নজর রাখছে পুলিশ :ডিজিপি!!

অনলাইন প্রতিনিধি:- নারী নির্যাতন কিংবা মহিলা সংক্রান্ত অপরাধের সংখ্যা রাজ্যে উল্লেখযোগ্য হারে হ্রাস পেয়েছে। পাশাপাশি…

22 hours ago