জাগৃতির আন্ত কলেজ কুই্যজ প্রতিযোগিতা!!

এই খবর শেয়ার করুন (Share this news)

অনলাইন প্রতিনিধি :-জাগৃতি ২০২৫ ইন্টার কলেজ কুই্যজ কম্পিটিশন সড়ক নিরাপত্তা, ভোক্তা সুরক্ষা ও নেশা মুক্ত সমাজ গড়ের তোলার লক্ষ্যে সোমবার রাজ্য সরকারের খাদ্য, জনসংভরণ ও ক্রেতা স্বার্থ বিষয়ক এবং পরিবহন দপ্তরের যৌথ উদ্যোগে এবং উচ্চ শিক্ষা দপ্তরের সহায়তায় আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে অনুষ্ঠিত হয়। উদ্ভোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। তাছাড়া উপস্থিত ছিলেন রাজ্যের বরিষ্ট মন্ত্রী শ্রী রতন লাল নাথ, শ্রী অনিমেষ দেববর্মা, শ্রী বৃষকেতু দেববর্মা, মেয়র তথা বিধায়ক শ্রী দীপক মজুমদার এদিনের অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন এই ইভেন্টের মূল লক্ষ্য হল ভোক্তা সুরক্ষা, রাস্তার নিরাপত্তা এবং মাদকের অপব্যবহার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা। সেদিন জাগৃতি ২০২৫ ইন্টার কলেজ কুই্যজ প্রতিযোগিতার অনুষ্ঠানে অংশগ্রহণ করে মন্ত্রী রতনলালনাথের বক্তব্যে উঠে এল বিজেপির সরকারের উন্নয়নের কাজের পাশাপাশি তিনি উপস্থিত কলেজের ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বললেন আগে নিজের লক্ষ্য স্থির করতে হবে।
কেউ যদি অকালে মরতে চায় তবে তাকে কেউ বাচাতে পারবেনা আবার কেউ যদি সুস্বাস্থ্য নিয়ে বাচতে চায় তবে তাকে অকালে কেউ মারতেও পারবেনা। আগে লক্ষ্য স্থির করতে হবে। তুমি কংশ হবে নাকি কৃষ্ণ সেই সিদ্ধান্ত স্থির করতে হবে। তুমি “গড” হবে না “ডগ” হবে সেটাও স্থির করতে হবে। স্বামীজি বলে গেছেন “অল পাওয়ার ইজ উইথইন ইউ “
ইউ ক্যান ডু অ্যানিথিং এভরিথিং “। আজকের শ্রেনীকক্ষের ছাত্রছাত্রী আগামী ভবিষ্যতে দেশের নেতৃত্ব দেবে। মনে রাখতে হবে দেশের ভাগ্য শ্রেনীকক্ষে তৈরি হয়। শ্রেনীকক্ষের ছাত্রছাত্রী ভবিষ্যৎ প্রজন্ম ঠিক করবে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা এবং এক ভারত শ্রেষ্ঠ ভারত হবে কিনা। বর্তমানে কারো আর এখন খুদায় মৃত্যু হয়না।দারিদ্র্য দূরীকরণে ত্রিপুরা ৮২ নম্বর পেয়েছে ১০০ এর মধ্যে। সর্বোচ্চ স্থান দখল করেছে তামিলনাড়ু। সকলের জন্য সুস্বাস্থ্যতে ত্রিপুরা ১০০ তে ৮৫ পেয়েছে।সর্বোচ্চ স্থান দখল করেছে গুজরাট। বাড়ী বাড়ী পরিশ্রুত পানীয় জল ৬ বছরে রাজ্যসরকার ৮৪শতাংশ বাড়িতে পৌঁছে দিয়েছে।স্বাস্থ্য সংরক্ষণ ব্যবস্থা ৬১ শতাংশ থেকে ৭৪শতাংশ দাড়িয়েছে। পরিবেশ বান্ধব জ্বালানি ৩৯ শতাংশ ছিল তা বেড়ে দাঁড়িয়েছে ৭০ শতাংশে। তাছাড়াও সুস্থ ত্রিপুরা গড়ে তুলতে বিশ্বস্বাস্থ্য সংস্থার কিছু সূচক রয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা সংজ্ঞা অনুযায়ী মানসি, শারিরীক,আর্থিক এবং সামাজিক ভাবে যে সুস্থ সেই প্রকৃত সুস্থ।

Dainik Digital

Recent Posts

১০০ ও ২০০ টাকার নোট নিয়ে নয়া নির্দেশ রিজার্ভ ব্যাঙ্কের!!

অনলাইন প্রতিনিধি :-১০০ এবং ২০০ টাকার নোটের বিষয়ে রিজার্ভ ব্যাঙ্কের বড়সড় সিদ্ধান্ত।সোমবার জারি করা এক…

1 hour ago

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে আগুন!!

অনলাইন প্রতিনিধি :-আচমকাই আগুন লাগে আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে । সোমবার সন্ধ্যায় আগুন…

8 hours ago

সিন্ধু তীরের জলযুদ্ধ!!

পহেলগাঁওয়ে সন্ত্রাসী হানার একদিন পরে বৃহস্পতিবার ভারতের জলসম্পদ মন্ত্রণালয়ের সচিব দেবশ্রী মুখার্জি পাকিস্তানের জলসম্পদ মন্ত্রণালয়ের…

1 day ago

বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অপরাধে নিষিদ্ধ করা হল ১৬ টি ইউটিউব চ্যানেল!!

অনলাইন প্রতিনিধি :-পহেলগাঁও হামলার পর থেকে কেন্দ্রীয় সরকার অ্যাকশন মোড অন করেছে । সোমবার কেন্দ্রীয়…

1 day ago

পুনরুজ্জীবনের স্বপ্ন অপূর্ণই জুটমিল এখন ভূতুড়ে বাড়ি!!

অনলাইন প্রতিনিধি :-রাজ্যবাসীর যে স্বপ্ন নিয়ে আশির দশকে গড়ে উঠেছিল রাজ্যের বৃহৎ -মাঝারি শিল্প প্রতিষ্ঠান…

1 day ago

কাঞ্চনপুরে ভুট্টার রেকর্ড উৎপাদন, বাজারে বিক্রি নেই হতাশায় কৃষক!!

অনলাইন প্রতিনিধি :-খরিফ মৌসুমে কাঞ্চনপুর মহকুমার বিভিন্ন কৃষি অঞ্চল জুড়ে ভুট্টা উৎপাদন অতীতের সব রেকর্ড…

1 day ago