জাতি-জনজাতিদের সার্বিক উন্নয়নে কাজ করছে রাজ্য সরকারঃ সুশান্ত

এই খবর শেয়ার করুন (Share this news)

রবিবার মজলিশপুর কেন্দ্রের বিধায়ক তথা তথ্য ও সংস্কৃতি দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী নিজ বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ৪০ নং বুথে এলাকার মানুষের সাথে বসে প্রধানমন্ত্রী ‘ মন কী বাত ’ অনুষ্ঠানে অংশ নেন । অনুষ্ঠান শেষে তিনি বলেন , অনুষ্ঠানে উপস্থিত জনগণের নানা সমস্যা সম্পর্কে অবগত হন এবং সেগুলোর সমাধানের আশ্বাস প্রদান করেন । এরপর তিনি চলে যান চারঘরিয়া এডিসি ভিলেজের ৫৩ তম বুথে । সেখানে স্থানীয় জনগণের সাথে এলাকার নানা সমস্যা ও সেগুলোর সমাধানকল্পে এক মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন । চারঘরিয়া এডিসি ভিলেজের অন্তর্গত বিভিন্ন এলাকায় চলমান নানা উন্নয়নমূলক কাজের অগ্রগতি ও সমস্যা সম্পর্কে অবগত হয়ে এলাকার সার্বিক উন্নয়নের জন্য আরও কী কী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা উচিত সেগুলো সম্পর্কে দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য এলাকার স্থানীয় নেতৃত্বদের নির্দেশ প্রদান করেন । প্রধানমন্ত্রী আবাস যোজনা ( গ্রামীণ ) প্রকল্প সহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি নিয়ে সুবিধাভোগী ও এলাকাবাসীর সাথে কথা বলেন । তিনি বলেন , প্রধানমন্ত্রী আবাস যোজনায় আবাস , শৌচালয় , বিদ্যুৎ সংযোগ , গ্যাসের সংযোগ , কোভিড টিকাকরণ ইত্যাদি সবকিছু সম্ভব হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে কেন্দ্রীয় সরকার আছে বলেই । বর্তমান সরকার রাজ্যের সার্বিক বিকাশে সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে কাজ করছে । রাজ্য সরকার জনজাতিদের কল্যাণে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে । এই কর্মসূচিগুলি দ্রুত বাস্তবায়নের জন্য নিরলসভাবে কাজ করছে সরকার । জনজাতি অংশের মানুষের সার্বিক উন্নতি সাধনের জন্য রাজ্য সরকার কাজ করে চলেছে । কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মসূচির সুফল রাজ্যের প্রান্তিক জনগণের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে । রাজ্যের জাতি – জনজাতি অংশের মানুষের কল্যাণে বর্তমান সরকার ধারাবাহিকভাবে কাজ করে আসছে । বিজেপি সরকার জনতার সরকার । প্রধানমন্ত্রী আবাস যোজনায় ২ লক্ষ ২৮ হাজার ঘর নির্মাণের অনুমোদন দেওয়া হয়েছে । জল জীবন মিশন প্রকল্পে বাড়ি বাড়ি বিনামূল্যে জলের সংযোগ দেওয়ার কাজ চলছে । ইতিমধ্যে প্রায় ৫৪ শতাংশ বাড়িতে জলের সংযোগ দেওয়া হয়েছে ।

Dainik Digital

Recent Posts

নি:শব্দে এগোচ্ছে চিন!!

প্রতিবেশী বাংলাদেশে গত ছয়মাস ধরে চলতে থাকা অস্থির রাজনৈতিক পরিস্থিতির সুযোগ নিয়ে একেবারে নিঃশব্দে এগিয়ে…

21 hours ago

নেতা-মন্ত্রীদের বারবার ঘোষণা সত্ত্বেও গ্রুপ ডি নিয়োগ হচ্ছে না!!

অনলাইন প্রতিনিধি:-প্রতিশ্রুতি দিয়ে রক্ষা করছে না সরকার। জেআরবিটির মাধ্যমে গ্রুপ ডি পদে নিয়োগ নিয়ে টালবাহানা…

21 hours ago

স্মার্টসিটি প্রকল্পের কাজে বন্ধ উড়াল সেতু!!

অনলাইন প্রতিনিধি :-রাজ্যেররাজধানী শহর আগরতলার যোগাযোগ ব্যবস্থা গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে দাঁড়িয়েছে উড়াল সেতু। শহরের পশ্চিম…

21 hours ago

বার্ষিক পরীক্ষার সূচি নিয়ে শিক্ষা দপ্তরের রসিকতায় চরম ক্ষোভ!!

অনলাইন প্রতিনিধি :-রাজ্যেরসরকারী স্কুলে পরীক্ষার সূচি প্রকাশ হতেই রাজ্যের কোমলমতি ছাত্রছাত্রীদের উপর জুলুমের অভিযোগ উঠেছে…

21 hours ago

রাজ্যের প্রতীকে স্বীকৃতি কেন্দ্রের!!

অনলাইন প্রতিনিধি :-রাজ্য সরকারের সিদ্ধান্ত অনুযায়ী সুনির্দিষ্ট একটি প্রতীককে ত্রিপুরা সরকারের রাজ্য প্রতীক/লোগো হিসেবে ব্যবহারের…

21 hours ago

চূড়ান্ত সীলমোহর পড়বে ১০টি সাংগঠনিক জেলা সভাপতির নামে!!

অনলাইন প্রতিনিধি :-সবকিছু ঠিক থাকলে আগামীকালই বিজেপির দশটি সাংগঠনিক জেলার সভাপতিদের নামে চূড়ান্ত সীলমোহর পড়বে।…

22 hours ago