জাতি-জনজাতিদের সার্বিক উন্নয়নে কাজ করছে রাজ্য সরকারঃ সুশান্ত

এই খবর শেয়ার করুন (Share this news)

রবিবার মজলিশপুর কেন্দ্রের বিধায়ক তথা তথ্য ও সংস্কৃতি দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী নিজ বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ৪০ নং বুথে এলাকার মানুষের সাথে বসে প্রধানমন্ত্রী ‘ মন কী বাত ’ অনুষ্ঠানে অংশ নেন । অনুষ্ঠান শেষে তিনি বলেন , অনুষ্ঠানে উপস্থিত জনগণের নানা সমস্যা সম্পর্কে অবগত হন এবং সেগুলোর সমাধানের আশ্বাস প্রদান করেন । এরপর তিনি চলে যান চারঘরিয়া এডিসি ভিলেজের ৫৩ তম বুথে । সেখানে স্থানীয় জনগণের সাথে এলাকার নানা সমস্যা ও সেগুলোর সমাধানকল্পে এক মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন । চারঘরিয়া এডিসি ভিলেজের অন্তর্গত বিভিন্ন এলাকায় চলমান নানা উন্নয়নমূলক কাজের অগ্রগতি ও সমস্যা সম্পর্কে অবগত হয়ে এলাকার সার্বিক উন্নয়নের জন্য আরও কী কী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা উচিত সেগুলো সম্পর্কে দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য এলাকার স্থানীয় নেতৃত্বদের নির্দেশ প্রদান করেন । প্রধানমন্ত্রী আবাস যোজনা ( গ্রামীণ ) প্রকল্প সহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি নিয়ে সুবিধাভোগী ও এলাকাবাসীর সাথে কথা বলেন । তিনি বলেন , প্রধানমন্ত্রী আবাস যোজনায় আবাস , শৌচালয় , বিদ্যুৎ সংযোগ , গ্যাসের সংযোগ , কোভিড টিকাকরণ ইত্যাদি সবকিছু সম্ভব হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে কেন্দ্রীয় সরকার আছে বলেই । বর্তমান সরকার রাজ্যের সার্বিক বিকাশে সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে কাজ করছে । রাজ্য সরকার জনজাতিদের কল্যাণে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে । এই কর্মসূচিগুলি দ্রুত বাস্তবায়নের জন্য নিরলসভাবে কাজ করছে সরকার । জনজাতি অংশের মানুষের সার্বিক উন্নতি সাধনের জন্য রাজ্য সরকার কাজ করে চলেছে । কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মসূচির সুফল রাজ্যের প্রান্তিক জনগণের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে । রাজ্যের জাতি – জনজাতি অংশের মানুষের কল্যাণে বর্তমান সরকার ধারাবাহিকভাবে কাজ করে আসছে । বিজেপি সরকার জনতার সরকার । প্রধানমন্ত্রী আবাস যোজনায় ২ লক্ষ ২৮ হাজার ঘর নির্মাণের অনুমোদন দেওয়া হয়েছে । জল জীবন মিশন প্রকল্পে বাড়ি বাড়ি বিনামূল্যে জলের সংযোগ দেওয়ার কাজ চলছে । ইতিমধ্যে প্রায় ৫৪ শতাংশ বাড়িতে জলের সংযোগ দেওয়া হয়েছে ।

Dainik Digital

Recent Posts

আমিত্বের আস্ফালন!!

নবরূপে কি ফিরে আসছে ফ্যাসিবাদ? তা না হলে জনতার ভোটে নির্বাচিত নির্বাচিত হয়ে আসার মাত্র…

56 mins ago

গুণগত শিক্ষায় গুরুত্ব দিচ্ছে সরকার: মুখ্যমন্ত্রী!!

অনলাইন প্রতিনিধি :-গুণগত শিক্ষাপ্রদান করা সম্ভব না হলে শিক্ষার কোনও মূল্যই থাকে না। মঙ্গলবার আমতলি…

2 hours ago

চিটফান্ডের অর্থ ফেরত,সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠলো উচ্চ আদালতে!!

অনলাইন প্রতিনিধি :-চিটফান্ডগুলি দ্বারা প্রতারিত হাজার হাজার গ্রাহকদের কাছ থেকে আত্মসাৎ করা অর্থের সুলুকসন্ধানে সিবিআই…

2 hours ago

কাশ্মীরে ভয়াবহ জঙ্গি হানা!!

অনলাইন প্রতিনিধি :-কাশ্মীরের পহেলগাঁওয়ে পর্যটকদের উপর হামলে পড়ল জঙ্গিরা। কাশ্মীরের বৈসরন উপত্যকায় জঙ্গিরা এলোপাথাড়ি গুলি…

22 hours ago

রাজ্যের স্বার্থ সংশ্লিষ্ট দাবি নিয়ে নীতিন সাক্ষাতে বিপ্লব!!

অনলাইন প্রতিনিধি :- জাতীয় সড়ক এনএইচ-৮ -এর ভগ্নাবস্থায় বিভিন্ন অংশ দ্রুত সংস্কার ও স্থায়ী সমাধানের…

1 day ago

ধান উৎপাদনে দেশে ষষ্ঠ স্থানে ত্রিপুরা, জমি ফেলে রাখবেন না কৃষকদের আহ্বান রতনের!!

অনলাইন প্রতিনিধি :-গ্রাম হলো আমাদের শক্তি,কৃষক আমাদের অন্নদাতা' এই স্লোগানকে সামনে রেখে রাজ্যের কৃষি ক্ষেত্রকে…

1 day ago