Categories: খেলা

জাতীয় ফুটবলের তিন আসর,দল গঠনে টিএফএ’র প্রস্তুতি।

এই খবর শেয়ার করুন (Share this news)

অনলাইন প্রতিনিধি :- জাতীয় সাব জুনিয়র বালক ও বালিকা এবং জুনিয়র বালক বিভাগের জাতীয় আসরে দল পাঠানোর প্রস্তুতি নিচ্ছে ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন।এই জন্য জাতীয় আসরকে সামনে রেখে তিন বিভাগে রাজ্যদল গঠনের লক্ষ্যে নির্বাচনি শিবির করতে যাচ্ছে। সাব জুনিয়র মেয়েদের বিভাগে রাজ্য দল গঠনের জন্য আগামী ৮ আগষ্ট নির্বাচনী শিবির হচ্ছে।
সকাল দশটায়। সাব জুনিয়র ছেলেদের বিভাগে রাজ্য দল গঠনের নির্বাচনি শিবির হচ্ছে ৯ আগষ্ট, সকাল দশটায়। অপরদিকে, জুনিয়র ছেলেদের বিভাগে রাজ্যদল গঠনের নির্বাচনি শিবির হচ্ছে দশ আগষ্ট। সকাল দশটায়। সবকটি নির্বাচনি শিবির হচ্ছে উমাকান্ত মিনি স্টেডিয়ামে। নির্বাচনি শিবিরে অংশগ্রহণে ইচ্ছুক ফুটবলারদের তাদের বয়সের প্রমাণপত্র সহ ছবি নিয়ে আসতে বলা হয়েছে। প্রয়োজনে টিএফএর টেকনিক্যাল কো-অর্ডিনেটর ডিকে প্রধান, রাজেশ রায় চৌধুরী, শোভনজিৎ সিনহা ও সুজিত ঘোষের সাথে ফুটবলারদের যোগাযোগ করতে বলা হয়েছে। উল্লেখ্য, জাতীয় সাব জুনিয়র ছেলেদের বিভাগে ত্রিপুরার গ্রুপের খেলা হচ্ছে এবার অন্ধ্রপ্রদেশে। আগামী ছাব্বিশ সেপ্টেম্বর গ্রুপে ত্রিপুরার প্রথম ম্যাচ বিহারের সাথে। ত্রিপুরা গ্রুপে রয়েছে তামিলনাড়ু, উত্তরাখন্ড, বিহার, আন্দামান নিকোবর ও মধ্যপ্রদেশ।আটাশ সেপ্টেম্বর গ্রুপের দ্বিতীয় ম্যাচে ত্রিপুরার সামনে উত্তরাখন্ড, ত্রিশ সেপ্টেম্বর গ্রুপের তৃতীয় ম্যাচে ত্রিপুরার প্রতিপক্ষ আন্দামান ও নিকোবর। দুই অক্টোবর চতুর্থ ম্যাচে ত্রিপুরার সামনে তামিলনাড়ু। চার অক্টোবর গ্রুপে ত্রিপুরা শেষ ম্যাচ খেলবে মধ্যপ্রদেশের সাথে। আট অক্টোবর দুটো সেমিফাইনাল এবং দশ অক্টোবর ফাইনাল। সাব জুনিয়র মেয়েদের বিভাগে ত্রিপুরার গ্রুপের খেলাগুলো হচ্ছে এবার কর্নাটকের বেলাগামে। আঠারো সেপ্টেম্বর গ্রুপে ত্রিপুরা প্রথম ম্যাচ খেলবে উত্তর প্রদেশের সাথে। কুড়ি সেপ্টেম্বর গ্রুপের দ্বিতীয় ম্যাচে ত্রিপুরার সামনে সিকিম, বাইশ সেপ্টেম্বর গ্রুপের তৃতীয় ম্যাচে ত্রিপুরা লড়বে দাদরা নগর হাভেলির সাথে। চব্বিশ সেপ্টেম্বর গ্রুপে ত্রিপুরার শেষ প্রতিপক্ষ কেরল। সাতাশ সেপ্টেম্বর দুটো সেমিফাইন্যাল এবং ঊনত্রিশ সেপ্টেম্বর ফাইনাল। অন্যদিকে, ডা. বিসি রায় ট্রফি জাতীয় জুনিয়র ছেলেদের ফুটবলে ত্রিপুরার গ্রুপের খেলা হচ্ছে মধ্যপ্রদেশের জব্বলপুরে। ত্রিপুরার গ্রুপে রয়েছে দিল্লী, বিহার, পন্ডিচেরী ও রাজস্থান। চব্বিশ সেপ্টেম্বর গ্রুপে ত্রিপুরার প্রথম ম্যাচ বিহারের সাথে। ছাব্বিশ সেপ্টেম্বর গ্রুপের দ্বিতীয় ম্যাচে ত্রিপুরার সামনে দিল্লী, আটাশ সেপ্টেম্বর গ্রুপের তৃতীয় ম্যাচে ত্রিপুরা লড়বে পন্ডিচেরীর সাথে এবং দুই অক্টোবর গ্রুপের শেষ ম্যাচে ত্রিপুরা লড়বে রাজস্থানের সাথে। ছয় অক্টোবর দুটো সেমিফাইন্যাল এবং আট অক্টোবর হবে ফাইন্যাল।

Dainik Digital

Share
Published by
Dainik Digital

Recent Posts

ফ্রি-ফ্রি-ফ্রি!

দিল্লী বিধানসভা ভোটকে কেন্দ্র করে রাজনৈতিক দলগুলির মধ্যে যেন প্রতিশ্রুতির প্রতিযোগিতা শুরু হয়েছে। ভোটারদের মন…

6 hours ago

এ কে-৪৭ ও প্রচুর কার্তুজ সহ ৬ বৈরী ধৃত মিজোরামে, চাঞ্চল্য!!

অনলাইন প্রতিনিধি:- বাংলাদেশ থেকে কাঞ্চনপুর মহকুমার ভারত- বাংলাদেশ সীমান্ত দিয়ে মিজোরামে যাওয়ার পথে মামিত জেলার…

1 day ago

ফাইফরমাশ খাটছেন টিএসআর জওয়ানরা !!

অনলাইন প্রতিনিধি :- নিরাপত্তার কাজে নয়, টিএসআর জওয়ানদের খাটানো হচ্ছে আর্দালি হিসাবে। পুলিশ আধিকারিকদের ও…

1 day ago

ইন্ডিগো আরও একটি দিল্লীর বিমান চালু করছে!!

অনলাইন প্রতিনিধি :- ইন্ডিগো আগরতলা- দিল্লী রুটের উভয় দিকে যাতায়াতে আরও একটি বিমান চালু করছে।…

1 day ago

ইন্দ্রপ্রস্থে ভোট!!

দিল্লীর বিধানসভা ভোট নিয়ে সরগরম দিল্লী। দিল্লীতে এবার এক আঙ্গিকে বিধানসভা ভোট হচ্ছে। গত পরিস্থিতির…

1 day ago

বহিঃরাজ্যে গেল “ধানি লঙ্কা”ওরফে ধান্না মরিচ!!

অনলাইন প্রতিনিধি :-ত্রিপুরায় উৎপাদিত" অর্গানিক বার্ড আই চিলি " স্হানীয় ভাষায় যাকে বলা হয় ধানি…

2 days ago