জাতীয় সড়ক যেন মরণ ফাঁদ!!

 জাতীয় সড়ক যেন মরণ ফাঁদ!!
এই খবর শেয়ার করুন (Share this news)

দৈনিক সংবাদ অনলাইন প্রতিনিধি।। রাজ্যের ৮ নং জাতীয় সড়কটি বিগত বছর দুয়েক সময় ধরে যেন মরণ ফাঁদে পরিনত হয়েছে। দুর্ভোগ কোনভাবেই পিছু ছাড়ছে না সড়কপথে চলাচল কারি গাড়ি গুলিকে। অল্প আধটু বৃষ্টি মানেই দুর্ভোগের শুরু। উভয় দিক থেকে শত শত ট্রাক, বাস, ছোট গাড়িকে আটকে থাকতে হয় ঘন্টার পর ঘন্টা। কখন রাস্তা পরিষ্কার হবে? কখন রাস্তা থেকে মাটি সরানো হবে? আদৌ রাস্তা ঠিক হবে কিনা কেউ বলতে পারেনা। হাজারো প্রশ্ন হলেও উত্তর নেই একটিও। এরই ফাঁকে আঠারোমোড়া এলাকায় বসবাসকারী একটি অংশ রাস্তায় নেমে পড়ে ফাটকা ব্যবসায়। ২০ টাকার জল ৫০ টাকা,২০ টাকার বিস্কুট ৪০ থেকে ৫০ টাকা। অন্যদিকে রাস্তা পরিষ্কারের নামে কিছু যুবক গাড়িচালকদের কাছ থেকে জোর করেই অর্থ আদায় করা শুরু করে। উল্লেখ্য, বছর দুয়েক পূর্বে জাতীয় সড়কের আঠারোমোড়া এলাকায় কাজ শুরু করে বহিঃরাজ্যের নীতিন সাই কোম্পানি। শুরুতে যে গতিতে কাজ চলছিল বর্তমানে তা চলছে অত্যন্ত ধীর গতিতে। ২১ মার্চ সকাল থেকে টানা বর্ষণে পাঁচ শতাধিক গাড়ি দুদিকে আটকে পড়ে। যা আজ ২২ মার্চও একই দশায় রয়েছে। কোম্পানির তাতে কিছু যায় আসে না। এমনটিই মনে করছেন রাজ্য এবং বহিঃরাজের চালকরা। এই দুর্বিসহ অবস্থা থেকে মুক্তি চাইছে লরিচালক থেকে সড়কপথে চলাচলকারী যাত্রীরা। এই বিষয়ে রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করছেন রাজ্যের বিভিন্ন অংশের যাত্রী সাধারণ।

Dainik Digital

Dainik Digital

Leave a Reply

Your email address will not be published.