জাতীয় স্কুল ক্রীড়া, রাজ্য দলগুলির প্রস্তুতি শুরু
অনলাইন প্রতিনিধি || ছেষট্টিতম জাতীয় স্কুল ক্রীড়ার অনুর্ধ্ব উনিশ বয়সভিত্তিক বিভাগের খেলাধুলাকে সামনে রেখে পনেরোটি ইভেন্টের নির্বাচিত খেলোয়াড়দের নিয়ে আবাসিক কোচিং ক্যাম্প শুরু করলো ত্রিপুরা স্কুল স্পোর্টস বোর্ড।আজ থেকেই বিভিন্ন ইভেন্টে এই আবাসিক কোচিং ক্যাম্প শুরু হয়ে গেছে নানা ভেন্যুতে।কোনও কোনও ইভেন্টে দু’সপ্তাহ আবার অনেক ইভেন্টে তারও বেশি সময় নিয়ে এই কোচিং ক্যাম্প চলবে।আগামী জুন মাসে অনূর্ধ্ব উনিশ বয়স গ্রুপে জাতীয় স্কুল ক্রীড়ার ষোলটি ইভেন্টে প্রতিযোগিতা করতে চলেছে এসজিএফআই। দিল্লী, মধ্যপ্রদেশের ভোপাল ও গোয়ালিয়র তিনটি ভেন্যুতে হচ্ছে এই জাতীয় স্কুল ক্রীড়ার এই খেলাধুলা।অনূর্ধ্ব চৌদ্দ ও সতেরো বয়স গ্রুপকে সম্পূর্ণ বাদ দিয়ে শুধু উনিশ বয়স গ্রুপে খেলাধুলা করা হচ্ছে এ বছর।যদিও ত্রিপুরা স্কুল স্পোর্টস বোর্ড অনূর্ধ্ব চৌদ্দ, সতেরো ও উনিশ তিনটি বয়স গ্রুপে রাজ্যে খেলাধুলা সংঘটিত করছে।তবে এসজিএফআইয়ের এই অদ্ভুত সিদ্ধান্তের কারণে রাজ্যের স্কুল পড়ুয়া অনূর্ধ্ব চৌদ্দ ও সতেরো বয়স গ্রুপের খেলোয়াড়রা (ছেলেমেয়েরা) জাতীয় স্কুল আসরে অংশগ্রহণ থেকে বঞ্চিত হচ্ছে। এমনিতেই এসজিএফআইয়ের অভ্যন্তরীণ ঝামেলার কারণে গত ২০১৯ সালের পর জাতীয় স্কুল ক্রীড়ার খেলাধুলা আর হয়নি।তিন বছর পর এবার (২০২২-২৩ সাল)খেলাধুলা করতে যাচ্ছে। রাজ্য স্কুল স্পোর্টস বোর্ড এবার পনেরোটি ইভেন্টে টিম পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। আর রেজাল্ট যাতে ভালো হয় তার জন্য এই আবাসিক কোচিং ক্যাম্পের আয়োজন করা হচ্ছে।পনেরোটি ইভেন্টে সরাসরি নির্বাচনি শিবির ডেকে খেলোয়াড় বাছাই করা হয়েছে।পাশাপাশি রাজ্যভিত্তিক স্কুল আসরে অনূর্ধ্ব উনিশ বয়স গ্রুপে যেসব খেলোয়াড়রা ভালো পারফরম্যান্স করছে তাদেরও রাখা হচ্ছে টিমে।ইতিমধ্যে কয়েকটি ইভেন্টে খেলোয়াড় চূড়ান্ত বাছাই হয়ে গেলেও অনেক ইভেন্টে এই আবাসিক কোচিং ক্যাম্পের মধ্য থেকে বাছাই করে রাজ্যদল গঠন করা হবে। বিভিন্ন ইভেন্টে সিনিয়র প্রশিক্ষকদের খেলোয়াড়দের কোচিং দেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে।আজ একই সাথে বিভিন্ন ভেন্যুতে নয়টি ইভেন্টে আবাসিক কোচিং ক্যাম্প শুরু হয়েছে।২০-৩১ মে পর্যন্ত এই ক্যাম্প চলবে।আজ নয়টি ইভেন্টে কোচিং ক্যাম্প শুরু হয়েছে তাহলো – হ্যাণ্ডবল (বালক) খোয়াইয়ে, বাস্কেটবল (বালক)এডি নগর পুলিশ গ্রাউণ্ডে, খো খো (বালক) ওল্ড আগরতলা স্কুল গ্রাউণ্ড, কাবাডি (বালক) উমাকান্ত একাডেমি গ্রাউণ্ড, অ্যাথলেটিক্স(বালক-বালিকা) কুমারঘাটের ফটিকরায় স্কুল গ্রাউণ্ড, যোগা, জিমনাস্টিক্স ও চেস (বালক-বালিকা) রাজধানীর এনএসআরসিসিতে ও সুইমিং বাধারঘাটের দশরথ দেব স্পোর্টস কমপ্লেক্সের রাইমা সুইমিং পুলে হচ্ছে।বাকি ছয়টি ইভেন্টের কোচিং ক্যাম্প তেইশ ও পঁচিশ মে থেকে শুরু হচ্ছে।