জাতীয় স্কুল ক্রীড়া, রাজ্য দলগুলির প্রস্তুতি শুরু

এই খবর শেয়ার করুন (Share this news)

অনলাইন প্রতিনিধি || ছেষট্টিতম জাতীয় স্কুল ক্রীড়ার অনুর্ধ্ব উনিশ বয়সভিত্তিক বিভাগের খেলাধুলাকে সামনে রেখে পনেরোটি ইভেন্টের নির্বাচিত খেলোয়াড়দের নিয়ে আবাসিক কোচিং ক্যাম্প শুরু করলো ত্রিপুরা স্কুল স্পোর্টস বোর্ড।আজ থেকেই বিভিন্ন ইভেন্টে এই আবাসিক কোচিং ক্যাম্প শুরু হয়ে গেছে নানা ভেন্যুতে।কোনও কোনও ইভেন্টে দু’সপ্তাহ আবার অনেক ইভেন্টে তারও বেশি সময় নিয়ে এই কোচিং ক্যাম্প চলবে।আগামী জুন মাসে অনূর্ধ্ব উনিশ বয়স গ্রুপে জাতীয় স্কুল ক্রীড়ার ষোলটি ইভেন্টে প্রতিযোগিতা করতে চলেছে এসজিএফআই। দিল্লী, মধ্যপ্রদেশের ভোপাল ও গোয়ালিয়র তিনটি ভেন্যুতে হচ্ছে এই জাতীয় স্কুল ক্রীড়ার এই খেলাধুলা।অনূর্ধ্ব চৌদ্দ ও সতেরো বয়স গ্রুপকে সম্পূর্ণ বাদ দিয়ে শুধু উনিশ বয়স গ্রুপে খেলাধুলা করা হচ্ছে এ বছর।যদিও ত্রিপুরা স্কুল স্পোর্টস বোর্ড অনূর্ধ্ব চৌদ্দ, সতেরো ও উনিশ তিনটি বয়স গ্রুপে রাজ্যে খেলাধুলা সংঘটিত করছে।তবে এসজিএফআইয়ের এই অদ্ভুত সিদ্ধান্তের কারণে রাজ্যের স্কুল পড়ুয়া অনূর্ধ্ব চৌদ্দ ও সতেরো বয়স গ্রুপের খেলোয়াড়রা (ছেলেমেয়েরা) জাতীয় স্কুল আসরে অংশগ্রহণ থেকে বঞ্চিত হচ্ছে। এমনিতেই এসজিএফআইয়ের অভ্যন্তরীণ ঝামেলার কারণে গত ২০১৯ সালের পর জাতীয় স্কুল ক্রীড়ার খেলাধুলা আর হয়নি।তিন বছর পর এবার (২০২২-২৩ সাল)খেলাধুলা করতে যাচ্ছে। রাজ্য স্কুল স্পোর্টস বোর্ড এবার পনেরোটি ইভেন্টে টিম পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। আর রেজাল্ট যাতে ভালো হয় তার জন্য এই আবাসিক কোচিং ক্যাম্পের আয়োজন করা হচ্ছে।পনেরোটি ইভেন্টে সরাসরি নির্বাচনি শিবির ডেকে খেলোয়াড় বাছাই করা হয়েছে।পাশাপাশি রাজ্যভিত্তিক স্কুল আসরে অনূর্ধ্ব উনিশ বয়স গ্রুপে যেসব খেলোয়াড়রা ভালো পারফরম্যান্স করছে তাদেরও রাখা হচ্ছে টিমে।ইতিমধ্যে কয়েকটি ইভেন্টে খেলোয়াড় চূড়ান্ত বাছাই হয়ে গেলেও অনেক ইভেন্টে এই আবাসিক কোচিং ক্যাম্পের মধ্য থেকে বাছাই করে রাজ্যদল গঠন করা হবে। বিভিন্ন ইভেন্টে সিনিয়র প্রশিক্ষকদের খেলোয়াড়দের কোচিং দেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে।আজ একই সাথে বিভিন্ন ভেন্যুতে নয়টি ইভেন্টে আবাসিক কোচিং ক্যাম্প শুরু হয়েছে।২০-৩১ মে পর্যন্ত এই ক্যাম্প চলবে।আজ নয়টি ইভেন্টে কোচিং ক্যাম্প শুরু হয়েছে তাহলো – হ্যাণ্ডবল (বালক) খোয়াইয়ে, বাস্কেটবল (বালক)এডি নগর পুলিশ গ্রাউণ্ডে, খো খো (বালক) ওল্ড আগরতলা স্কুল গ্রাউণ্ড, কাবাডি (বালক) উমাকান্ত একাডেমি গ্রাউণ্ড, অ্যাথলেটিক্স(বালক-বালিকা) কুমারঘাটের ফটিকরায় স্কুল গ্রাউণ্ড, যোগা, জিমনাস্টিক্স ও চেস (বালক-বালিকা) রাজধানীর এনএসআরসিসিতে ও সুইমিং বাধারঘাটের দশরথ দেব স্পোর্টস কমপ্লেক্সের রাইমা সুইমিং পুলে হচ্ছে।বাকি ছয়টি ইভেন্টের কোচিং ক্যাম্প তেইশ ও পঁচিশ মে থেকে শুরু হচ্ছে।

Dainik Digital

Recent Posts

দ্বিতীয়দিন ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হলো হাজারো দর্শক-শ্রোতা!!

অনলাইন প্রতিনিধি:-প্রথমদিনের মতোই উড়ান আয়োজিত ত্রিপুরা লিটারেচার ফেস্টিভ্যালের দ্বিতীয়দিনও ছিল শ্রোতা ও দর্শকে পরিপূর্ণ। সাহিত্য,…

10 hours ago

মার্কিন হাসপাতালে এলোপাথারি গোলাগুলি!!

অনলাইন প্রতিনিধি :-শনিবার আমেরিকার পেনসিলভ্যানিয়া প্রদেশের ইয়র্ক কাউন্টির ‘ইউপিএমসি মেমোরিয়াল হাসপাতাল’ নামে ওই হাসপাতালে ঢুকে…

11 hours ago

আগরতলা-গুয়াহাটি বন্দে ভারত শীঘ্রই।।

অনলাইন প্রতিনিধি :-আগরতলা-গুয়াহাটি-আগরতলার মধ্যে বন্দে ভারত এক্সপ্রেস চলাচল এখন শুধুই সময়ের অপেক্ষা। এই মন্তব্য করেন…

11 hours ago

তেলেঙ্গানার সুড়ঙ্গে আটক ৮ শ্রমিক,বিচ্ছিন্ন যোগাযোগ!!

অনলাইন প্রতিনিধি :-২৪ ঘণ্টা ধরে তেলঙ্গানার শ্রীসৈলাম সুড়ঙ্গে আটকা পড়েছেন আট শ্রমিক। কাদাজলে ভরে গিয়েছে…

11 hours ago

ভোট বিদেশি হস্তক্ষেপ।।

মার্কিন প্রেসিডেন্ট গণতান্ত্রিক রায়ের দুই লাইনের এক মন্তব্যে, শুরু হয়েছে।পরিস্থিতি এমন জায়গায় গিয়ে পৌঁছেছে যে,…

11 hours ago

কেন্দ্রীয় কারাগারে কোটি টাকার টেন্ডার ঘোটালার অভিযোগ!!

অনলাইন প্রতিনিধি :-বিগত বামফ্রন্ট সরকারের আমল থেকেই কেন্দ্রীয় সংশোধনাগার দুর্নীতির আখড়া হিসাবে পরিচিতি লাভ করেছে।দুর্নীতির…

11 hours ago