জাতীয় গেমসে হ্যাটট্রিক ভবানী দেবীর!!
দৈনিক সংবাদ অনলাইনঃ গুজরাটে চলতি ৩৬ তম জাতীয় গেমসে সোনা জিতলেন অলিম্পিয়ান ভবানী দেবী। জাতীয় গেমসে সোনার হ্যাটট্রিকের স্বপ্ন পূরণ হল ভারতীয় তারকার। জাতীয় গেমসে সোনার হ্যাটট্রিকের লক্ষ্য নিয়েই নামতে চলেছেন ভবানী দেবী, এমনটা আগেই জানিয়েছিলেন। সেই লক্ষ্য পূরণ করতে পেরেছেন তিনি। পাঞ্জাবের জগমিত কৌরকে সাব্রেতে ১৫-৩ ব্যবধানে হারিয়েছেন ভবানী দেবী। ইংল্যান্ডে হওয়া কমনওয়েলথ ফেন্সিং চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ পেয়েছিলেন জগমিত। সেই জগমিতকে সহজেই হারিয়ে দিলেন অলিম্পিয়ান ভবানী। এর আগে তিনি ২০১১ ও ২০১৫ সালে কেরলের হয়ে জাতীয় গেমসে নেমে সোনা জিতেছিলেন। এ বার তিনি নিজের রাজ্য তামিলনাড়ুর হয়ে জাতীয় গেমসে নেমেছিলেন। এই টুর্নামেন্টের আগে, কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপের ফাইনালে প্রতিযোগিতার দ্বিতীয় বাছাই অস্ট্রেলিয়ার ভেরোনিকা বাসিলেভাকে ১৫-১০ ব্যবধানে হারিয়েছিলেন ভবানী দেবী। প্রথম ভারতীয় ফেন্সার হিসেবে অলিম্পিকে যোগ্যতা অর্জনের ইতিহাস গড়ার পর ক্রমশ এগিয়ে চলেছেন ভারতের ভবানী দেবী।