Categories: খেলা

জাতীয় দলে ফেরার ইঙ্গিত রাসেলের!

এই খবর শেয়ার করুন (Share this news)

ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার আন্দ্রে রাসেল অস্ট্রেলিয়ায় এবারের আইসিসি টি – টোয়েন্টি বিশ্বকাপে ক্যারিবিয়ান দলের হয়ে ফেরার সম্ভাবনার ইঙ্গিত দিয়েছেন । অন্যদিকে আবার ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের সঙ্গে তারকা ক্রিকেটারদের সম্পর্কের টানাপোড়েন বেরিয়ে এসেছে । এই পরিস্থিতিতে রাসেলের দলে ফেরার ইচ্ছাপ্রকাশ বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন ক্রিকেটের বিশেষজ্ঞমহল । কিছুদিন আগেই ক্যারিবিয়ান বোর্ডের প্রধান নির্বাচক ডেসমন্ড হেইন্স ও কোচ ফিল সিমন্স অসন্তুষ্টি প্রকাশ করেছেন দলের তারকা খেলোয়াড়দের নিয়ে । যার মধ্যে আন্দ্রে রাসেলও ছিলেন । জাতীয় দল বাদ দিয়ে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট বেছে নেওয়ার তাদের ক্ষোভ উগড়ে দিয়েছিলেন সিমন্স । ওই ঘটনার পর রাসেল এই নিয়ে কোনও মন্তব্য না করলেও সংবাদমাধ্যমকে জানালেন , ওয়েস্ট ইন্ডিজের জার্সিতে আরও দুই একটি বিশ্বকাপ জেতার ইচ্ছা রয়েছে তার । দীর্ঘ দিন জাতীয় দলের বাইরে রয়েছেন রাসেল । ২০১৯ ওয়ানডে বিশ্বকাপের পর এই ফর্ম্যাটে আর কোনও ম্যাচ খেলেননি তিনি । শেষ টি – টোয়েন্টি বিশ্বকাপের পর আর ছোট ফর্ম্যাটেও তাকে দেখতে পাওয়া যায়নি । শুধু রাসেলই নন তার সঙ্গে ওয়েস্ট ইন্ডিজ বোর্ডের শীর্ষকর্তাদের নিশানায় ডোয়েন ব্রাভো , সুনিল নারিন , এভিন লুইসরাও রয়েছেন । তবে সব অভিমান – ক্ষোভ ভুলে রাসেল যে আবার ওয়েস্ট ইন্ডিজ দলের হয়ে খেলতে চান সেটা প্রকাশ্যে আসার পরেই তার সঙ্গে জাতীয় দলের মনোমালিন্যের বরফ অনেকটাই কমেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা । রাসেল এখন ইংল্যান্ডে দ্য হান্ড্রেডে খেলছেন । সেখানেই একসময়কার সতীর্থ ড্যারেন সামির সঙ্গে আলাপচারিতায় রাসেল বলেছেন , ‘ আমার বয়স এখন ৩৪ । তবে সেটার দিকে আমি নজর দিতে চাই না । নিজেকে ফিট রাখাই এখন আমার প্রধান লক্ষ্য । ওয়েস্ট ইন্ডিজের হয়ে আমি আরও দুএকটি বিশ্বকাপ জিততে চাই । ফের জাতীয় দলের জার্সিতে মাঠে নামতে পারলে সেটা দারুণ অভিজ্ঞতা হবে । আন্তর্জাতিক টি – টোয়েন্টিতে কোনও সেঞ্চুরি নেই রাসেলের । তবে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে তার দুটো সেঞ্চুরি । ওই দুটো শত রান যদি ওয়েস্ট ইন্ডিজের জার্সিতে হতো তাহলে আরও খুশি হতেন বলেও জানিয়েছেন তিনি । জানা গিয়েছে এই টুর্নামেন্ট শেষ হওয়ার পরেই ক্যারিবিয়ান ক্রিকেট বোর্ড রাসেলের দলে অন্তর্ভুক্তি নিয়ে আলোচনাতে বসবে । সেই সঙ্গে বাকিদের নিয়েও চিন্তাভাবনা রয়েছে তাদের ।

Dainik Digital

Share
Published by
Dainik Digital

Recent Posts

আলু, ধান, সবজির সাথে ডাল চাষেও এগোচ্ছে ত্রিপুরা : রতন!!

অনলাইন প্রতিনিধি :-রাজ্য এবার ধান ও সবজির পাশাপাশি ডাল জাতীয় শস্য উৎপাদনে স্বনির্ভরতা অর্জনের পথে…

3 hours ago

চটকলের আখ্যান!!

সর্বস্বান্ত গফুর, গ্রাম ছেড়ে মেয়ে আমিনার হাত ধরে ফুলবেড়ের সর্বমা চটকলের দিকে পা বাড়িয়েছিল বাঁচার…

4 hours ago

১০০ ও ২০০ টাকার নোট নিয়ে নয়া নির্দেশ রিজার্ভ ব্যাঙ্কের!!

অনলাইন প্রতিনিধি :-১০০ এবং ২০০ টাকার নোটের বিষয়ে রিজার্ভ ব্যাঙ্কের বড়সড় সিদ্ধান্ত।সোমবার জারি করা এক…

23 hours ago

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে আগুন!!

অনলাইন প্রতিনিধি :-আচমকাই আগুন লাগে আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে । সোমবার সন্ধ্যায় আগুন…

1 day ago

সিন্ধু তীরের জলযুদ্ধ!!

পহেলগাঁওয়ে সন্ত্রাসী হানার একদিন পরে বৃহস্পতিবার ভারতের জলসম্পদ মন্ত্রণালয়ের সচিব দেবশ্রী মুখার্জি পাকিস্তানের জলসম্পদ মন্ত্রণালয়ের…

2 days ago

বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অপরাধে নিষিদ্ধ করা হল ১৬ টি ইউটিউব চ্যানেল!!

অনলাইন প্রতিনিধি :-পহেলগাঁও হামলার পর থেকে কেন্দ্রীয় সরকার অ্যাকশন মোড অন করেছে । সোমবার কেন্দ্রীয়…

2 days ago