Categories: খেলা

জাতীয় দলে ফেরার ইঙ্গিত রাসেলের!

এই খবর শেয়ার করুন (Share this news)

ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার আন্দ্রে রাসেল অস্ট্রেলিয়ায় এবারের আইসিসি টি – টোয়েন্টি বিশ্বকাপে ক্যারিবিয়ান দলের হয়ে ফেরার সম্ভাবনার ইঙ্গিত দিয়েছেন । অন্যদিকে আবার ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের সঙ্গে তারকা ক্রিকেটারদের সম্পর্কের টানাপোড়েন বেরিয়ে এসেছে । এই পরিস্থিতিতে রাসেলের দলে ফেরার ইচ্ছাপ্রকাশ বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন ক্রিকেটের বিশেষজ্ঞমহল । কিছুদিন আগেই ক্যারিবিয়ান বোর্ডের প্রধান নির্বাচক ডেসমন্ড হেইন্স ও কোচ ফিল সিমন্স অসন্তুষ্টি প্রকাশ করেছেন দলের তারকা খেলোয়াড়দের নিয়ে । যার মধ্যে আন্দ্রে রাসেলও ছিলেন । জাতীয় দল বাদ দিয়ে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট বেছে নেওয়ার তাদের ক্ষোভ উগড়ে দিয়েছিলেন সিমন্স । ওই ঘটনার পর রাসেল এই নিয়ে কোনও মন্তব্য না করলেও সংবাদমাধ্যমকে জানালেন , ওয়েস্ট ইন্ডিজের জার্সিতে আরও দুই একটি বিশ্বকাপ জেতার ইচ্ছা রয়েছে তার । দীর্ঘ দিন জাতীয় দলের বাইরে রয়েছেন রাসেল । ২০১৯ ওয়ানডে বিশ্বকাপের পর এই ফর্ম্যাটে আর কোনও ম্যাচ খেলেননি তিনি । শেষ টি – টোয়েন্টি বিশ্বকাপের পর আর ছোট ফর্ম্যাটেও তাকে দেখতে পাওয়া যায়নি । শুধু রাসেলই নন তার সঙ্গে ওয়েস্ট ইন্ডিজ বোর্ডের শীর্ষকর্তাদের নিশানায় ডোয়েন ব্রাভো , সুনিল নারিন , এভিন লুইসরাও রয়েছেন । তবে সব অভিমান – ক্ষোভ ভুলে রাসেল যে আবার ওয়েস্ট ইন্ডিজ দলের হয়ে খেলতে চান সেটা প্রকাশ্যে আসার পরেই তার সঙ্গে জাতীয় দলের মনোমালিন্যের বরফ অনেকটাই কমেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা । রাসেল এখন ইংল্যান্ডে দ্য হান্ড্রেডে খেলছেন । সেখানেই একসময়কার সতীর্থ ড্যারেন সামির সঙ্গে আলাপচারিতায় রাসেল বলেছেন , ‘ আমার বয়স এখন ৩৪ । তবে সেটার দিকে আমি নজর দিতে চাই না । নিজেকে ফিট রাখাই এখন আমার প্রধান লক্ষ্য । ওয়েস্ট ইন্ডিজের হয়ে আমি আরও দুএকটি বিশ্বকাপ জিততে চাই । ফের জাতীয় দলের জার্সিতে মাঠে নামতে পারলে সেটা দারুণ অভিজ্ঞতা হবে । আন্তর্জাতিক টি – টোয়েন্টিতে কোনও সেঞ্চুরি নেই রাসেলের । তবে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে তার দুটো সেঞ্চুরি । ওই দুটো শত রান যদি ওয়েস্ট ইন্ডিজের জার্সিতে হতো তাহলে আরও খুশি হতেন বলেও জানিয়েছেন তিনি । জানা গিয়েছে এই টুর্নামেন্ট শেষ হওয়ার পরেই ক্যারিবিয়ান ক্রিকেট বোর্ড রাসেলের দলে অন্তর্ভুক্তি নিয়ে আলোচনাতে বসবে । সেই সঙ্গে বাকিদের নিয়েও চিন্তাভাবনা রয়েছে তাদের ।

Dainik Digital

Share
Published by
Dainik Digital

Recent Posts

১৮.৫ ইঞ্চির লেজবিশিষ্ট মার্জারের বিশ্ব রেকর্ড!!

অনলাইন প্রতিনিধি :-দেখতেই সে নয়নাভিরাম।তার উপর তার লেজের দৈর্ঘ্য?রবীন্দ্রনাথের শ্যামা নৃত্যনাট্যে শ্যামার রূপে মুগ্ধ হয়ে…

2 hours ago

কাগজের কাপেও শরীরে যাচ্ছে প্লাস্টিক কণা, ভারসাম্য হারাচ্ছে হরমোন!!

অনলাইন প্রতিনিধি :-প্লাস্টিকের চায়ের কাপে চুমুক দিলে শেষ হতে পারে পুরুষত্ব! এমনকী, হরমোন সংক্রান্ত আরও…

2 hours ago

লন্ডন-মুম্বই উড়ানে আটকে ২০০ ভারতীয়!!

লন্ডনের হিথরো থেকে মুম্বইয়ে রওনা দিয়েছিল ভার্জিন আটলান্টিকের বিমানটি। ছিলেন ২০০–র বেশি ভারতীয় যাত্রী। জরুরি…

2 hours ago

মহাকরণ থেকে পঞ্চায়েত পর্যন্ত,কর্মী সংকটে সর্বত্র অচলাবস্থা প্রশ্নের মুখে ডবল ইঞ্জিনের গতি!!

অনলাইন প্রতিনিধি :-ডবল ইঞ্জিন সরকারের প্রায় প্রতিটি দপ্তর বর্তমানে চরম কর্মী সংকটে ধুঁকছে। ফলে যে…

2 hours ago

২০০ শয্যার যুব আবাস হচ্ছে বাধারঘাট স্পোর্টস কমপ্লেক্সে!!

অনলাইন প্রতিনিধি :-প্রায় ১২ কোটিটাকা ব্যয়ে বাধারঘাটে দশরথ দেব স্পোর্টস কমপ্লেক্সে ২০০ শয্যা বিশিষ্ট যুব…

2 hours ago

শান্তি সম্প্রতি রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রদ্যোতের!!

অনলাইন প্রতিনিধি:-রাজ্যের শান্তি সম্প্রতি ও সংহতি রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।যাতে আমাদের আর্থ সামাজিক উন্নয়ন…

3 hours ago