জাতীয় পুরষ্কারে ভূষিত “দৈনিক সংবাদ “

 জাতীয় পুরষ্কারে ভূষিত “দৈনিক সংবাদ “
এই খবর শেয়ার করুন (Share this news)

অনলাইন প্রতিনিধি :-” INDIAN CHANGEMAKERS AWARD 2024 ” শীর্ষক জাতীয় পুরষ্কারে ভূষিত হলো দেশের উত্তর পূর্বাঞ্চলের সর্বাধিক প্রচারিত বাংলা দৈনিক সংবাদপত্র “দৈনিক সংবাদ “। সংবাদ জগতের কিংবদন্তি প্রয়াত ভূপেন্দ্র চন্দ্র দত্ত ভৌমিকের হাতে গড়া “দৈনিক সংবাদ ” এবং প্রয়াত সম্পাদকের প্রতিনিধি হিসেবে এই পুরস্কার গ্রহণ করেন তাঁরই সুপুত্র বিরাট দত্ত ভৌমিক। গত ১ ডিসেম্বর দিল্লির একটি পাঁচতারা হোটেলে আয়োজিত অনুষ্ঠানে এই পুরস্কার গ্রহণ করেন শ্রী ভৌমিক। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশ বিদেশের বহু গন্যমান্য অতিথি ও বিশিষ্টজনেরা। অনুষ্ঠানে বর্তমান সময়ে AI প্রযুক্তি সংবাদ মাধ্যমের উপর কতটা প্রভাব ফেলছে এবং এর সুফল ও কুফল নিয়ে আয়োজিত সেমিনারেও গুরুত্বপূর্ণ আলোচনা করেন দৈনিক সংবাদ এর প্রতিনিধি তথা ভূপেন্দ্র চন্দ্র দত্ত ভৌমিক ট্রাস্টের অন্যতম সদস্য বিরাট দত্ত ভৌমিক। এই অনুষ্ঠানের প্রধান উদ্যোক্তা আগরতলার AstroAnswer সহ আরও দুটি বেসরকারি সংস্থা। AstroAnswer সংস্থার কর্ণধার হলেন বিশিষ্ঠ বাস্তু ও জ্যোতিষ বিশারদ ড: সৌগত দাশগুপ্ত।

Dainik Digital

Dainik Digital

Leave a Reply

Your email address will not be published.