জাতীয় স্কুল দাবায় সাফল্য আকৃতি, রুদ্রনীলের

 জাতীয় স্কুল দাবায় সাফল্য আকৃতি, রুদ্রনীলের
এই খবর শেয়ার করুন (Share this news)

এবার রেটিং পেতে চলেছে রাজ্যের দুই দাবাড়ু রুদ্রনীল দেবনাথ এবং আকৃতি দেবনাথ। পঞ্চম রাউণ্ডে রেটেড দাবাড়ুর বিরুদ্ধে জয় পেয়ে রেটিং নিশ্চিত করে নিয়েছিল আকৃতি । বৃহস্পতিবার অন্য এক রেটিং দাবাড়ুকে হারিয়ে রেটিং নিশ্চিত করে নিলো রুদ্রনীল দেবনাথ । ভুবনেশ্বরের কিটস একাডেমিতে অনুষ্ঠিত জাতীয় স্কুল দাবা প্রতিযোগিতার । বৃহস্পতিবার সকালে সপ্তম এবং বিকালে অষ্টম রাউণ্ডের খেলা হয় । এদিন সকালে সপ্তম রাউণ্ডে অনূর্ধ্ব -৯ বালক বিভাগে রুদ্রনীল দেবনাথ অন্ধ্রপ্রদেশের ভাসিরেড্ডি অর্জনকে ( ১১০৪ ) পরাজিত করে নিজের রেটিং অনেকটা নিশ্চিত করে নেয়। বিকালে তামিলনাড়ুর দাবাড়ু হর্ষবর্ধন আনন্দকে পরাজিত করে । ৮ রাউণ্ড শেষে রুদ্রনীলের পয়েন্ট সাড়ে ৪।

অনূর্ধ্ব -৭ বালিকা বিভাগে শ্রেয়ভী কর এদিন সকালে কর্ণাটকের দাবাড়ুর বিরুদ্ধে পরাজিত হওয়ার পর বিকালে মধ্যপ্রদেশের দাবাড়ু হিম্মত রমকা । দুর্দান্ত খেলে পরাজিত করে । শ্রেয়ভীর পয়েন্ট তিন । অনূর্ধ্ব -১১ বালিকা বিভাগে অকৃতি দেবনাথ এদিন দুই রাউণ্ডেই পরাজিত হয়ে অনেকটাই পিছিয়ে পড়ে । আকৃতির পয়েন্ট আড়াই । অনূর্ধ্ব -৯ বালক বিভাগে রোদ্র মজুমদার এদিন সকালে পরাজিত হওয়ার পর বিকালে জয় পায় ঝাড়খণ্ডের দাবাড়ু আরিয়ন আদিতের বিরুদ্ধে । রোদ্র – র পয়েন্ট সাড়ে তিন । ওই বিভাগে বর্ণিল দেব সকালে পরাজিত হওয়ার পর বিকালে জয় পায় ঝাড়খণ্ডের সুরেশ হাতারের বিরুদ্ধে । বর্গিলের পয়েন্ট ৩ । অনুর্ধ্ব -৯ বালিকা বিভাগের শীর্ষ বাছাই আরাধ্যা দাস সকালে কর্ণাটকের দাবাড়ুর বিরুদ্ধে পয়েন্ট ভাগ করার পর বিকালে সংবাদ লেখা পর্যন্ত ঝাড়খণ্ডের দাবাড়ু দিক্ষিতা দে’র বিরুদ্ধে খেলছে । সাত রাউণ্ড শেষে আরাধ্যার পয়েন্ট সাড়ে ৪ অনূর্ধ্ব -১৫ বিভাগে এদিন সকালে বিলোনীয়ার বিতনু দেব এ দিন দুই রাউণ্ডেই পরাজিত হয় । বিতনু – র পয়েন্ট দুই । এনএসআরসিসি – র রোহিল সাহা সকালে বাই পাওয়ার পর বিকালে হেরে যায় । ওর পয়েন্ট দুই । আজ সকালে নবম তথা শেষ রাউণ্ডের খেলা হবে ।

Dainik Digital

Dainik Digital

Leave a Reply

Your email address will not be published.