Categories: বিদেশ

জাপানে নবদম্পতির ব্যাঙ্কে যাচ্ছে ৩ লক্ষ ৬৬ হাজার টাকা

এই খবর শেয়ার করুন (Share this news)

বিয়ে করলে মাথার উপরে খরচের বোঝা চাপে । এমনটাই জানে বিশ্বজোড়া মানুষ । কিন্তু বিয়ে করলে উল্টে যে সরকারের থেকে মোটা টাকা পাওয়া যায় , তা কি কখনও কেউ ভারতে পেরেছিলেন ?
শুনতে যতই আশ্চর্য লাগুক গত মাস থেকে জাপানে এমনই অবাক কাণ্ড শুরু হয়েছে । আদতে এটি জাপান সরকারের একটি কল্যাণমুখী প্রকল্প । লক্ষ্য মানুষকে বিয়ে করতে উদ্বুদ্ধ করা । বিয়ের মাধ্যমে আদতে দেশে জনসংখ্যা বাড়াতে চাইছে জাপানের ফুমিয়ো কিশিদা সরকার । যদিও সরকার মুখ ফুটে সে কথা বলছে না । বলছে , বিয়ে করলে খরচ বাড়ে , করোনা – উত্তর কালে সেই খরচের বোঝা থেকে নবদম্পতিকে কিছুটা রেহাই দিতে প্রকল্পটি শুরু করেছে সরকার । এই প্রকল্পের নাম দেওয়া হয়েছে ‘ নিউলি ওয়েড সাপোর্ট প্রোগ্রাম’।

যাদের বাস মূলত পৌরসভা বা শহর এলাকায় তারাই এই প্রকল্পের সুবিধা পাবেন । কেন এমন সিদ্ধান্ত ? সরকারের বক্তব্য , বিয়ে মানে নতুন জীবন ও নতুন এক জগতে পা দেওয়া । অন্তত অর্থের কারণে সেই জীবনে যাতে কোনও রকম জটিলতা তৈরি না হয় সেই কারণেই এমন সিদ্ধান্ত । বিয়ের দিনই নবদম্পতির যৌথ ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসবে সরকারের তরফ থেকে এমন চমকপ্রদ ‘ উপহার’ – জাপানি মুদ্রায় ৬ লক্ষ ইয়েন । অর্থাৎ ভারতীয় মুদ্রায় ৩ লক্ষ ৬৬ হাজার টাকা । এখন ১ জাপানি ইয়েন মানে ভারতের ৬১ পয়সা ।
জাপান সরকারের বক্তব্য , শুধু নতুন জীবনে পা দেওয়াই নয় , বিয়ে করতেই বিপুল অঙ্কের অর্থ ব্যয় হয়ে যায় । এই টাকা পেলে অনেক যুগলই বিয়ে করে নতুন জীবনে প্রবেশের স্বপ্ন দেখতে শুরু করবেন । জাপান সরকারের বক্তব্য , বিয়ের পরেই অনেক নবদম্পতিকে সংসার পাতার জন্য বাড়ি ভাড়া করতে হয় । এই টাকায় তার কিছুটা হলেও একটি সঙ্গতি হবে । গত ফেব্রুয়ারী মাসে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারির সময় জাপান সরকার জানিয়েছিল , এই প্রকল্পের সুবিধা পাওয়ার কিছু শর্ত রয়েছে । যেমন পাত্র ও পাত্রী দু’জনকেই শহরের বাসিন্দা হতে হবে , সরকারের ‘ নিউলি ওয়েড সাপোর্ট প্রোগ্রাম ’ – এ আগে নবদম্পতির নামধাম নথিভুক্ত করতে হবে ।

তবে এর বাইরেও টাকা পাওয়ার জন্য রয়েছে আরও কিছু শর্ত । যেমন এই জারির সময় জাপান সরকার জানিয়েছিল , এই প্রকল্পের সুবিধা পাওয়ার কিছু শর্ত রয়েছে । যেমন পাত্র ও পাত্রী দু’জনকেই শহরের বাসিন্দা হতে হবে , সরকারের ‘ নিউলি ওয়েড সাপোর্ট প্রোগ্রাম ’ – এ আগে নবদম্পতির নামধাম নথিভুক্ত করতে হবে । তবে এর বাইরেও টাকা পাওয়ার জন্য রয়েছে আরও কিছু শর্ত । যেমন এই টাকা পাওয়ার ক্ষেত্রে স্বামী এবং স্ত্রী উভয়েরই বয়স হতে হবে চল্লিশের নীচে । এছাড়া দম্পতির সম্মিলিত বার্ষিক আয়ের পরিমাণ ৫৪ লাখ ইয়েনের বেশি হওয়া চলবে না ।
জাপানের একাধিক সংবাদমাধ্যমে প্রকল্পটির প্রশংসা করা হয়েছে । প্রকল্পের বিশ্লেষণ করতে গিয়ে তারা বলেছে , অবিবাহিত থাকতে চাওয়া এবং দেরিতে বিয়ে করার প্রবণতার কারণে জাপানে বর্তমান নবজাতকের হার অত্যন্ত কম । একটি সংবাদপত্র সরকারের ‘ বিশ্বস্ত ’ সূত্র উদ্ধৃত করে দাবি করেছে , নবদম্পতির টাকা পাওয়ার ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমা বাড়ানোর কথাও ভাবছে জাপ প্রশাসন ঘটনা হল , প্রকল্পটি নতুন নয় । এখনও আছে । বর্তমান প্রকল্পের আওতায় পৌরস অঞ্চলে বিয়ে করতে নবদম্পতি ‘ উপহার ’ হিসাবে সরকার থেকে পান সর্বোচ্চ ৩ লাখ ইয়েন । এছাড়া টাকা পাওয়ার শর্ত হচ্ছে , স্বামী – স্ত্রী দুজনের বয়স ৩৫ – এর কম হতে হবে , বার্ষিক আয়ের পরিমাণ ৪৮ লাখ ইয়েনের নীচে । নতুন সিদ্ধান্তে এগুলি সবই এক ধাক্কায় বেড়ে যাচ্ছে । বেড়ে যাচ্ছে উপহারের অঙ্ক , বাড়ছে নবদম্পতির বয়সের ন্যূনতম ঊর্ধ্বসীমা । মে মাসের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত জাপানের মোট ২৮১ টি পুরসভা এই প্রকল্পের সঙ্গে যুক্ত হয়েছে । যা এদেশের ছোট বড় শহর মিলিয়ে মোট পুরসভার মাত্র ১৫ শতাংশ ।

Dainik Digital

Share
Published by
Dainik Digital

Recent Posts

চীনে পর্যটকবাহী ৪টি নৌকা ডুবে ৯ জনের মৃত্যু, নিখোঁজ ১!!

অনলাইন প্রতিনিধি :-চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে হঠাৎ ঝড় ও শিলাবৃষ্টির কবলে পড়ে যায় পর্যটকবাহী চারটি নৌকা। নৌকা…

4 mins ago

জম্মু কাশ্মীরে গাড়ি খাদে পড়ে ৩ সেনার মৃত্যু!

অনলাইন প্রতিনিধি :-জম্মু ও কাশ্মীরে রামবান জেলায় স্লিপ করে ৭০০ ফুট গভীর খাদে পড়ে গেল…

20 hours ago

মঙ্গলবার দেশে ফিরছেন খালেদা জিয়া!!

অনলাইন প্রতিনিধি :-গত ৮ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য লন্ডনে পাড়ি দিয়েছিলেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা…

23 hours ago

রাজ্যের পঞ্চায়েত ব্যবস্থা দৃষ্টান্ত স্থাপন করেছে দেশে: মুখ্যমন্ত্রী!!

অনলাইন প্রতিনিধি :-অরুন্ধতীনগরের স্টেট পঞ্চায়েত রির্সোস সেন্টারের গ্রাম স্বরাজ ভবনে শনিবার পঞ্চায়েতিরাজ দিবস উদ্যাপন উপলক্ষে…

24 hours ago

থারুর অস্বস্তি!!

ফের শশী থারুরকে নিয়ে অস্বস্তি কংগ্রেসে।কিছুদিন আগেও কংগ্রেসের অস্বস্তি বাড়িয়ে শশী থারুর বিজেপি বন্দনায় মেতে…

1 day ago

পহেলগাও প্রসঙ্গ টেনে বিতর্কে শিল্পী সোনু নিগম, FIR!!

অনলাইন প্রতিনিধি :-বেঙ্গালুরুতে একটি অনুষ্ঠান চলাকালীন পহেলগাঁও জঙ্গি হামলার উপর মন্তব্য করার জন্য জনপ্রিয় গায়ক…

1 day ago