অনলাইন প্রতিনিধি:-রাজ্যের বেকার যুবক যুবতীর চাকরি হবে জাপানে। এ লক্ষ্যে জাপানের নেভিস হিউম্যান রিসোর্স প্রাইভেট লিমিটেডের সাথে মৌ-স্বাক্ষর করেছে এডিসি প্রশাসন। আজ এক সাংবাদিক সম্মেলনে এমনটাই বললেন তিপ্রা মথার সুপ্রিমো প্রদ্যোত কিশোর দেববর্মণ।
তিনি বলেন, বেকারত্ব দেশ ও রাজ্যের একটি বড় সমস্যা। আমাদের রাজ্যে ঘরে ঘরে শিক্ষিত যুবক যুবতী রয়েছে। তাদের আমরা একসাথে কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারছি না। তবে ধাপে ধাপে হাজারো বেকারের রাজ্যে সরকারী চাকরি প্রদান হচ্ছে।এখন পাশাপাশি রাজ্যের বেকারের মোটা বেতনে বিদেশে চাকরির সুযোগ করার উদ্যোগ নিল এডিসি প্রশাসন।
তিনি বলেন,জাপান উন্নত দেশ।বর্তমানে জাপানে বিভিন্ন ক্ষেত্রে অসংখ্য শূন্য পদ রয়েছে। এই শূন্যপদে যাতে রাজ্যের বেকারের চাকরি হয়, এ লক্ষ্যেই আমাদের মৌস্বাক্ষর হয়েছে।
জাপানের নেভিস হিউম্যান রিসোর্স প্রাইভেট লিমিটেডের একটি প্রশিক্ষণ কেন্দ্র ব্যাঙ্গালুরু শহরে রয়েছে। এই প্রশিক্ষণ কেন্দ্রে রাজ্যের জিএনএম, বিএসসি নার্সিং, এমএসসি নার্সিং উত্তীর্ণ যুবক যুবতীদের প্রথম ধাপে প্রশিক্ষণ প্রদান হবে। এক বছরের প্রশিক্ষণ কোর্সের জন্য রাজ্যের বেকার যুবক যুবতীদের কোনও কোর্স ফি দিতে হবে না। উল্টো এডিসি প্রশাসন বেকার যুবক যুবতীদের মাথা পিছু প্রশিক্ষণ বাবদ ৫০ হাজার টাকা করে প্রদান করার সিদ্ধান্ত নিয়েছে।
তবে চাকরিতে যোগদানের দু’বছরের মধ্যে যুবক যুবতীদের কোর্স ফি অর্থ প্রশিক্ষণ সংস্থাকে প্রদান করতে হবে। এরপর দ্বিতীয় ধাপে, স্নাতক ও স্নাতকোত্তর বেকার এবং তৃতীয় ধাপে অষ্টম থেকে দ্বাদশমান উত্তীর্ণ বেকার যুবক যুবতীদেরও প্রশিক্ষণের মাধ্যমে জাপানে চাকরি ব্যবস্থা করা হবে।
তিনি জানান জাপানের এই সংস্থার সাথে মেঘালয়, আসাম, মিজোরাম সরকারের পর ত্রিপুরা সরকারের অধীনে থাকা এডিসি প্রশাসনেরও চুক্তি হয়েছে। রাজ্যের সকল স্তরের বেকাররা এই কোর্স করতে পারবেন বলে জানান তিনি।
নেভিস হিউম্যান রিসোর্সের সিইও টাকাকো ওসিবুচি জানান, রাজ্যের সাথে মৌ-স্বাক্ষর করে আমরা গর্বিত। ভারত থেকে হাজারো বেকারের চাকরি হয়েছে জাপানে। রাজ্য থেকে প্রথমধাপে একশজন বেকারের জাপানে কর্মসংস্থান প্রদানে পরিকল্পনা হয়েছে।
অনলাইন প্রতিনিধি :-অবশেষে তেলাঙ্গানার সুরঙ্গে আটকে পড়াদের মধ্যে একটি দেহের সন্ধান করতে পেরেছে উদ্ধারকারীরা। তবে…
অনলাইন প্রতিনিধি :-বাংলাদেশের সঙ্গেভারত সবসময় সুসম্পর্ক রক্ষা করতে চায় বলে মন্তব্য করেছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ…
যত গর্জায় তত বর্ষায় না। বাংলার এই প্রবাদের গূঢ়ার্থ বুঝতে হলে রাজনীতির চশমায় নয়,আন্তর্জার নারী…
অনলাইন প্রতিনিধি :-গভীর রাত থেকে বুকে ব্যথা ও শারীরিক অস্বস্তি অনুভব করাতে দিল্লির এইমস-এ তড়িঘড়ি…
অনলাইন প্রতিনিধি :-শুক্রবার রাজধানীর আয়কর ভবনে নতুন আয়কর বিধি ও নিয়মকানুন নিয়ে নানা জটিলতা দূর…
অনলাইন প্রতিনিধি :-রাজধানী আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে শুক্রবার মুখ্যমন্ত্রী বললেন, পঞ্চায়েতস্তরে উল্লেখযোগ্য…