Categories: বিদেশ

জাপোরিশা থেকে তেজষ্ক্রিয় ছড়ানোর আশঙ্কা

এই খবর শেয়ার করুন (Share this news)

রাষ্ট্র সংঘের পারমাণবিক সংস্থা সতর্ক করেছে যে , ইউরোপের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে ক্রমাগত গোলাবর্ষণের ফলে বিপুল পরিমাণে তেজষ্ক্রিয় পদার্থ ছড়িয়ে পড়তে পারে । এছাড়া সেখানে রাশিয়ান সামরিক সরঞ্জামের উপস্থিতি কেন্দ্রটির নিরাপত্তাকে ঝুঁকির মুখে ফেলতে পারে । ইউক্রেন আক্রমণের শুরুতে জাপোরিশা পরমাণু বিদ্যুৎ কেন্দ্রটি দখল করে নেয় রাশিয়া এবং এটি বারবার আক্রমণের মুখে পড়েছে । গত সপ্তাহে কেন্দ্রটিতে সফর শেষে রাষ্ট্রসংঘের পারমাণবিক পর্যবেক্ষণ সংস্থা তার প্রতিবেদন প্রকাশ করেছে । যাতে একটি নিরাপত্তা ও সুরক্ষা অঞ্চল তৈরির আহ্বান জানানো হয়েছে । তারা বলছে , জাপোরিশায় অবিলম্বে গোলাবর্ষণ বন্ধ করতে হবে । ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদোমির জেলেনস্কি এই প্রতিবেদনকে স্বাগত জানিয়েছেন । তিনি বলেছেন , পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে সামরিক সরঞ্জামের উপস্থিতি সেখানে আমাদের কর্মীদের জন্য একটি চাপ এবং এর ফলে স্পষ্ট যে কেন্দ্রটি রাশিয়ার দখলে রয়েছে । তিনি আরও যোগ করেছেন যে একটি নিরাপত্তা জোন তৈরির বিষয়কে সমর্থন করবেন যদি তার লক্ষ্য হয় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের অঞ্চলের অসামরিকীকরণ । কেন্দ্রটি ডিনিপার নদীর দক্ষিণ তীরে , ইউক্রেন নিয়ন্ত্রিত শহর এবং সামরিক অবস্থানের কাছে অবস্থিত । উভয়পক্ষই একে অপরের বিরুদ্ধে কেন্দ্রটিকে লক্ষ্যবস্তু করার জন্য অভিযুক্ত করেছে । মার্চের শুরুতে রুশ বাহিনী সেটি দখল করে নেয় । মঙ্গলবার রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে ২৪ ঘন্টায় তিনবার ওই এলাকায় আঘাত হানার অভিযোগ এনেছে । ইউক্রেন বলেছে , আশেপাশের শহরগুলোতে গুলী চালানোর জন্য রাশিয়ার বাহিনী কেন্দ্রটিকে ঢাল হিসাবে ব্যবহার করেছে । যদিও রাশিয়া জোর দিয়ে বলে যে তারা কেন্দ্রটি পাহারা দিচ্ছে । রাষ্ট্রসংঘের আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা কোনও পক্ষকে দোষারোপ করার ব্যাপারে সতর্কতা অবলম্বন করেছে । রাষ্ট্রসংঘের পর্যবেক্ষক দলটি গত সপ্তাহে যখন কেন্দ্রটি পরিদর্শন করে তখন সেখানে গোলাগুলী অব্যাহত ছিল এবং সে সময় এর প্রধান রাফায়েল গ্রসি পরমাণু বিপর্যয়ের ঝুঁকির ব্যাপারে সতর্ক করেছিলেন । যদিও দলটির অধিকাংশ সদস্যই দুইদিন পর কেন্দ্রটি ছেড়ে চলে গেছেন । স্থায়ীভাবে কিন্তু এর দুজন কর্মকর্তা সেখানে থাকবেন । মঙ্গলবার প্রকাশিত প্রতিবেদনে রাশিয়ার সামরিক নিয়ন্ত্রণে সেখানে কর্মরত ৯০৭ জন ইউক্রেনীয় কর্মীর জন্য অত্যন্ত চাপের পরিস্থিতির কথা তুলে ধরা হয়েছে । এতে বলা হয়েছে যে সেখানে কর্মীদের কাজের জন্য উপযুক্ত পরিবেশ এবং পারিবারিক সহায়তা পাওয়ার অধিকার থাকা উচিত । রাষ্ট্রসংঘের পারমাণবিক সংস্থা কেন্দ্রেটির ক্ষতির বিশদ বিবরণ দিয়েছে এবং বলেছে যে অব্যাহত গোলাবর্ষণ এখনই একটি পারমাণবিক জরুরি অবস্থার পরিস্থিতি তৈরি না করলেও এটির নিরপাত্তার জন্য স্পষ্ট ঝুঁকি তৈরি করছে । যার ফলে তেজষ্ক্রিয়তা ছড়িয়ে পড়ার ভয়াবহ পরিণতি হতে পারে ।

Dainik Digital

Share
Published by
Dainik Digital

Recent Posts

নেপালে পর পর দুটি ভূমিকম্প!!

অনলাইন প্রতিনিধি :-শুক্রবার সন্ধ্যায় পর পর দুটি ভূমিকম্পে কেঁপে উঠল নেপাল। রিখটার স্কেলে কম্পনের মাত্রা…

59 mins ago

১৮.৫ ইঞ্চির লেজবিশিষ্ট মার্জারের বিশ্ব রেকর্ড!!

অনলাইন প্রতিনিধি :-দেখতেই সে নয়নাভিরাম।তার উপর তার লেজের দৈর্ঘ্য?রবীন্দ্রনাথের শ্যামা নৃত্যনাট্যে শ্যামার রূপে মুগ্ধ হয়ে…

11 hours ago

কাগজের কাপেও শরীরে যাচ্ছে প্লাস্টিক কণা, ভারসাম্য হারাচ্ছে হরমোন!!

অনলাইন প্রতিনিধি :-প্লাস্টিকের চায়ের কাপে চুমুক দিলে শেষ হতে পারে পুরুষত্ব! এমনকী, হরমোন সংক্রান্ত আরও…

11 hours ago

লন্ডন-মুম্বই উড়ানে আটকে ২০০ ভারতীয়!!

লন্ডনের হিথরো থেকে মুম্বইয়ে রওনা দিয়েছিল ভার্জিন আটলান্টিকের বিমানটি। ছিলেন ২০০–র বেশি ভারতীয় যাত্রী। জরুরি…

11 hours ago

মহাকরণ থেকে পঞ্চায়েত পর্যন্ত,কর্মী সংকটে সর্বত্র অচলাবস্থা প্রশ্নের মুখে ডবল ইঞ্জিনের গতি!!

অনলাইন প্রতিনিধি :-ডবল ইঞ্জিন সরকারের প্রায় প্রতিটি দপ্তর বর্তমানে চরম কর্মী সংকটে ধুঁকছে। ফলে যে…

11 hours ago

২০০ শয্যার যুব আবাস হচ্ছে বাধারঘাট স্পোর্টস কমপ্লেক্সে!!

অনলাইন প্রতিনিধি :-প্রায় ১২ কোটিটাকা ব্যয়ে বাধারঘাটে দশরথ দেব স্পোর্টস কমপ্লেক্সে ২০০ শয্যা বিশিষ্ট যুব…

11 hours ago