নয়ডার ছাত্রী নিবাসে ভয়াবহ আগুন, প্রান রক্ষায় ঝাপ একের পর এক ছাত্রীর!!
জামতাড়া স্টেশনে ১২ জনকে পিষে দিল ট্রেন!!

অনলাইন প্রতিনিধি :-জামতারা এবং বিদ্যাসাগর স্টেশনের মধ্যে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা। দুর্ঘটনায় প্রচুর যাত্রী চাপা পড়েন। ট্রেনের ধাক্কায় ১২ জন নিহত হয়েছেন বলে জানা গিয়েছে।বেঙ্গালুরু-যশবন্তপুর এক্সপ্রেস ডাউন লাইনে যাচ্ছিল। এদিকে লাইনের পাশে ফেলা ব্যালাস্টের ধুলো উড়ছিল কিন্তু ধুলো দেখে চালকের সন্দেহ হয় ট্রেনে আগুন লেগেছে এবং ধোঁয়া বের হচ্ছে। এ কারণে ট্রেন থামার সঙ্গে সঙ্গে যাত্রীরাও নেমে পড়েন, এদিকে ইএমইউ ট্রেনের ধাক্কায় অনেক যাত্রীর মৃত্যু হয়েছে বলে বোঝা যায়।

দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী মোদীও।তিনি বলেন, ঝাড়খণ্ডের জামতারায় দুর্ঘটনার খবর শুনে তিনি ব্যাথিত হয়েছেন।