অনলাইন প্রতিনিধি :-৬৭তম
জাতীয় স্কুল অনূর্ধ্ব ১৭ ফুটবলে দাদরা নগর হাভেলিকে বড় ব্যবধানে হারালো ত্রিপুরা।আন্দামান নিকোবরের পোর্টব্লেয়ারে জেএনআরএম গ্রাউন্ডে আজ প্রতিযোগিতায় গ্রুপের দ্বিতীয় ম্যাচে ত্রিপুরা চার-শূন্য গোলে দাদরা নগর হাভেলিকে হারায়।জারা কুমার
জমাতিয়া জোড়া গোল করেন। এছাড়া একটি করে গোল করেন অমিত ত্রিপুরানও সুখ দয়াল জমাতিয়া।প্রথম ম্যাচে হেরে দ্বিতীয় ম্যাচে এই জয়ের পর গ্রুপ থেকে বের হবার একটা সম্ভাবনা তৈরি হলো ত্রিপুরার।আগামীকাল (সোমবার)গ্রুপ পর্বের শেষ ম্যাচ তেলেঙ্গানাকে হারানো গেলে অথবা কমপক্ষে ড্র করা গেলেও প্রি-কোয়ার্টার ফাইনালে উঠে আসতে পারবে ত্রিপুরা।ফলে প্রি-কোয়ার্টার ফাইনালে খেলার প্রশ্নে তেলেঙ্গানা ম্যাচটি যথেষ্ট ভাইটাল ত্রিপুরার কাছে।নতুবা হারলে আসর থেকে বিদায় নিতে হবে।সোমবার নেতাজী স্টেডিয়ামে সকাল ছয়টায় হবে তেলেঙ্গানা বনাম ত্রিপুরার ম্যাচটি।রবিবার জেএনআরএম গ্রাউন্ডে সকাল ছয়টায় ত্রিপুরা বনাম দাদরা নগর হাভেলির ম্যাচটি ছিল।ম্যাচে ত্রিপুরা চার-শূন্য গোলে জয়লাভ করে। অবশ্য ত্রিপুরা টিমের ছেলেরা প্রথম ম্যাচের মতো আজও যে ভাবে একের পর এক সুযোগ নষ্ট করেছে তা না হলে আরও বড় ব্যবধানে জিততে পারতো।কমপক্ষে আট-শূন্য গোলে ম্যাচ জিততে পারতো এদিন ত্রিপুরা। তবে গত ম্যাচের থেকে অনেকটাই ভালো খেলেছে কোচ পুরী প্রসাদ দেববর্মার টিম।ম্যাচ জিততে হবে নতুবা আসর থেকে বিদায় নিশ্চিত,সেই ভয় মাথায় রেখে এদিন শুরু থেকেই জয়ের মানসিকতা নিয়ে খেলতে দেখা গেছে ত্রিপুরার ছেলেদের। বিপক্ষকে চাপে রেখে ম্যাচের শুরু থেকেই থেকেই জয়ের মানসিকতা নিয়ে খেলতে দেখা গেছে ত্রিপুরার ছেলেদের। বিপক্ষকে চাপে রেখে ম্যাচের শুরু থেকেই গোল করার জন্য একপ্রকার ঝাঁপিয়ে পড়ে।তাতে একুশ মিনিটে প্রথম গোলের সফলতা ধরা দেয় ত্রিপুরার। জারা কুমার জমাতিয়া গোল করে দলকে এক-শূন্যতে এগিয়ে দেয়।আঠাশ মিনিটে ত্রিপুরার হয়ে গোল করেন অমিত ত্রিপুরা। প্রথমার্ধে দুই-শূন্যতে খেলা শেষ করলেও অনেক সুযোগ নষ্ট করে ফেলে ত্রিপুরা টিম।বিরতির পর মাঠে নেমে দশ মিনিটে ফের গোল করে ত্রিপুরা।গোল করে এবার সুখদয়াল জমাতিয়া। তাতে তিন-শূন্য গোলে এগিয়ে যায় ত্রিপুরা।তিন গোলে পিছিয়ে থাকার পর হাভেলিও ম্যাচে ফেরার আপ্রাণ চেষ্টা চালিয়ে যেতে থাকে।তারাও বেশ কয়েকটি সুযোগ তৈরি করে গোল করার।তবে ত্রিপুরা টিমের গোল রক্ষকের দারুন কিপিং ও মজবুত ডিফেন্সের কারণে সেই সুযোগগুলো কাজে লাগাতে পারেনি হাভেলি।উল্টো উনিশ মিনিটে ফের একবার গোল হজম করতে হয় তাদের।ত্রিপুরার হয়ে গোল করেন জারা কুমার জমাতিয়া।শেষ অবধি চার-শূন্য গোলে ম্যাচ জিতে মাঠ ছাড়ে ত্রিপুরা টিম।ম্যাচ শেষে কোচ পুরী প্রসাদ দেববর্মা জানান, আজকের ম্যাচ জেতার পর প্রি-কোয়ার্টার ফাইনালে যাবার ভালো একটা সুযোগ তৈরি হয়েছে।তেলেঙ্গানাকে আগামীকাল হারাতে পারলে অথবা ম্যাচ ড্র করা গেলে তবেই তা সম্ভব।
অনলাইন প্রতিনিধি:- বাংলাদেশ থেকে কাঞ্চনপুর মহকুমার ভারত- বাংলাদেশ সীমান্ত দিয়ে মিজোরামে যাওয়ার পথে মামিত জেলার…
অনলাইন প্রতিনিধি :- নিরাপত্তার কাজে নয়, টিএসআর জওয়ানদের খাটানো হচ্ছে আর্দালি হিসাবে। পুলিশ আধিকারিকদের ও…
অনলাইন প্রতিনিধি :- ইন্ডিগো আগরতলা- দিল্লী রুটের উভয় দিকে যাতায়াতে আরও একটি বিমান চালু করছে।…
দিল্লীর বিধানসভা ভোট নিয়ে সরগরম দিল্লী। দিল্লীতে এবার এক আঙ্গিকে বিধানসভা ভোট হচ্ছে। গত পরিস্থিতির…
অনলাইন প্রতিনিধি :-ত্রিপুরায় উৎপাদিত" অর্গানিক বার্ড আই চিলি " স্হানীয় ভাষায় যাকে বলা হয় ধানি…
২২জানুয়ারী,২০২৪।এক বছরের ব্যবুধানে ২০২৫ সালের ১৩ জানুয়ারি।গত বছরের মেগা ইভেন্টের আসর বসেছিল অযোধ্যায়। এবার মেগা…