দৈনিক সংবাদ অনলাইন প্রতিনিধি,অমরপুর।। উদয়পুরের পেরাতিয়াস্হিত বন দপ্তরের কনফারেন্স হলে ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্টস এসোসিয়েশনের উদয়পুর মহকুমা কমিটি ও গোমতী জেলা কমিটির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার। এদিন সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন গোমতী জেলার জেলা সভাধিপতি স্বপন অধিকারী। উপস্থিত ছিলেন সহ-সভাধিপতি দেবল দেবরায়, ওএনজিসির মুখ্য জেনারেল ম্যানেজার পরমানন্দ সিনহা, জন সংযোগ অফিসার মনিশ ভুঁইয়া, ম্যানেজার বিষ্ণু দত্ত, জেলা প্রশাসনের, এসডিএফও, জেলা তথ্য সংস্কৃতি আধিকারিক, বরিষ্ট সাংবাদিক স্বপন ভট্টাচার্য, সংঘটনের রাজ্য সভাপতি ধ্রুব রঞ্জন সেন, সাধারণ সম্পাদক সুনীল দেবনাথ প্রমুখ।
সম্মেলনে স্বাগত বক্তব্য রাখেন সংগটনের জেলা সম্পাদক ভাস্কর মোদক। সম্মেলনে সভাপতিত্ব করেন সংগটনের জেলা সভাপতি প্রাণময় সাহা। পেনশনের শর্ত শিথিল, এক্রিডিয়েশন প্রদানে সরলীকরণ ও সাংবাদিকতার উৎকর্ষতার উপর গুরত্ব আরোপ করে উপস্থিত বক্তারা বক্তব্য রাখেন। সম্মেলনে রাজ্যের বরিষ্ট সাংবাদিক স্বপন ভট্টাচার্যকে স্মারক উপহার প্রদানের মাধ্যমে সম্বর্ধিত করা হয়েছে। সম্মেলনে সাত সদস্যের উদয়পুর মহকুমা কমিটি ও এগারো সদস্যের গোমতী জেলা কমিটি গঠন করা হয়েছে। উদয়পুর মহকুমা কমিটির সভাপতি,সম্পাদক, ও কোষাধক্ষ্য মনোনিত হয়েছেন যথাক্রমে প্রার্থ প্রতিম সাহা, দেবব্রত রুদ্র, ও সুকান্ত লস্কর। গোমতী জেলা কমিটির সভাপতি,সম্পাদক ও কোষাধক্ষ্য মনোনিত হয়েছেন যথাক্রমে প্রাণময় সাহা,ভাস্কর মোদক ও মুসলেম মিঞা।
অনলাইন প্রতিনিধি :-ষষ্ঠ 'বিমসটেক' শীর্ষ সম্মেলনে যোগদান করতে বৃহস্পতিবার দু'দিনের সফরে থাইল্যান্ডে পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র…
অনলাইন প্রতিনিধি :-চলতি বছরের ফেব্রুয়ারী মাস পর্যন্ত ৯৪ হাজার ৭২৩ জন মহিলা লাখপতি দিদি হয়েছেন।…
অনলাইন প্রতিনিধি:-দেশের ওষুধ কোম্পানিগুলোর লাভের বড় অংশই এখন খেয়ে নিচ্ছে রাজনৈতিক দলগুলো। তাই ভোেট শেষ…
অনলাইন প্রতিনিধি :-রাজ্যের প্রধান হাসপাতাল জিবিতে বিশেষজ্ঞ চিকিৎসব সব বিভাগে চব্বিশ ঘন্টা না থাকায় রোগীর…
অনলাইন প্রতিনিধি:-রাজ্যে অনুপ্রদেশ রুখতে পুলিশ,বিএসএফ ও অন্য নিরাপত্তা সংস্থাগুলি যৌথভাবে কাজ করছে। আন্তর্জাতিক সীমান্ত সংলগ্ন…
অনলাইন প্রতিনিধি :-ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের এগজিকিউটিভকাউন্সিলের সিদ্ধান্তকে সীলমোহর দিল মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক।কেন্দ্রীয় সরকারের এই নির্দেশ…